ETV Bharat / state

Teacher Raped Student: স্কুল শৌচালয়ে ছাত্রীকে ধর্ষণ শিক্ষকের, সাত দিনের পুলিশি হেফাজত অভিযুক্তের - 7 দিনের পুলিশি হেফাজত পার্শ্ব শিক্ষকের

Teacher Allegedly Raped Class Eight Student: স্কুলের শৌচালয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পার্শ্ব শিক্ষক ৷ অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ কাকদ্বীপ মহকুমা আদালতের ৷

Teacher Allegedly Raped Student
অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
author img

By

Published : Jul 24, 2023, 7:57 PM IST

Updated : Jul 24, 2023, 8:40 PM IST

স্কুলের শৌচালয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কাকদ্বীপ, 24 জুলাই: সপ্তম শ্রেণির ছাত্রীকে শৌচালয়ের মধ্যে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক পার্শ্ব শিক্ষক । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটে । ধৃতকে সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয় ৷ অভিযুক্তের নামে পকসো আইনের পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির 376 ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানান সরকারি আইনজীবী সব্যসাচী দাস ৷ অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। কাকদ্বীপ হাসপাতালে ইতিমধ্যেই নাবালিকার মেডিক্যাল পরীক্ষা হয়েছে বলে খবর ।

জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটে গত 21 জুলাই । নির্যাতিতার পরিবার জানায়, স্কুলের শৌচালয়ে গিয়েছিল অষ্টম শ্রেণির ওই ছাত্রী । অভিযোগ, তাকে সেখানে আটকে রেখে ধর্ষণ করেন এক পার্শ্ব শিক্ষক । শুধু তাই নয়, এরপর ওই ছাত্রীকে শৌচালয়ের ভেতরেই আটকে বাইরে থেকে তালা দিয়ে চলে যান অভিযুক্ত শিক্ষক ৷ এমনটাই দাবি মেয়েটির পরিবারের । এমনকী এই ঘটনা নিয়ে বাইরে মুখ না-খোলার জন্য নির্যাতিতাকে মারধর করা হয় বলেও অভিযোগ ।

নির্যাতিতার পরিবারের আরও দাবি, দীর্ঘক্ষণ ছাত্রীকে ক্লাসে দেখতে না-পেয়ে খোঁজ শুরু হয়। সে সময় শৌচালয়ের দরজার বাইরে তালা ঝোলানো অবস্থায় দেখে অন্যান্য পড়ুয়াদের তখনই তাদের সন্দেহ হয়। তড়িঘড়ি তারা খবর দেয় শিক্ষকদের ৷ এরপরই শিক্ষক ও পড়ুয়াদের সাহায্যে ওই ছাত্রীকে উদ্ধার করা হয় । ওই নাবালিকা বাড়ি ফিরে সমস্ত কথা জানায় বলে দাবি পরিবারের।

আরও পড়ুন: প্রেমের ফাঁদে ফেলে দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, দেহ মিলল খালে

এরপর প্রথমে প্রধান শিক্ষকের কাছে নাবালিকার পরিবার অভিযোগ করে । কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। আরও অভিযোগ করেন, তৃণমূলের তরফে তাদের হুমকি দেওয়া হয়েছে ৷ যাতে তারা থানায় গিয়ে কোনও অভিযোগ দায়ের না-করেন। ওই নাবালিকা ছাত্রীর মায়ের কথায়, "আমার মেয়ে শৌচালয়ে গিয়েছিল । তখন ওই শিক্ষক শৌচালয়ের মধ্যে ঢুকেই তাকে ধর্ষণ করে। স্কুলের আমার মেয়ের এক বান্ধবী বাড়িতে এসে খবর দেয় ৷ সে জানায় মেয়েকে তালাবন্ধ করে রেখেছে । আমি স্কুলে গিয়ে জিজ্ঞাসা করি কেন তালা বন্ধ করে রাখা হয়েছে । তখন বাকি শিক্ষকরা বিষয়টা জানতে পারেন।" নাবালিকার পরিবারের দাবি, প্রথমে ভয় পেলেও রবিবার সন্ধ্যায় থানায় গিয়ে অভিযোগ দায়ের করে তারা। অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে ঢোলাহাট থানার পুলিশ।

স্কুলের শৌচালয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কাকদ্বীপ, 24 জুলাই: সপ্তম শ্রেণির ছাত্রীকে শৌচালয়ের মধ্যে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক পার্শ্ব শিক্ষক । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটে । ধৃতকে সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয় ৷ অভিযুক্তের নামে পকসো আইনের পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির 376 ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানান সরকারি আইনজীবী সব্যসাচী দাস ৷ অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। কাকদ্বীপ হাসপাতালে ইতিমধ্যেই নাবালিকার মেডিক্যাল পরীক্ষা হয়েছে বলে খবর ।

জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটে গত 21 জুলাই । নির্যাতিতার পরিবার জানায়, স্কুলের শৌচালয়ে গিয়েছিল অষ্টম শ্রেণির ওই ছাত্রী । অভিযোগ, তাকে সেখানে আটকে রেখে ধর্ষণ করেন এক পার্শ্ব শিক্ষক । শুধু তাই নয়, এরপর ওই ছাত্রীকে শৌচালয়ের ভেতরেই আটকে বাইরে থেকে তালা দিয়ে চলে যান অভিযুক্ত শিক্ষক ৷ এমনটাই দাবি মেয়েটির পরিবারের । এমনকী এই ঘটনা নিয়ে বাইরে মুখ না-খোলার জন্য নির্যাতিতাকে মারধর করা হয় বলেও অভিযোগ ।

নির্যাতিতার পরিবারের আরও দাবি, দীর্ঘক্ষণ ছাত্রীকে ক্লাসে দেখতে না-পেয়ে খোঁজ শুরু হয়। সে সময় শৌচালয়ের দরজার বাইরে তালা ঝোলানো অবস্থায় দেখে অন্যান্য পড়ুয়াদের তখনই তাদের সন্দেহ হয়। তড়িঘড়ি তারা খবর দেয় শিক্ষকদের ৷ এরপরই শিক্ষক ও পড়ুয়াদের সাহায্যে ওই ছাত্রীকে উদ্ধার করা হয় । ওই নাবালিকা বাড়ি ফিরে সমস্ত কথা জানায় বলে দাবি পরিবারের।

আরও পড়ুন: প্রেমের ফাঁদে ফেলে দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, দেহ মিলল খালে

এরপর প্রথমে প্রধান শিক্ষকের কাছে নাবালিকার পরিবার অভিযোগ করে । কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। আরও অভিযোগ করেন, তৃণমূলের তরফে তাদের হুমকি দেওয়া হয়েছে ৷ যাতে তারা থানায় গিয়ে কোনও অভিযোগ দায়ের না-করেন। ওই নাবালিকা ছাত্রীর মায়ের কথায়, "আমার মেয়ে শৌচালয়ে গিয়েছিল । তখন ওই শিক্ষক শৌচালয়ের মধ্যে ঢুকেই তাকে ধর্ষণ করে। স্কুলের আমার মেয়ের এক বান্ধবী বাড়িতে এসে খবর দেয় ৷ সে জানায় মেয়েকে তালাবন্ধ করে রেখেছে । আমি স্কুলে গিয়ে জিজ্ঞাসা করি কেন তালা বন্ধ করে রাখা হয়েছে । তখন বাকি শিক্ষকরা বিষয়টা জানতে পারেন।" নাবালিকার পরিবারের দাবি, প্রথমে ভয় পেলেও রবিবার সন্ধ্যায় থানায় গিয়ে অভিযোগ দায়ের করে তারা। অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে ঢোলাহাট থানার পুলিশ।

Last Updated : Jul 24, 2023, 8:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.