ETV Bharat / state

Sujan on Rajya Sabha Elections: বাংলা ভাগের পক্ষে সওয়ালকারীদের রাজ্যসভার টিকিট, বিজেপিকে নিশানা সুজনের - বিজেপি

Ananta Mahataj Candidature for Rajya Sabha: রাজ্যসভায় অনন্ত মহারাজকে প্রার্থী করায় বিজেপির বিরুদ্ধে সরব হলেন সুজন চক্রবর্তী ৷ অভিযোগ করলেন, বাংলা ভাগের সমর্থনকারীকে রাজ্য়সভায় পাঠাচ্ছে বিজেপি ৷ এই ইস্যুতে আরএসএস ও অমিত শাহকেও একহাত নেন তিনি ৷

Sujan on Rajya Sabha Elections ETV BHARAT
Sujan on Rajya Sabha Elections
author img

By

Published : Jul 23, 2023, 10:46 PM IST

অনন্ত মহারাজকে রাজ্যসভার প্রার্থী করা নিয়ে বিজেপিকে নিশানা সুজনের

বারুইপুর, 23 জুলাই: রাজ্যের সাতটি রাজ্যসভার আসনে নির্বাচন হওয়ার কথা সোমবার ৷ তবে নির্বাচন কমিশনের নির্দেশে খাতায় কলমে এই নির্বাচনের দিন ঘোষণা হলেও, তৃণমূলের ছয় ও বিজেপির এক প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যাওয়া একপ্রকার প্রায় নিশ্চিত ৷ তবে, তার আগে রবিবার বারুইপুর থেকে বিজেপি প্রার্থী অনন্ত মহারাজকে নিয়ে বিজেপিকে নিশানা করলেন সুজন চক্রবর্তী ৷ অভিযোগ করলেন, যিনি বারবার বাংলা ভাগের কথা বলে এসেছেন ৷ তাঁকেই রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি ৷ পাশাপাশি প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়েও তৃণমূলকে নিশানা করেন সুজন ৷

অনন্ত মহারাজকে রাজ্যসভায় বিজেপির প্রার্থী করা নিয়েও সরব সুজন চক্রবর্তী ৷ তিনি অভিযোগ করেন, ‘‘বাংলা ভাগের পক্ষে যাঁরা সওয়াল করছেন, তাঁদেরকেই রাজ্যসভায় পাঠানো হচ্ছে ৷ বঙ্গ ভাগের কথা আজকের নতুন নয় ৷ বিজেপির যিনি রাজ্যসভার প্রার্থী হয়েছেন অনন্ত মহারাজ, তিনি বাংলা ভাগের কথা বারবার তুলেছেন ৷ এখন রাজ্যসভার সাংসদ পদের প্রার্থী মনোনীত হয়েছেন ৷’’ এই প্রসঙ্গে আরএসএস-এর ভূমিকার কথাও তোলেন সুজন ৷ অভিযোগ করেন, আরএসএস এবং অমিত শাহ-র মদতেই এই সব হচ্ছে ৷

অন্যদিকে, প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় যারা ব্যর্থদের টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ করলেন সুজন ৷ কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তে সেই সব তথ্যই একে একে উঠে আসছে বলে দাবি করেন তিনি ৷ তবে, তৃণমূলের আমলে এটা নতুন কিছু নয় বলে মন্তব্য তাঁর ৷ তাঁর অভিযোগ, বর্তমান শাসকদল রাজ্যের সমগ্র শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে ফেলেছে ৷

আরও পড়ুন: 32 হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি আছে কি না? 7 জুলাই শীর্ষ আদালতের নির্দেশে ধন্দ

এ দিন সুজন বলেন, ‘‘প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা ৷ ফেল করার পরেও টাকার বিনিময়ে চাকরি পেয়েছে অনেকে ৷ তদন্তকারী সংস্থার হাতে এই সকল তথ্য উঠে আসছে ৷ তাঁদেরকে একে একে ডাকছে তদন্তকারীরা ৷’’ তাঁর কথায়, কীভাবে চাকরি পেয়েছেন অনুত্তীর্ণরা ? সেটা জানার জন্যই তলব করা হচ্ছে ৷ তিনি এও বলেন, ‘‘আশা করছি তদন্তকারী সংস্থা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করবে ৷’’

অনন্ত মহারাজকে রাজ্যসভার প্রার্থী করা নিয়ে বিজেপিকে নিশানা সুজনের

বারুইপুর, 23 জুলাই: রাজ্যের সাতটি রাজ্যসভার আসনে নির্বাচন হওয়ার কথা সোমবার ৷ তবে নির্বাচন কমিশনের নির্দেশে খাতায় কলমে এই নির্বাচনের দিন ঘোষণা হলেও, তৃণমূলের ছয় ও বিজেপির এক প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যাওয়া একপ্রকার প্রায় নিশ্চিত ৷ তবে, তার আগে রবিবার বারুইপুর থেকে বিজেপি প্রার্থী অনন্ত মহারাজকে নিয়ে বিজেপিকে নিশানা করলেন সুজন চক্রবর্তী ৷ অভিযোগ করলেন, যিনি বারবার বাংলা ভাগের কথা বলে এসেছেন ৷ তাঁকেই রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি ৷ পাশাপাশি প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়েও তৃণমূলকে নিশানা করেন সুজন ৷

অনন্ত মহারাজকে রাজ্যসভায় বিজেপির প্রার্থী করা নিয়েও সরব সুজন চক্রবর্তী ৷ তিনি অভিযোগ করেন, ‘‘বাংলা ভাগের পক্ষে যাঁরা সওয়াল করছেন, তাঁদেরকেই রাজ্যসভায় পাঠানো হচ্ছে ৷ বঙ্গ ভাগের কথা আজকের নতুন নয় ৷ বিজেপির যিনি রাজ্যসভার প্রার্থী হয়েছেন অনন্ত মহারাজ, তিনি বাংলা ভাগের কথা বারবার তুলেছেন ৷ এখন রাজ্যসভার সাংসদ পদের প্রার্থী মনোনীত হয়েছেন ৷’’ এই প্রসঙ্গে আরএসএস-এর ভূমিকার কথাও তোলেন সুজন ৷ অভিযোগ করেন, আরএসএস এবং অমিত শাহ-র মদতেই এই সব হচ্ছে ৷

অন্যদিকে, প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় যারা ব্যর্থদের টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ করলেন সুজন ৷ কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তে সেই সব তথ্যই একে একে উঠে আসছে বলে দাবি করেন তিনি ৷ তবে, তৃণমূলের আমলে এটা নতুন কিছু নয় বলে মন্তব্য তাঁর ৷ তাঁর অভিযোগ, বর্তমান শাসকদল রাজ্যের সমগ্র শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে ফেলেছে ৷

আরও পড়ুন: 32 হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি আছে কি না? 7 জুলাই শীর্ষ আদালতের নির্দেশে ধন্দ

এ দিন সুজন বলেন, ‘‘প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা ৷ ফেল করার পরেও টাকার বিনিময়ে চাকরি পেয়েছে অনেকে ৷ তদন্তকারী সংস্থার হাতে এই সকল তথ্য উঠে আসছে ৷ তাঁদেরকে একে একে ডাকছে তদন্তকারীরা ৷’’ তাঁর কথায়, কীভাবে চাকরি পেয়েছেন অনুত্তীর্ণরা ? সেটা জানার জন্যই তলব করা হচ্ছে ৷ তিনি এও বলেন, ‘‘আশা করছি তদন্তকারী সংস্থা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.