ETV Bharat / state

Sundarbans police handed over a man : হ্য়াম রেডিওর সাহায্য়ে বিহারে নিজের বাড়িতে ফিরলেন রামকৃষ্ণ - Sundarbans police handed over a man

হ্য়াম রেডিওর সাহায্য়ে সাত মাস পর বিহারের রামকৃষ্ণ রাম নামে এক ব্য়ক্তিকে পরিবারের হাতে তুলে দিল সুন্দরবন পুলিশ (Sundarbans police handed over a man)। তিনি মানসিক ভারসাম্যহীন ৷ নভেম্বর মাস থেকে নিখোঁজ ছিলেন ৷

Sundarbans police handed over Ramakrishna
রামকৃষ্ণকে পরিবারের হাতে তুলে দিল সুন্দরবন পুলিশ
author img

By

Published : Apr 26, 2022, 12:54 PM IST

নামখানা, 26 এপ্রিল : দীর্ঘ সাত মাস অপেক্ষা, রামকৃষ্ণ ফিরছেন নিজের বাড়িতে । মঙ্গলবার বিহারের বাসিন্দা রামকৃষ্ণ রামকে পরিবারের হাতে তুলে দিল সুন্দরবন পুলিশ জেলার পুলিশ (Sundarbans police handed over a man)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক সপ্তাহ ধরে নামখানা থানার শিবরামপুর পঞ্চায়েত এলাকায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে চোখে পড়ে নামখানা থানার ওসি বাপি রায়ের । তাঁকে বাড়ি ফেরাতে উদ্যোগী হন তিনি। সাহায্য় নেওয়া হয় হ্যাম রেডিওর । হ্যাম রেডিওর সাহায্যে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির নাম পরিচয় জানা যায় । ওই ব্যক্তির নাম রামকৃষ্ণ রাম ৷ বাড়ি বিহারের ভোজপুর জেলার ধামার গ্রামে । এরপর হ্যাম রেডিওর সাহায্য নিয়ে স্থানীয় বিহারের ভোজপুর জেলা পুলিশের সহযোগিতায় রামকৃষ্ণর বাড়ির ঠিকানা উদ্ধার করা হয় । পরিবারের সদস্যদের রামকৃষ্ণ ছবি দেখালে তাঁরা তৎক্ষণাৎ চিনতে পারেন ।

আরও পড়ুন : চিকিৎসকের কেরামতি, 34 দিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরল 700 গ্রামের নবজাতক

মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে রামকৃষ্ণকে নামখানা থেকে বাড়ি নিয়ে যেতে পরিবারের সদস্যরা এসে পৌঁছান । পরিবারের সদস্যদের দেখে সঙ্গে সঙ্গে চিনতে পারেন রামকৃষ্ণ ৷ কান্নায় ভেঙে পড়েন রামকৃষ্ণ । পরিবার সূত্রের খবর, গত বছরের নভেম্বর মাসে বাড়ি থেকে বেরিয়েছিলেন রামকৃষ্ণ । এরপর আর বাড়ি ফেরেননি । স্থানীয় থানাতে রামকৃষ্ণ নিখোঁজের ডায়েরিও করেন পরিবারের সদস্যরা । তারপর কেটে গিয়েছে সাতটা মাস ৷ বিহারের রামকৃষ্ণ উদ্ধার হলেন নামখানা থেকে । পরিবারের সদস্যরা সুন্দরবন পুলিশ জেলার পুলিশকে কৃতজ্ঞতা জানান । এসডিপিও সাগর ও ওসি নামখানা বাপি রায়ের উপস্থিতিতে রামকৃষ্ণকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় ।

নামখানা, 26 এপ্রিল : দীর্ঘ সাত মাস অপেক্ষা, রামকৃষ্ণ ফিরছেন নিজের বাড়িতে । মঙ্গলবার বিহারের বাসিন্দা রামকৃষ্ণ রামকে পরিবারের হাতে তুলে দিল সুন্দরবন পুলিশ জেলার পুলিশ (Sundarbans police handed over a man)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক সপ্তাহ ধরে নামখানা থানার শিবরামপুর পঞ্চায়েত এলাকায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে চোখে পড়ে নামখানা থানার ওসি বাপি রায়ের । তাঁকে বাড়ি ফেরাতে উদ্যোগী হন তিনি। সাহায্য় নেওয়া হয় হ্যাম রেডিওর । হ্যাম রেডিওর সাহায্যে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির নাম পরিচয় জানা যায় । ওই ব্যক্তির নাম রামকৃষ্ণ রাম ৷ বাড়ি বিহারের ভোজপুর জেলার ধামার গ্রামে । এরপর হ্যাম রেডিওর সাহায্য নিয়ে স্থানীয় বিহারের ভোজপুর জেলা পুলিশের সহযোগিতায় রামকৃষ্ণর বাড়ির ঠিকানা উদ্ধার করা হয় । পরিবারের সদস্যদের রামকৃষ্ণ ছবি দেখালে তাঁরা তৎক্ষণাৎ চিনতে পারেন ।

আরও পড়ুন : চিকিৎসকের কেরামতি, 34 দিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরল 700 গ্রামের নবজাতক

মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে রামকৃষ্ণকে নামখানা থেকে বাড়ি নিয়ে যেতে পরিবারের সদস্যরা এসে পৌঁছান । পরিবারের সদস্যদের দেখে সঙ্গে সঙ্গে চিনতে পারেন রামকৃষ্ণ ৷ কান্নায় ভেঙে পড়েন রামকৃষ্ণ । পরিবার সূত্রের খবর, গত বছরের নভেম্বর মাসে বাড়ি থেকে বেরিয়েছিলেন রামকৃষ্ণ । এরপর আর বাড়ি ফেরেননি । স্থানীয় থানাতে রামকৃষ্ণ নিখোঁজের ডায়েরিও করেন পরিবারের সদস্যরা । তারপর কেটে গিয়েছে সাতটা মাস ৷ বিহারের রামকৃষ্ণ উদ্ধার হলেন নামখানা থেকে । পরিবারের সদস্যরা সুন্দরবন পুলিশ জেলার পুলিশকে কৃতজ্ঞতা জানান । এসডিপিও সাগর ও ওসি নামখানা বাপি রায়ের উপস্থিতিতে রামকৃষ্ণকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.