ডায়মন্ড হারবার, 7 মে : নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই রাজনৈতিক হিংসায় উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা । বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের পাশাপাশি মারধর এবং লুটপাটের ঘটনাও ঘটতে শুরু করেছে । কোথাও কোথাও বোমাবাজি ও বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ ওঠেছে । বাড়ি ছাড়া বহু মানুষ । শুক্রবার ডায়মন্ডহারবার বিধানসভার রাজনৈতিক হিংসা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আসে চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল । সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এলাকার পরিস্থিতির কথা জানতে চান তাঁরা ৷ প্রতিনিধি দলের সামনেই কান্নায় ভেঙে পড়তে দেখা গেল অগণিত মানুষকে ।
সাতগাছিয়া বিধানসভার নোদাখালি থানার মুচিশা, সাতগাছিয়া মোড়, বাওয়ালির ভাঙা স্নানের ঘাট মোড় ও আইমা গ্রামে ভোটের ফলাফল প্রকাশের দিন থেকেই শুরু হয়ে যায় রাজনৈতিক হিংসা । লাগাতার মুড়িমুড়কির মতো বোমা পড়তে থাকে বলে অভিযোগ স্থানীয়দের । ঘটনার পর আতঙ্কে বাড়ি ছেড়েছেন কয়েকশো মানুষ । শুক্রবার দুপুর ১২টা নাগাদ চার সদস্যের ওই প্রতিনিধি দল সাতগাছিয়ার সন্ত্রাস কবলিত এলাকায় পৌঁছায় । প্রত্যেকটি এলাকায় ঘুরে আতঙ্কিত মানুষের সঙ্গে কথা বলেন তাঁরা । প্রত্যেকের বয়ান ভিডিয়ো করেন প্রতিনিধি দলের সদস্যারা ৷
আরও পড়ুন : অক্সিজেন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা
সাতগাছিয়ার মতো ডায়মন্ডহারবার-1 ব্লকের বড়িয়া এলাকাতেও সন্ত্রাসের অভিযোগ ওঠে । রাতের অন্ধকারে একের পর এক বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বলে গ্রামবাসীরা অভিযোগ করেন । বিকেল পৌনে পাঁচটা নাগাদ বড়িয়ার ক্ষতিগ্রাস্ত এলাকায় পৌঁছায় চার সদস্যের ওই কেন্দ্রীয় প্রতিনিধি দল । সেখানেও পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা ৷ এরপর কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তাঁরা ৷