ETV Bharat / state

Suvendu Adhikari: মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ধর্ষকরা সুরক্ষিত, মন্তব্য শুভেন্দুের - Suvendu Adhikari Slams State govt

মগরাহাটে নাবালিকাকে যৌন হেনস্তার ঘটনায় রাজ্য সরকারকে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বুধবার নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন তিনি ৷

Etv Bharat
শুভেন্দু অধিকারী
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 10:22 PM IST

শুভেন্দু অধিকারীর বক্তব্য

মগরাহাট, 11 অক্টোবর: নাবালিকাকে যৌন নিগ্রহকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে মগরাহাট থানার এক এলাকা । সেখানে গিয়েই বুধবার বিকেলে নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

সেখানে তিনি বলেন,"মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যে ধর্ষকরা সুরক্ষিত। ভোট ব্যাংক যেদিকে সরকারও সেই দিকে । আমরা কোন রাজ্যে বসবাস করছি ? যে রাজ্যের নারী শক্তিকে আমরা পূজা করি সেই রাজ্যে নারীকে ধর্ষিত হতে হচ্ছে । রানি রাসমণি ও সারদামণির রাজ্যের এ কী অবস্থা ? এই ঘটনার সঙ্গে এলাকারই তৃণমূল নেতার ভাই জড়িত । পুলিশ সাধারণ মানুষের চাপে অভিযুক্তকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে ৷ এই রাজ্যে নারীরা সুরক্ষিত নয় । কামদুনিতে অভিযুক্তদের বাড়িতে পুলিশি নিরাপত্তা দেওয়া হয় কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে যারা আদালতে সাক্ষ্য দিয়েছিলেন তাঁদের বাড়িতে পুলিশ নিরাপত্তা দিচ্ছে না । এই লজ্জা রাখার জায়গা নেই ।"

এদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন বিরোধী দলনেতা ৷ নির্যাতিতার পরিবারকে আইনি লড়াইয়ের ক্ষেত্রে সবরকম সাহায্য করার পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন ৷ অভিযুক্তদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই চেষ্টা চালানো হবে বলে জানান শুভেন্দু অধিকারী ৷

এক সপ্তাহ আগে মগরাহাট থানার অন্তর্গত এলাকায় এক নাবালিকাকে যৌন হেনস্তা করার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করে পুলিশ । সেই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় ওই এলাকাতে । অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে এলাকাবাসীরা ৷ এরপর মুহূর্তের মধ্যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে গেলে আক্রান্ত হয় ৷ অভিযুক্তের পাশাপাশি বেশ কয়েকজনের বাড়ি ভাঙচুর করা হয় বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় ইতিমধ্যেই 12 জনকে গ্রেফতার করেছে মগরাহাট থানার পুলিশ ।

আরও পড়ুন : 'এই সরকার ধর্ষকদের রক্ষক', কামদুনিকাণ্ডে সুর চড়ালেন শুভেন্দু

শুভেন্দু অধিকারীর বক্তব্য

মগরাহাট, 11 অক্টোবর: নাবালিকাকে যৌন নিগ্রহকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে মগরাহাট থানার এক এলাকা । সেখানে গিয়েই বুধবার বিকেলে নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

সেখানে তিনি বলেন,"মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যে ধর্ষকরা সুরক্ষিত। ভোট ব্যাংক যেদিকে সরকারও সেই দিকে । আমরা কোন রাজ্যে বসবাস করছি ? যে রাজ্যের নারী শক্তিকে আমরা পূজা করি সেই রাজ্যে নারীকে ধর্ষিত হতে হচ্ছে । রানি রাসমণি ও সারদামণির রাজ্যের এ কী অবস্থা ? এই ঘটনার সঙ্গে এলাকারই তৃণমূল নেতার ভাই জড়িত । পুলিশ সাধারণ মানুষের চাপে অভিযুক্তকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে ৷ এই রাজ্যে নারীরা সুরক্ষিত নয় । কামদুনিতে অভিযুক্তদের বাড়িতে পুলিশি নিরাপত্তা দেওয়া হয় কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে যারা আদালতে সাক্ষ্য দিয়েছিলেন তাঁদের বাড়িতে পুলিশ নিরাপত্তা দিচ্ছে না । এই লজ্জা রাখার জায়গা নেই ।"

এদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন বিরোধী দলনেতা ৷ নির্যাতিতার পরিবারকে আইনি লড়াইয়ের ক্ষেত্রে সবরকম সাহায্য করার পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন ৷ অভিযুক্তদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই চেষ্টা চালানো হবে বলে জানান শুভেন্দু অধিকারী ৷

এক সপ্তাহ আগে মগরাহাট থানার অন্তর্গত এলাকায় এক নাবালিকাকে যৌন হেনস্তা করার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করে পুলিশ । সেই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় ওই এলাকাতে । অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে এলাকাবাসীরা ৷ এরপর মুহূর্তের মধ্যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে গেলে আক্রান্ত হয় ৷ অভিযুক্তের পাশাপাশি বেশ কয়েকজনের বাড়ি ভাঙচুর করা হয় বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় ইতিমধ্যেই 12 জনকে গ্রেফতার করেছে মগরাহাট থানার পুলিশ ।

আরও পড়ুন : 'এই সরকার ধর্ষকদের রক্ষক', কামদুনিকাণ্ডে সুর চড়ালেন শুভেন্দু

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.