সোনারপুর, 24 মে : করোনা মোকাবিলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বালিয়া নফরচন্দ্র বালিকা বিদ্যালয়ের শিক্ষিকারা ৷ সোমবার এলাকার ওয়ার্ড কোঅর্ডিনেটরের হাতে অর্থ সাহায্য তুলে দেন তাঁরা ৷
জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ রাজপুর সোনারপুর পৌরসভার অবস্থাও ভালো নয় ৷ এই পরিস্থিতিতে করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে অর্থ সাহায্য করলেন বালিয়া নফরচন্দ্র বালিকা বিদ্যালয়ের শিক্ষিকারা ৷ এদিন রাজপুর সোনারপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটরের হাতে 30 হাজার টাকা তুলে দিলেন শিক্ষিকারা ৷ অন্যদিকে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগমের হাতে তাঁরা তুলে দেন 20 হাজার টাকার চেক ৷
বালিয়া নফরচন্দ্র বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গার্গী মুখোপাধ্যায় বলেন, "আগামী দিনেও করোনা মোকাবিলায় আর্থিক সাহায্য করব আমরা ৷"