ETV Bharat / state

বাজারে নিয়ন্ত্রিত ভিড়, সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়ম মানতে রাজি ক্রেতারা - south 24 pargana districts market

দোকানপাট সহ বাজার হাট খোলা ও বন্ধের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে প্রশাসন । আজ সপ্তাহের শেষ দিন ছুটির বার হলেও প্রায়ই ফাঁকা সব বাজার । একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন না কেউই । বাজার হাট খোলার সময় সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত হলেও জেলার বিভিন্ন প্রান্তের বাজারগুলোতে সামান্য হলেও মানুষের মধ্যে সচেতনতা ছবি যেন স্পষ্ট ফুটে উঠেছে । বাজারগুলিতে মানা হচ্ছে করোনা স্বাস্থ্য বিধি ।

রাজ্য জুড়ে কার্যত লকডাউন, সপ্তাহের শেষ দিনে কেমন অবস্থা জেলার বাজারের
রাজ্য জুড়ে কার্যত লকডাউন, সপ্তাহের শেষ দিনে কেমন অবস্থা জেলার বাজারের
author img

By

Published : May 16, 2021, 2:28 PM IST

কাকদ্বীপ, 16 মে : সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে আজ থেকে রাজ্যে আরও কড়া হয়েছে বিধিনিষেধ ৷ আগামী দু'সপ্তাহ বলা যেতে পারে কার্যত লকডাউন । আজ সকাল থেকে দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্তের ছবিটা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই আলাদা ।

দোকানপাট সহ বাজার হাট খোলা ও বন্ধের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে প্রশাসন । আজ সপ্তাহের শেষ দিন ছুটির বার হলেও প্রায়ই ফাঁকা সব বাজার । একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন না কেউই । বাজার হাট খোলার সময় সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত হলেও জেলার বিভিন্ন প্রান্তের বাজারগুলোতে সামান্য হলেও মানুষের মধ্যে সচেতনতা ছবি যেন স্পষ্ট ফুটে উঠেছে । বাজারগুলিতে মানা হচ্ছে করোনা স্বাস্থ্য বিধি । রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষের দাবি, রুটি-রুজির টান পড়লেও সবাইকে কষ্ট করে মানতেই হবে প্রশাসনের নির্দেশ । যদিও আবার অনেকেই সপ্তাহের পুরো বাজার করতে এই ছুটির দিনটাকেই বেছে নিয়েছেন ৷

কাকদ্বীপ, 16 মে : সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে আজ থেকে রাজ্যে আরও কড়া হয়েছে বিধিনিষেধ ৷ আগামী দু'সপ্তাহ বলা যেতে পারে কার্যত লকডাউন । আজ সকাল থেকে দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্তের ছবিটা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই আলাদা ।

দোকানপাট সহ বাজার হাট খোলা ও বন্ধের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে প্রশাসন । আজ সপ্তাহের শেষ দিন ছুটির বার হলেও প্রায়ই ফাঁকা সব বাজার । একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন না কেউই । বাজার হাট খোলার সময় সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত হলেও জেলার বিভিন্ন প্রান্তের বাজারগুলোতে সামান্য হলেও মানুষের মধ্যে সচেতনতা ছবি যেন স্পষ্ট ফুটে উঠেছে । বাজারগুলিতে মানা হচ্ছে করোনা স্বাস্থ্য বিধি । রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষের দাবি, রুটি-রুজির টান পড়লেও সবাইকে কষ্ট করে মানতেই হবে প্রশাসনের নির্দেশ । যদিও আবার অনেকেই সপ্তাহের পুরো বাজার করতে এই ছুটির দিনটাকেই বেছে নিয়েছেন ৷

কার্যত লকডাউনে জেলার বাজারের চিত্র

আরও পড়ুন : আজ থেকে কার্যত লকডাউন রাজ্যে, কী কী থাকছে বন্ধ, কী কী থাকবে খোলা;দেখে নিন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.