ETV Bharat / state

ত্রাণ নয়, কংক্রিটের নদী বাঁধের দাবিতে বিক্ষোভ সুন্দরবনবাসীর - নদীবাঁধের দাবিতে বিক্ষোভ সুন্দরবনবাসীর

বানভাসি মানুষদের জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিলির কাজ চলছে সুন্দরবনের একাধিক এলাকায় ৷ কিন্তু প্রশাসনের কাছে গ্রামবাসীদের আবেদন, ত্রাণ চাই না আমরা, চাই কংক্রিটের নদী বাঁধ । এই দাবি নিয়েই আজ সুন্দরবনের প্রত্যন্ত এলাকা গোসাবার গ্রামবাসীরা নদী বাঁধের উপরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ গোসাবা বিধানসভার পাখিরালা, দয়াপুর, সাতজেলিয়া, লাহিরিপুর-সহ একাধিক এলাকার মানুষদের একটাই দাবি চাই পাকাপোক্ত কংক্রিটের নদী বাঁধ ।

কংক্রিটের নদীবাঁধের দাবি সুন্দরবনবাসীর
কংক্রিটের নদীবাঁধের দাবি সুন্দরবনবাসীর
author img

By

Published : Jun 2, 2021, 2:17 PM IST

সুন্দরবন, 2 জুন : ঘূর্ণিঝড় যশ কার্যত তছনছ করে দিয়েছে গোসাবার একাধিক অঞ্চল । নদীতে পাকা বাঁধ না থাকায় প্রবল জলস্ফীতির কারণে একাধিক জায়গায় অস্থায়ী নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম ৷

বানভাসি মানুষদের জন্য ত্রাণ বিলির কাজ চলছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে । কিন্তু গ্রামবাসীদের আবেদন, ত্রাণ চাই না আমরা, চাই কংক্রিটের নদী বাঁধ । এই দাবি নিয়েই আজ সুন্দরবনের প্রত্যন্ত এলাকা গোসাবার গ্রামবাসীরা নদী বাঁধের উপরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ গোসাবা বিধানসভার পাখিরালা, দয়াপুর, সাতজেলিয়া, লাহিরিপুর-সহ একাধিক এলাকার মানুষদের একটাই দাবি চাই পাকাপোক্ত কংক্রিটের নদী বাঁধ ।

কংক্রিটের নদী বাঁধের দাবিতে বিক্ষোভ সুন্দরবনবাসীর

আরও পড়ুন : সুস্থতার হার বাড়লেও, বৃদ্ধি করোনা আক্রান্তের দৈনিক সংখ্যাও

সুন্দরবনের নদী বাঁধ ও জীবন-জীবিকা রক্ষা কমিটির পক্ষ থেকে বাঁধের উপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার পুরুষ ও মহিলারা । এমনকি এই আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান তাঁরা । এরপর 5 জুন কংক্রিটের বাঁধের দাবিতে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান সুন্দরবনের মানুষ ।

সুন্দরবন, 2 জুন : ঘূর্ণিঝড় যশ কার্যত তছনছ করে দিয়েছে গোসাবার একাধিক অঞ্চল । নদীতে পাকা বাঁধ না থাকায় প্রবল জলস্ফীতির কারণে একাধিক জায়গায় অস্থায়ী নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম ৷

বানভাসি মানুষদের জন্য ত্রাণ বিলির কাজ চলছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে । কিন্তু গ্রামবাসীদের আবেদন, ত্রাণ চাই না আমরা, চাই কংক্রিটের নদী বাঁধ । এই দাবি নিয়েই আজ সুন্দরবনের প্রত্যন্ত এলাকা গোসাবার গ্রামবাসীরা নদী বাঁধের উপরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ গোসাবা বিধানসভার পাখিরালা, দয়াপুর, সাতজেলিয়া, লাহিরিপুর-সহ একাধিক এলাকার মানুষদের একটাই দাবি চাই পাকাপোক্ত কংক্রিটের নদী বাঁধ ।

কংক্রিটের নদী বাঁধের দাবিতে বিক্ষোভ সুন্দরবনবাসীর

আরও পড়ুন : সুস্থতার হার বাড়লেও, বৃদ্ধি করোনা আক্রান্তের দৈনিক সংখ্যাও

সুন্দরবনের নদী বাঁধ ও জীবন-জীবিকা রক্ষা কমিটির পক্ষ থেকে বাঁধের উপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার পুরুষ ও মহিলারা । এমনকি এই আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান তাঁরা । এরপর 5 জুন কংক্রিটের বাঁধের দাবিতে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান সুন্দরবনের মানুষ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.