ETV Bharat / state

Sukanta Majumdar: মহুয়া মৈত্রের বিরুদ্ধে এনআইএ তদন্ত হোক, দাবি সুকান্ত মজুমদারের - মহুয়া মৈত্রের বিরুদ্ধে এনআইএ তদন্ত হোক

Demand of NIA investigation against Mahua Moitra: মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল ৷ এমনটাই দাবি করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ এবার মহুয়ার বিরুদ্ধে এনআইএ তদন্ত চাইলেন সুকান্ত মজুমদার ৷

Sukanta Majumdar
সুকান্ত মজুমদার
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2023, 11:48 AM IST

মহুয়া মৈত্রের বিরুদ্ধে এনআইএ তদন্ত চাইলেন সুকান্ত মজুমদার

কুলতলি, 9 নভেম্বর: তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এনআইএ তদন্ত চাইলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ বুধবার দক্ষিণ 24 পরগনার কুলতলির জামতলা বাজারে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেন তিনি ৷ তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী অঞ্জনা বসুও ৷ বিজেপির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে সুকান্ত বলেন, "জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনও আপোস করা উচিত নয় ৷ লোকপাল সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ৷ মহুয়া মৈত্রকে সিবিআইয়ের মুখোমুখি হতে হবে ৷ সেখানে গিয়ে সত্যি কথা বলতে হবে তাঁকে ৷ তিনি কীসের প্রলোভনে পাসওয়ার্ড দিয়েছিলেন সব জানাতে হবে ৷ দেশের অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা করেছিলেন তিনি ৷ আমি চাইব আগামিদিনে ওঁনার বিরুদ্ধে এনআইএ তদন্ত হোক ৷"

অন্যদিকে রামপুরহাট এবং পরে খয়রাশোলে দু'টি বিজয়া সম্মিলনীতে যোগ দেওয়ার কর্মসূচি ছিল বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরার । তার মাঝেই তিনি ফেসবুক লাইভে রাজ্য নেতৃত্বকে তীব্র আক্রমণ করেন । অভিযোগ করেন, রাজ্য সভাপতি ও সাধারণ সম্পাদক (সংগঠন)-এর মদতেই জেলা বিজেপিতে অরাজকতা চলছে । জেলা সভাপতি ধ্রুব সাহা লোক দিয়ে তাঁর প্রাণনাশের চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন অনুপম । সেই সঙ্গে জেলারই এক নেতা তাঁর 'জাত' উল্লেখ করে আক্রমণ করেছেন ৷ এমন অভিযোগ তুলে এর বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা বলেন অনুপম হাজরা । তিনি বলেন, "আমার জাত তুলে কথা বলা হয়েছে । আমি তফসিলি জাতির অন্তর্ভুক্ত । সেই মোতাবেক প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করব ।"

আরও পড়ুন: মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ লোকপালের, দাবি নিশিকান্ত দুবের

বুধবার খয়রাশোলে বিজেপি নেতা অনুপম হাজরার সভা মঞ্চ ভেঙে ফেলার অভিযোগ ওঠে । এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, "বিজেপির ছোট বড় যে কোন নেতার উচিত নয় এমন কোন কাজ করা, যাতে তৃণমূলের হাত শক্ত হয় ।" সম্প্রতি সুকান্ত মজুমদার প্রসঙ্গে অনুপম হাজরা বলেছিলেন, তার অথরিটি দিল্লি ৷ তিনি যেকোনও বিষয়ে দিল্লিকে রিপোর্ট করেন । সেই প্রসঙ্গে এ দিন সুকান্ত বলেন, "দিল্লিকে রিপোর্ট করবেন ভালো কথা । কিন্তু ফেসবুকে রিপোর্ট করবেন না । সকলকেই সিস্টেম মেনে চলতে হবে ৷"

মহুয়া মৈত্রের বিরুদ্ধে এনআইএ তদন্ত চাইলেন সুকান্ত মজুমদার

কুলতলি, 9 নভেম্বর: তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এনআইএ তদন্ত চাইলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ বুধবার দক্ষিণ 24 পরগনার কুলতলির জামতলা বাজারে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেন তিনি ৷ তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী অঞ্জনা বসুও ৷ বিজেপির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে সুকান্ত বলেন, "জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনও আপোস করা উচিত নয় ৷ লোকপাল সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ৷ মহুয়া মৈত্রকে সিবিআইয়ের মুখোমুখি হতে হবে ৷ সেখানে গিয়ে সত্যি কথা বলতে হবে তাঁকে ৷ তিনি কীসের প্রলোভনে পাসওয়ার্ড দিয়েছিলেন সব জানাতে হবে ৷ দেশের অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা করেছিলেন তিনি ৷ আমি চাইব আগামিদিনে ওঁনার বিরুদ্ধে এনআইএ তদন্ত হোক ৷"

অন্যদিকে রামপুরহাট এবং পরে খয়রাশোলে দু'টি বিজয়া সম্মিলনীতে যোগ দেওয়ার কর্মসূচি ছিল বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরার । তার মাঝেই তিনি ফেসবুক লাইভে রাজ্য নেতৃত্বকে তীব্র আক্রমণ করেন । অভিযোগ করেন, রাজ্য সভাপতি ও সাধারণ সম্পাদক (সংগঠন)-এর মদতেই জেলা বিজেপিতে অরাজকতা চলছে । জেলা সভাপতি ধ্রুব সাহা লোক দিয়ে তাঁর প্রাণনাশের চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন অনুপম । সেই সঙ্গে জেলারই এক নেতা তাঁর 'জাত' উল্লেখ করে আক্রমণ করেছেন ৷ এমন অভিযোগ তুলে এর বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা বলেন অনুপম হাজরা । তিনি বলেন, "আমার জাত তুলে কথা বলা হয়েছে । আমি তফসিলি জাতির অন্তর্ভুক্ত । সেই মোতাবেক প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করব ।"

আরও পড়ুন: মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ লোকপালের, দাবি নিশিকান্ত দুবের

বুধবার খয়রাশোলে বিজেপি নেতা অনুপম হাজরার সভা মঞ্চ ভেঙে ফেলার অভিযোগ ওঠে । এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, "বিজেপির ছোট বড় যে কোন নেতার উচিত নয় এমন কোন কাজ করা, যাতে তৃণমূলের হাত শক্ত হয় ।" সম্প্রতি সুকান্ত মজুমদার প্রসঙ্গে অনুপম হাজরা বলেছিলেন, তার অথরিটি দিল্লি ৷ তিনি যেকোনও বিষয়ে দিল্লিকে রিপোর্ট করেন । সেই প্রসঙ্গে এ দিন সুকান্ত বলেন, "দিল্লিকে রিপোর্ট করবেন ভালো কথা । কিন্তু ফেসবুকে রিপোর্ট করবেন না । সকলকেই সিস্টেম মেনে চলতে হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.