ETV Bharat / state

Suvendu Slams Mamata : 'মুখ্যমন্ত্রীকে ছাপ্পাশ্রী দেওয়া হোক', দাবি শুভেন্দুর - রাজ্যের একের পর এক দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় বিঁধলেন শুভেন্দু

মুখ্যমন্ত্রীকে অবিলম্বে 'ছাপ্পাশ্রী' দেওয়া হোক। মগরাহাটের ইয়ারপুরে জনসভায় এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Slams Mamata in BJP Party Meeting at Yarpur)।

Suvendu Slams Mamata
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
author img

By

Published : Jun 17, 2022, 12:51 PM IST

মগরাহাট, 17 জুন : দক্ষিণ 24 পরগনার পশ্চিম বিধানসভার ইয়ারপুর পঞ্চায়েতে বৃহস্পতিবার জনসভায় যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই জনসভা থেকে রাজ্যের একের পর এক দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় বিঁধলেন তিনি (Suvendu Slams Mamata in BJP Party Meeting at Yarpur) । এই জনসভাতে উপস্থিত থাকার কথা ছিল আসানসোল বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পল ও অভিনেতা রুদ্রনীল ঘোষের । বিধানসভায় বিজেপির প্রতিবাদ থাকার কারণে তাঁরা উপস্থিত হতে পারেননি ৷

এই জনসভা থেকে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের কাজ নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় কটাক্ষ করে বলেন, "কেন্দ্রের প্রকল্পগুলিকে রাজ্য সরকার নিজেদের প্রকল্প বলে এতদিন চালাচ্ছিল, কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে তাই এত আন্দোলন হচ্ছে। রাজ্যে এখন কাটমানির সরকার চলছে । বাম আমলে এই মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে দেনা করেছে বলে আন্দোলন করত । এখন এই রাজ্য সরকার বাম আমলের দেনার টাকার অঙ্ক ছাড়িয়ে গিয়েছে । সংখ্যালঘুদের নিয়ে ভোটের রাজনীতি করছে মুখ্যমন্ত্রী । রাজ্য সরকার তোষণে রাজনীতি করছে ।"

আরও পড়ুন : কর্মহীন যুবদের অগ্নিপরীক্ষা নেবেন না', অগ্নিপথ ইস্যুতে কেন্দ্রকে বিঁধলেন রাহুল

তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গ এখন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গিয়েছে, রাজ্যে চাকরি নেই বেকারত্ব বাড়ছে।" তৃণমূলের একটাই পোস্ট বাকি সব ল্যাম পোস্ট" ৷ লক্ষ্মীর ভাণ্ডার দিতে গিয়ে রাজ্য সরকার দেউলিয়া হয়ে গিয়েছে । রাজ্যে কোনও শিল্প নেই ৷ শিল্প হওয়ার বদলে রাজ্যের কারখানা গুলি বন্ধ হয়ে যাচ্ছে, না হলে অন্য রাজ্যে চলে যাচ্ছে । তৃণমূলের সবাই চোর । এই সভা থেকে তিন কর্মী-সমর্থকদের আশ্বাস দেন, জনগণের টাকা আত্মসাত করেছে, তাদেরকে দেখে নেওয়া হবে । রাজ্যের বিরোধী দলনেতা এই দিনের সভা থেকে আগামিদিনের একগুচ্ছ কর্মসূচির কথা জানালেন । পাশাপাশি 2024-এর রাজ্যের লোকসভা ও বিধানসভা নির্বাচন রাজ্য পুলিশ দিয়ে হবে না, কেন্দ্রের পুলিশ থাকবে ।

মগরাহাট, 17 জুন : দক্ষিণ 24 পরগনার পশ্চিম বিধানসভার ইয়ারপুর পঞ্চায়েতে বৃহস্পতিবার জনসভায় যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই জনসভা থেকে রাজ্যের একের পর এক দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় বিঁধলেন তিনি (Suvendu Slams Mamata in BJP Party Meeting at Yarpur) । এই জনসভাতে উপস্থিত থাকার কথা ছিল আসানসোল বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পল ও অভিনেতা রুদ্রনীল ঘোষের । বিধানসভায় বিজেপির প্রতিবাদ থাকার কারণে তাঁরা উপস্থিত হতে পারেননি ৷

এই জনসভা থেকে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের কাজ নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় কটাক্ষ করে বলেন, "কেন্দ্রের প্রকল্পগুলিকে রাজ্য সরকার নিজেদের প্রকল্প বলে এতদিন চালাচ্ছিল, কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে তাই এত আন্দোলন হচ্ছে। রাজ্যে এখন কাটমানির সরকার চলছে । বাম আমলে এই মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে দেনা করেছে বলে আন্দোলন করত । এখন এই রাজ্য সরকার বাম আমলের দেনার টাকার অঙ্ক ছাড়িয়ে গিয়েছে । সংখ্যালঘুদের নিয়ে ভোটের রাজনীতি করছে মুখ্যমন্ত্রী । রাজ্য সরকার তোষণে রাজনীতি করছে ।"

আরও পড়ুন : কর্মহীন যুবদের অগ্নিপরীক্ষা নেবেন না', অগ্নিপথ ইস্যুতে কেন্দ্রকে বিঁধলেন রাহুল

তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গ এখন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গিয়েছে, রাজ্যে চাকরি নেই বেকারত্ব বাড়ছে।" তৃণমূলের একটাই পোস্ট বাকি সব ল্যাম পোস্ট" ৷ লক্ষ্মীর ভাণ্ডার দিতে গিয়ে রাজ্য সরকার দেউলিয়া হয়ে গিয়েছে । রাজ্যে কোনও শিল্প নেই ৷ শিল্প হওয়ার বদলে রাজ্যের কারখানা গুলি বন্ধ হয়ে যাচ্ছে, না হলে অন্য রাজ্যে চলে যাচ্ছে । তৃণমূলের সবাই চোর । এই সভা থেকে তিন কর্মী-সমর্থকদের আশ্বাস দেন, জনগণের টাকা আত্মসাত করেছে, তাদেরকে দেখে নেওয়া হবে । রাজ্যের বিরোধী দলনেতা এই দিনের সভা থেকে আগামিদিনের একগুচ্ছ কর্মসূচির কথা জানালেন । পাশাপাশি 2024-এর রাজ্যের লোকসভা ও বিধানসভা নির্বাচন রাজ্য পুলিশ দিয়ে হবে না, কেন্দ্রের পুলিশ থাকবে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.