ETV Bharat / state

জয়নগরের একাধিক ওয়ার্ডে পোস্টার "দাদার অনুগামীদের" - Suvendu Adhikari

এবার শুভেন্দুর নামে পোস্টার পড়ল জয়নগরে ৷

ছবি
ছবি
author img

By

Published : Nov 30, 2020, 1:05 PM IST

জয়নগর, 30 নভেম্বর : এবার জয়নগর ৷ শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া পোস্টার পড়ল জয়নগর মজিলপুর পৌরসভার একাধিক ওয়ার্ডে ৷ সেখানে লেখা রয়েছে " আমরা দাদার অনুগামী ৷"

আরও পড়ুন : ফের হাওড়ায় শুভেন্দু অধিকারীর নামে পোস্টার

স্থানীয় কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে অপশাসন চলছিল তার বিরুদ্ধে দলের লোকেরাও সরব হয়েছে । BJP নেতা হরিকৃষ্ণ দত্ত বলেন, শুভেন্দু অধিকারীর BJP-তে যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা । দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সব কথা হয়ে গিয়েছে । অবশ্য তৃণমূল বলছে, এই এলাকায় তাদের ভোট বেড়েছে । মানুষ তাদের সঙ্গে আছে । রাতে BJP, কংগ্রেসের কর্মীরাই এই কাজ করছেন ৷

প্রত্যেকটি রাজনৈতিক দলের সদস্যদের বক্তব্য

আরও পড়ুন :এবার "দাদার অনুগামী" পোস্টার পড়ল আউশগ্রামে

তৃণমূল নেতা খান জিয়াউল হক বলেন, "2013 সালে জয়নগরে আমরা একক দল হিসেবে লড়াই করার সুযোগ পাই ৷ 2014 সালে লোকসভার যে প্রার্থী ছিল আমাদের, তিনি সাড়ে সাত হাজার ভোটে লিড দিয়ে প্রমাণ করেছে মানুষ আমাদেরই চাইছে ৷ এরপর থেকে পরপর প্রতিটি নির্বাচনে আমরা জিতেছি ৷ তাই রাতে কারা পোস্টার লাগিয়েছে, কারা চক্রান্ত করেছে আমরা জানি না ৷ এখানে দাদার অনুগামী বলে কিছু হয় না ৷ এখানে সবাই তৃণমূলের অনুগামী, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী ৷ তৃণমূল কর্মীরা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন লড়বে ৷"

জয়নগর, 30 নভেম্বর : এবার জয়নগর ৷ শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া পোস্টার পড়ল জয়নগর মজিলপুর পৌরসভার একাধিক ওয়ার্ডে ৷ সেখানে লেখা রয়েছে " আমরা দাদার অনুগামী ৷"

আরও পড়ুন : ফের হাওড়ায় শুভেন্দু অধিকারীর নামে পোস্টার

স্থানীয় কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে অপশাসন চলছিল তার বিরুদ্ধে দলের লোকেরাও সরব হয়েছে । BJP নেতা হরিকৃষ্ণ দত্ত বলেন, শুভেন্দু অধিকারীর BJP-তে যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা । দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সব কথা হয়ে গিয়েছে । অবশ্য তৃণমূল বলছে, এই এলাকায় তাদের ভোট বেড়েছে । মানুষ তাদের সঙ্গে আছে । রাতে BJP, কংগ্রেসের কর্মীরাই এই কাজ করছেন ৷

প্রত্যেকটি রাজনৈতিক দলের সদস্যদের বক্তব্য

আরও পড়ুন :এবার "দাদার অনুগামী" পোস্টার পড়ল আউশগ্রামে

তৃণমূল নেতা খান জিয়াউল হক বলেন, "2013 সালে জয়নগরে আমরা একক দল হিসেবে লড়াই করার সুযোগ পাই ৷ 2014 সালে লোকসভার যে প্রার্থী ছিল আমাদের, তিনি সাড়ে সাত হাজার ভোটে লিড দিয়ে প্রমাণ করেছে মানুষ আমাদেরই চাইছে ৷ এরপর থেকে পরপর প্রতিটি নির্বাচনে আমরা জিতেছি ৷ তাই রাতে কারা পোস্টার লাগিয়েছে, কারা চক্রান্ত করেছে আমরা জানি না ৷ এখানে দাদার অনুগামী বলে কিছু হয় না ৷ এখানে সবাই তৃণমূলের অনুগামী, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী ৷ তৃণমূল কর্মীরা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন লড়বে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.