ETV Bharat / state

যুবতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ক্যানিং থানা চত্বরে, লাঠিচার্জ - যুবতির মৃত্যু

এক যুবতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ক্যানিং থানা চত্বরে । মৃত যুবতির পরিবারের অভিযোগ, পুলিশ অভিযোগ নিচ্ছে না । উলটে তাদেরই মারধর করা হয় ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 21, 2019, 6:24 PM IST

Updated : Apr 21, 2019, 7:02 PM IST

ক্যানিং, 21 এপ্রিল: এক যুবতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ক্যানিং থানা চত্বরে । মৃত যুবতির পরিবারের অভিযোগ, পুলিশে অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি । উলটে টাকা নিয়ে বিষয়টা মিটমাট করে নেওয়ার পরামর্শ দেয় । শুধু তাই নয়, তাদের মারধরও করে পুলিশ ।

মৃত যুবতির নাম হালিমা বিবি (22) । অভিযোগ, পণের দাবিতে ওই যুবতির শওহর হাসান আলি মোল্লা ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত । গতকাল রাতে হালিমাকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ ওই যুবতির পরিবারের । যুবতির আব্বা রফিক সর্দারের বক্তব্য, তাঁর মেয়ের উপর শ্বশুরবাড়ির লোকজন পণের দাবিতে অত্যাচার করত । গতরাতে শ্বশুরবাড়ির লোকজন মেয়েকে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় । হাসপাতালে মেয়েকে দেখতে গেলে তাঁদের দেখতে দেওয়া হয়নি । থানায় অভিযোগ জানাতে গেলে হাসান আলির মামা 5000 টাকার বিনিময়ে বিষয়টি মিটমাট করার জন্য বলেন । সেইসঙ্গে বলেন মামলা করে কোনও লাভ নেই । থানায় অভিযোগ জানালে অভিযোগ নেওয়া হচ্ছে না । আমরা টাকা নিয়ে মিটমাট করতে রাজি না হওয়ায় আমাদের মারধর করা হয়েছে ।

ভিডিয়োয় দেখুন

টাকার বিনিময়ে যুবতির মৃত্যুর বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলাতে হালিমার পরিবারের লোকজন থানার সামনেই হাসান আলির মামার উপর চড়াও হয় । তাঁকে মারতে মারতে থানায় নিয়ে যাওয়া হয় । অন্যদিকে থানার সামনে গন্ডগোল হচ্ছে দেখে পরিস্থিতি সামাল দিতে পুলিশ উত্তেজিত জনতার উপর লাঠিচার্জ করে । পুলিশের এই ভূমিকায় ক্ষুব্ধ হালিমার পরিবারের লোকজন । লাইলি লস্কর বলেন, "আমাদের অভিযোগ নেয়নি পুলিশ । উলটে পুলিশ বলছে সবাইকে লাঠিপেটা করতে । সবাইকে লাঠিপেটা করেছে পুলিশ । পুলিশ ঘুষ খেয়েছে । তাই এইরকম করছে ।" গোটা ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে ক্যানিং থানা চত্বরে উত্তেজনা ছড়ায় । পুলিশ তদন্ত শুরু করেছে ।

ক্যানিং, 21 এপ্রিল: এক যুবতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ক্যানিং থানা চত্বরে । মৃত যুবতির পরিবারের অভিযোগ, পুলিশে অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি । উলটে টাকা নিয়ে বিষয়টা মিটমাট করে নেওয়ার পরামর্শ দেয় । শুধু তাই নয়, তাদের মারধরও করে পুলিশ ।

মৃত যুবতির নাম হালিমা বিবি (22) । অভিযোগ, পণের দাবিতে ওই যুবতির শওহর হাসান আলি মোল্লা ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত । গতকাল রাতে হালিমাকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ ওই যুবতির পরিবারের । যুবতির আব্বা রফিক সর্দারের বক্তব্য, তাঁর মেয়ের উপর শ্বশুরবাড়ির লোকজন পণের দাবিতে অত্যাচার করত । গতরাতে শ্বশুরবাড়ির লোকজন মেয়েকে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় । হাসপাতালে মেয়েকে দেখতে গেলে তাঁদের দেখতে দেওয়া হয়নি । থানায় অভিযোগ জানাতে গেলে হাসান আলির মামা 5000 টাকার বিনিময়ে বিষয়টি মিটমাট করার জন্য বলেন । সেইসঙ্গে বলেন মামলা করে কোনও লাভ নেই । থানায় অভিযোগ জানালে অভিযোগ নেওয়া হচ্ছে না । আমরা টাকা নিয়ে মিটমাট করতে রাজি না হওয়ায় আমাদের মারধর করা হয়েছে ।

ভিডিয়োয় দেখুন

টাকার বিনিময়ে যুবতির মৃত্যুর বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলাতে হালিমার পরিবারের লোকজন থানার সামনেই হাসান আলির মামার উপর চড়াও হয় । তাঁকে মারতে মারতে থানায় নিয়ে যাওয়া হয় । অন্যদিকে থানার সামনে গন্ডগোল হচ্ছে দেখে পরিস্থিতি সামাল দিতে পুলিশ উত্তেজিত জনতার উপর লাঠিচার্জ করে । পুলিশের এই ভূমিকায় ক্ষুব্ধ হালিমার পরিবারের লোকজন । লাইলি লস্কর বলেন, "আমাদের অভিযোগ নেয়নি পুলিশ । উলটে পুলিশ বলছে সবাইকে লাঠিপেটা করতে । সবাইকে লাঠিপেটা করেছে পুলিশ । পুলিশ ঘুষ খেয়েছে । তাই এইরকম করছে ।" গোটা ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে ক্যানিং থানা চত্বরে উত্তেজনা ছড়ায় । পুলিশ তদন্ত শুরু করেছে ।

দেবপ্রিয় সরকার ব্যারাকপুর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী সমর্থনে এক বিশাল রোড শো এর মাধ্যমে নির্বাচনী প্রচার চালান তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ হেলিকপ্টারে করে এসে অন্নপূর্ণা কটন মিলের মাঠে অবতরণ করে সেখান থেকেই হুড খোলা জিপে তার নির্বাচনী প্রচার শুরু করেন। তার সঙ্গী হিসেবে ছিলেন ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, উত্তর 24 পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। জগদ্দল বিধানসভার একাধিক অঞ্চলে নির্বাচনী প্রচার শেষ করে তিনি তার বক্তব্যে বলেন অর্জুন সিং কে পচা গুন্ডা বলে কটাক্ষ করলেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেও কটাক্ষ করে বলেন তাকে চা বিক্রি করতে দেখিনি আর চৌকিদারী করতেও দেখিনি। কিন্তু আগামীদিনে বাংলার মানুষ তাকে টুপি আর আর লাঠি দিয়ে রাস্তায় নামিয়ে আনবে।
Last Updated : Apr 21, 2019, 7:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.