ETV Bharat / state

ছাপিয়ে গেল গত বছরের রেকর্ড, 30 লাখ পুণ্যার্থী সমাগম গঙ্গাসাগরে

author img

By

Published : Jan 15, 2020, 12:02 PM IST

Updated : Jan 24, 2020, 10:41 AM IST

প্রতিবছর মকর সংক্রান্তিতে পুণ্যার্থীরা গঙ্গাসাগরে পুণ্যস্নানের জন্য আসেন । এই বছর পুণ্যস্নানের সময় শেষ হচ্ছে আগামীকাল অর্থাৎ 16 জানুয়ারি রাত 12 টা 24 মিনিটে। এবার প্রায় 30 লাখেরও বেশি পুণ্যার্থী ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরে ।

gangasagar
gangasagar

গঙ্গাসাগর, 15 জানুয়ারি : গঙ্গাসাগরে চলছে মকর সংক্রান্তির পুণ্যস্নান । প্রায় 30 লাখেরও বেশি পুণ্যার্থী ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরে । ইতিমধ্যেই 18 লাখ পুণ্যার্থী পুণ্যস্নান করেছেন । পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসেছেন । পুণ্যস্নানে এসেছেন নেপাল ও বাংলাদেশের মানুষও । সরকারের এক আধিকারিক জানিয়েছেন, এবার পুণ্যার্থীর সংখ্যা অন্যবারের রেকর্ড ভেঙেছে ।

প্রতিবছর মকর সংক্রান্তিতে হিন্দু পুণ্যার্থীরা গঙ্গাসাগরে পুণ্যস্নানের জন্য আসেন । কপিল মুনির আশ্রমে পুজো দেন । এই বছর পুণ্যস্নানের সময় শেষ হচ্ছে 16 তারিখ রাত 12 টা 24 মিনিটে । সরকারি ওই আধিকারিক বলেন, "শেষ বছর 20 লাখ মানুষ সাগরদ্বীপে এসেছিলেন । এই বছর সেই রেকর্ড ভেঙে গেছে । পুণ্যার্থীরা সন্তুষ্ট এবং আমাদের ব্যবস্থাপনা তাদের খুশি করেছে ।"

ganga sagar
চলছে পুণ্যস্নান

গঙ্গাসাগরে জারি রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা । কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে সাগরদ্বীপের পরিস্থিতি নজরে রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 10,000 পুলিশ কর্মী মোতায়েন রয়েছে । রয়েছেন সিভিক ভলান্টিয়ররা । ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে । রয়েছে হাজারের উপর CCTV ক্যামেরা । প্রথমবার এই মেলায় রাখা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স । কোনও পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রাথমিক চিকিৎসার পর উপযুক্ত স্থানে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স ।

গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড়

গঙ্গাসাগরের পাশাপাশি পুণ্যস্নান চলছে কলকাতার বাবুঘাট, দই ঘাট, হাওড়ার বাজে কদমতলা ঘাট, বরানগরে রতনবাবুর ঘাট, বাগবাজার ঘাট, সারদামণি ঘাট ও কুমোরটুলি ঘাটেও ।

গঙ্গাসাগর, 15 জানুয়ারি : গঙ্গাসাগরে চলছে মকর সংক্রান্তির পুণ্যস্নান । প্রায় 30 লাখেরও বেশি পুণ্যার্থী ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরে । ইতিমধ্যেই 18 লাখ পুণ্যার্থী পুণ্যস্নান করেছেন । পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসেছেন । পুণ্যস্নানে এসেছেন নেপাল ও বাংলাদেশের মানুষও । সরকারের এক আধিকারিক জানিয়েছেন, এবার পুণ্যার্থীর সংখ্যা অন্যবারের রেকর্ড ভেঙেছে ।

প্রতিবছর মকর সংক্রান্তিতে হিন্দু পুণ্যার্থীরা গঙ্গাসাগরে পুণ্যস্নানের জন্য আসেন । কপিল মুনির আশ্রমে পুজো দেন । এই বছর পুণ্যস্নানের সময় শেষ হচ্ছে 16 তারিখ রাত 12 টা 24 মিনিটে । সরকারি ওই আধিকারিক বলেন, "শেষ বছর 20 লাখ মানুষ সাগরদ্বীপে এসেছিলেন । এই বছর সেই রেকর্ড ভেঙে গেছে । পুণ্যার্থীরা সন্তুষ্ট এবং আমাদের ব্যবস্থাপনা তাদের খুশি করেছে ।"

ganga sagar
চলছে পুণ্যস্নান

গঙ্গাসাগরে জারি রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা । কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে সাগরদ্বীপের পরিস্থিতি নজরে রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 10,000 পুলিশ কর্মী মোতায়েন রয়েছে । রয়েছেন সিভিক ভলান্টিয়ররা । ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে । রয়েছে হাজারের উপর CCTV ক্যামেরা । প্রথমবার এই মেলায় রাখা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স । কোনও পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রাথমিক চিকিৎসার পর উপযুক্ত স্থানে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স ।

গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড়

গঙ্গাসাগরের পাশাপাশি পুণ্যস্নান চলছে কলকাতার বাবুঘাট, দই ঘাট, হাওড়ার বাজে কদমতলা ঘাট, বরানগরে রতনবাবুর ঘাট, বাগবাজার ঘাট, সারদামণি ঘাট ও কুমোরটুলি ঘাটেও ।

Intro:মকরসংক্রান্তির পূণ্যস্নানের সাগরতীর্থে এক সাথে ডুব দিলো লক্ষাধিক পূর্ণ্যার্থী। দেশ বিদেশের প্রায় ৩১ লক্ষ মানুষ মকরসংক্রান্তির মাহেন্দ্রক্ষণে সাগরে ডুব দিয়ে নিজেদের পাপ মোচনের মধ্যদিয়ে সাগরতট হয়ে ওঠে মিনি ভারত।
মাহেন্দ্রক্ষণের সময় অনুযায়ী ১৫ জানুয়ারী রাত ১.২৪ মিনিট থেকে শুরু হয় পূণ্য স্নানের সময়। এরপরেই সাগরতটে মাহেন্দ্রক্ষণে স্নান করার জন্য ভিড় জমতে থাকে পূর্ণ্যার্থীদের। মকরসংক্রান্তির পূণ্য স্নান ঘিরে একদিকে যেমন পুর্ণ্যার্থীদের পুজো,পূণ্যস্নান থেকে একাধিক পর্ব সারতে দেখা যায় তেমনই এসব ঘিরে প্রশাসনিক তৎপরতা ছিল বেশ সক্রিয়। পুর্ণ্যার্থীদের নিরাপত্তার কথাভেবে নিরাপত্তার বলয় ছিলো বেশ আঁটো সাটো। তবে এবারের পূণ্যস্নানের সময় শেষ হচ্ছে ১৬ তারিখ রাত ১২ টা ২৪ মিনিটে। আর ততক্ষণ চলবে সাগরে আসা পুর্ণ্যার্থীদের নিজেদের ভক্তির আরাধনা।Body:Intro তে কপি দিলাম Conclusion:একটু দেখে নেবেন
Last Updated : Jan 24, 2020, 10:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.