নামখানা, 20 জুন : শনিবার নামখানার দ্বারিকনগরে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় কবিতা মণ্ডল নামে এক গৃহবধূর ৷ শোকসন্তপ্ত পরিবারের হাতে তুলে দেওয়া হল রাজ্য সরকারের আর্থিক সাহায্য় তুলে দিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা ৷
রাজ্য সরকারের তরফে মৃত বধূ কবিতা মণ্ডলের পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে দেওয়া হল দু'লাখ টাকা ৷ শনিবার মৃত বধূর বাড়ি গিয়ে তাঁর পরিবারের হাতে দু'লাখ টাকার চেক তুলে দেন বঙ্কিম হাজরা ৷ আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থাও করে দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী ৷ এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নামখানার বিডিও শান্তনু সিংহ ঠাকুর ও জেলা পরিষদের সদস্য সীমন্ত মালি ।
আরও পড়ুন : Covid Vaccination : সোমবার থেকে 18 ঊর্ধ্বদের টিকা দেবে কলকাতা পৌরনিগম
রাজ্য সরকারের এভাবে পরিবারের পাশে দাঁড়ানোয় খুশি পরিবারের সদস্যরা ।