কাকদ্বীপ, 29 অগস্ট : কাকদ্বীপ ও তৎসংলগ্ন অঞ্চলের সাধারণ মানুষ পুলিশের কাছে প্রায় দুর্নীতির অভিযোগ জানায় । তাদের অভিযোগের ভিত্তিতে সুন্দরবন জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে একটি গোপন সূত্রে খবর পেয়ে কাকদ্বীপ থানার আইসি শিবু ঘোষ ও অফিসার ফোর্স কাকদ্বীপের একটি গুদামঘরে তল্লাশি চালায় ।
রাজ্য সরকারের দেওয়া পিডিএস-এর মাধ্যমে দরিদ্র মানুষের জন্য নির্ধারিত রেশনের মোট 916 বস্তা চাল (ওজন 24 হাজার 175 কেজি), 533 বস্তা রেশনের গম (ওজন 26 হাজার 650 কেজি), 175 বস্তা রেশনের আটা (ওজন 8 হাজার 750 কেজি) পিডিএস লেখা অসংখ্য খালি বস্তা, 1 হাজার 350টি পিডিএস-এর 1 কেজি আটার খালি প্যাকেট, ব্যাগ ক্লোজার পাঞ্চিং মেশিন-সহ একটি গাড়িকে আটক করেছে কাকদ্বীপ থানার পুলিশ । কাকদ্বীপের বিভিন্ন এলাকায় রেশনের পণ্যসামগ্রী গোপনে পাচার হচ্ছে ৷ এর ফলে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে দারিদ্র্যসীমার নিচে থাকা সাধারণ মানুষদের ।
আরও পড়ুন : Gunfire : শ্মশানে দাহ করার সময় চলল গুলি, মেদিনীপুর জুড়ে আতঙ্ক
গ্রেফতার করা হয় গুদামের ম্যানেজার রবীন পাণ্ডেকে । তার বাড়ি কাকদ্বীপের বিদ্যানগর গ্রামে । কর্মচারী অনুপ কুমার গিরি ও তপন মাঝিকেও গ্রেফতার করা হয় । কাকদ্বীপ মহকুমা পুলিশ আধিকারিক অনিল কুমার রায় ও সুন্দরবন জেলা পুলিশের ডিএসপি, ডিইবি নওসের আলি স্থানীয়ভাবে বিষয়টি তত্ত্বাবধান করেন । ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে সুন্দরবন জেলা পুলিশ । আগামিকাল তাদের আদালতে তোলা হবে । ইতিমধ্যে তাদের সুন্দরবন জেলা পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই ঘটনার সঙ্গে আরও বড়সড় চক্রের হাত রয়েছে বলে মনে করছে সুন্দরবন জেলা পুলিশ । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাশি চলছে।