ETV Bharat / state

বাড়ির একমাত্র রোজগেরে ছেলে আত্মঘাতী

লকডাউনের মধ্য়েও কলকাতায় কাজে যাচ্ছিলেন ৷ বাড়ির কারওর সঙ্গে কোনও ঝামেলাও হয়নি ৷ তা সত্ত্বেও আত্মহত্যা করলেন বাড়ির বড় এবং রোজগেরে ছেলে ৷

রোজগেরে ছেলে আত্মঘাতী
রোজগেরে ছেলে আত্মঘাতী
author img

By

Published : Jun 2, 2021, 10:26 AM IST

নরেন্দ্রপুর, 2 জুন : আত্মঘাতী বাড়ির একমাত্র রোজগেরে ছেলে । ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার রানিয়ায় । বাড়ির শৌচাগার থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে নরেন্দ্রপুর থানার পুলিশ । মৃতের নাম মহাদের ঘোষ (20) ।

মহাদেবের এক আত্মীয় জানিয়েছেন, কলকাতায় একটি দোকানে কাজ করতেন মহাদেব ওরফে ভৈরব। রাজ্যে কড়া বিধিনিষেধ চললেও সে জগুবাজারের একটি উপহারসামগ্রীর দোকানে কাজ করতেন তিনি ৷ সকাল 7টা থেকে 10টা পর্যন্ত দোকান খোলা থাকত ৷ সেই সময় মেনে তিনি চলে যেতেন ৷

আরও পড়ুন : আইসি-র নামে ভুয়ো অ্যাকাউন্ট করে টাকা তছরূপের ফাঁদ

এদিন সকালে মহাদেবের মা তাঁকে বাড়ির শৌচাগারে ঝুলন্ত অবস্থায় খুঁজে পান ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ এলাকায় মিশুকে ও ভাল ছেলে হিসেবে পরিচিত ছিলেন তিনি । বাড়ির কারও সঙ্গে কোনও রকম মতবিরোধ হয়নি ৷ তাও ঠিক কী কারণে তিনি এই পথ বেছে নিলেন, তা কিছুতেই বুঝতে পারছেন না বাবা-মা ৷

আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ । দেহ উদ্ধার করে আজই ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

নরেন্দ্রপুর, 2 জুন : আত্মঘাতী বাড়ির একমাত্র রোজগেরে ছেলে । ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার রানিয়ায় । বাড়ির শৌচাগার থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে নরেন্দ্রপুর থানার পুলিশ । মৃতের নাম মহাদের ঘোষ (20) ।

মহাদেবের এক আত্মীয় জানিয়েছেন, কলকাতায় একটি দোকানে কাজ করতেন মহাদেব ওরফে ভৈরব। রাজ্যে কড়া বিধিনিষেধ চললেও সে জগুবাজারের একটি উপহারসামগ্রীর দোকানে কাজ করতেন তিনি ৷ সকাল 7টা থেকে 10টা পর্যন্ত দোকান খোলা থাকত ৷ সেই সময় মেনে তিনি চলে যেতেন ৷

আরও পড়ুন : আইসি-র নামে ভুয়ো অ্যাকাউন্ট করে টাকা তছরূপের ফাঁদ

এদিন সকালে মহাদেবের মা তাঁকে বাড়ির শৌচাগারে ঝুলন্ত অবস্থায় খুঁজে পান ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ এলাকায় মিশুকে ও ভাল ছেলে হিসেবে পরিচিত ছিলেন তিনি । বাড়ির কারও সঙ্গে কোনও রকম মতবিরোধ হয়নি ৷ তাও ঠিক কী কারণে তিনি এই পথ বেছে নিলেন, তা কিছুতেই বুঝতে পারছেন না বাবা-মা ৷

আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ । দেহ উদ্ধার করে আজই ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.