ক্যানিং, 21 এপ্রিল: এক যুবতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ক্যানিং থানা চত্বরে । মৃত যুবতির পরিবারের অভিযোগ, পুলিশে অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি । উলটে টাকা নিয়ে বিষয়টা মিটমাট করে নেওয়ার পরামর্শ দেয় । শুধু তাই নয়, তাদের মারধরও করে পুলিশ ।
মৃত যুবতির নাম হালিমা বিবি (22) । অভিযোগ, পণের দাবিতে ওই যুবতির শওহর হাসান আলি মোল্লা ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত । গতকাল রাতে হালিমাকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ ওই যুবতির পরিবারের । যুবতির আব্বা রফিক সর্দারের বক্তব্য, তাঁর মেয়ের উপর শ্বশুরবাড়ির লোকজন পণের দাবিতে অত্যাচার করত । গতরাতে শ্বশুরবাড়ির লোকজন মেয়েকে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় । হাসপাতালে মেয়েকে দেখতে গেলে তাঁদের দেখতে দেওয়া হয়নি । থানায় অভিযোগ জানাতে গেলে হাসান আলির মামা 5000 টাকার বিনিময়ে বিষয়টি মিটমাট করার জন্য বলেন । সেইসঙ্গে বলেন মামলা করে কোনও লাভ নেই । থানায় অভিযোগ জানালে অভিযোগ নেওয়া হচ্ছে না । আমরা টাকা নিয়ে মিটমাট করতে রাজি না হওয়ায় আমাদের মারধর করা হয়েছে ।
টাকার বিনিময়ে যুবতির মৃত্যুর বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলাতে হালিমার পরিবারের লোকজন থানার সামনেই হাসান আলির মামার উপর চড়াও হয় । তাঁকে মারতে মারতে থানায় নিয়ে যাওয়া হয় । অন্যদিকে থানার সামনে গন্ডগোল হচ্ছে দেখে পরিস্থিতি সামাল দিতে পুলিশ উত্তেজিত জনতার উপর লাঠিচার্জ করে । পুলিশের এই ভূমিকায় ক্ষুব্ধ হালিমার পরিবারের লোকজন । লাইলি লস্কর বলেন, "আমাদের অভিযোগ নেয়নি পুলিশ । উলটে পুলিশ বলছে সবাইকে লাঠিপেটা করতে । সবাইকে লাঠিপেটা করেছে পুলিশ । পুলিশ ঘুষ খেয়েছে । তাই এইরকম করছে ।" গোটা ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে ক্যানিং থানা চত্বরে উত্তেজনা ছড়ায় । পুলিশ তদন্ত শুরু করেছে ।