ভাঙড়, 7 মে : রাস্তার মোড়ে পা দিলেই নাকে ভেসে আসছে দুর্গন্ধ । হবে নাই বা কেন ? এলাকায় ভাগাড় নেই । তাই বাসন্তী রাজ্য সড়কের পাশে ফাঁকা জায়গায়, রাস্তার পাশে ফেলে দেওয়া হচ্ছে গবাদি পশুর মৃতদেহ । মূলত ভাঙড়ের বিভিন্ন খাটালে মৃত পশুর দেহ ফেলা হচ্ছে বলে অভিযোগ (Stinking area In Bhangar)। এই পরিস্থিতিতে পরিবেশ দূষিত হচ্ছে বলে অভিযোগ ভাঙড়ের নারায়ণপুর অঞ্চলের বাসিন্দাদের একাংশের ।
ভাঙড় 1 নং ব্লক এলাকার মধ্যে নারায়ণপুর অঞ্চল । এই এলাকায় ছোটো বড় প্রায় কয়েকশো খাটাল আছে । নারায়ণপুর অঞ্চলের উপর দিয়ে বয়ে গিয়েছে বাসন্তী রাজ্য সড়ক । ওই এলাকার বেশিরভাগ মানুষ পশুপালন ব্যবসার উপরে নির্ভর করেন । ফলে,গরু, মোষ-সহ গবাদি পশু পালন করা হয় ঘরে-ঘরে । এলাকাবাসীরা জানান, গবাদি পশু মারা গেলে দেহ ফাঁকা মাঠে বা মাটিতে পুঁতে দেওয়া হয় । অনেক সময়ে, রাস্তার পাশে মৃত পশু দেহের স্তূপ জমে । এই পরিস্থিতিতে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে । বাড়ছে দূষণও । জনস্বাস্থ্য নিয়েও প্রশ্ন উঠেছে ।
আরও পড়ুন : অনুমোদনহীন শ্মশান হাওড়া পৌরনিগম এলাকায়, দাহ করতে নথির কোনও বালাই নেই
এবিষয়ে ভাঙড়ের জনপ্রতিনিধি কাইজার আহমেদ বলেন, "বিষয়টি নজরে এসেছে ৷ পঞ্চায়েতকে বলা হয়েছে মৃত পশুর রাস্তার পাশ থেকে সরিয়ে নেওয়ার জন্য ৷ আর যারা রাস্তার পাশে গবাদি পশু ফেলে পরিবেশ দূষিত করছে, প্রশাসনকে বলেছি আইনানুগ ব্যবস্থা নিতে।’’ এবিষয়ে ভাঙড় 1 নং ব্লকের বিডিও দিব্যমান মজুমদার বলেন, "বিষয়টি নজরে এসেছে ৷ এলাকায় যাতে পরিবেশ দূষিত না হয় তার জন্য পঞ্চায়েতকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে ।"