ETV Bharat / state

Suicide in FB Live: এফবি লাইভে আত্মহত্যা: মৃতার দিদিকে অত্যাচারের চাঞ্চল্যকর ফুটেজ প্রকাশ্যে - বকখালিতে আত্মহত্যা

ফেসবুক লাইভে আত্মহত্যার (Suicide in FB Live) আগে অভিষেক নস্কর অভিযোগ করেছিলেন যে, তাঁর দিদির উপর অত্যাচার চালানো হয়েছে (bakkhali suicide)৷ এবার প্রকাশ্যে এল এমন একটি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে যে অভিষেকের দিদি ও জামাইবাবুকে দড়িতে বেঁধে ঘোরানো হচ্ছে ৷

suicide in facebook live footage reveals that died man's sister was tortured
এফবি লাইভে আত্মহত্যায় চাঞ্চল্যকর মোড়, প্রকাশ্যে মৃতার দিদিকে অত্যাচারের ফুটেজ
author img

By

Published : Jan 10, 2022, 2:08 PM IST

বকখালি, 10 জানুয়ারি: বকখালিতে ফেসবুক লাইভে (Suicide in FB Live) একই পরিবারের তিনজনের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যকর মোড় ৷ হাতে এল এক এক্সক্লুসিভ ফুটেজ ৷ স্থানীয়দের দাবি, কেন ওই পরিবার আত্মহত্যার (suicide in facebook live) পথ বেছে নিয়েছিল, তা স্পষ্ট বোঝা যায় এই ফুটেজ দেখে ৷ মৃত যুবকের দিদি ও জামাইবাবুর উপর স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সাংঘাতিক মানসিক ও শারীরিক অত্যাচার করেছিল বলেও অভিযোগ করেছেন প্রতিবেশীরা ৷ সেই যন্ত্রণা সহ্য করতে না পেরেই আক্রান্ত মহিলার ভাই ও বাবা-মা আত্মঘাতী হয়েছেন বলে ফেসবুক লাইভে (bakkhali suicide) জানিয়েছিলেন তাঁরা ৷

রবিবার দক্ষিণ 24 পরগনা কুলপির হারা নস্কর পাড়া এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে ৷ ভরদুপুরে বকখালির এক শুনশান জঙ্গলে ফেসবুক লাইভ করে আত্মহত্যা করেন একই পরিবারের তিনজন ৷ অভিষেক নস্কর, তাঁর মা রীতা নস্কর ও বাবা অশোক নস্কর । আত্মহত্যার আগে লাইভে অভিষেক বলেছিলেন, আর্থিক প্রতারণার মিথ্যে অভিযোগ এনে তাঁর দিদির উপর অকথ্য অত্যাচার চালিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ৷ এমনকী দিদির যৌনাঙ্গে বাঁশও ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি ৷ পুলিশ ও প্রশাসনের দ্বারে গিয়েও কোনও লাভ হয়নি বলে জানিয়ে অভিষেক জানান, তাঁরা বাধ্য হয়ে চরম পথ বেছে নিচ্ছেন ৷

মৃতার দিদিকে অত্যাচারের চাঞ্চল্যকর ফুটেজ প্রকাশ্যে

আরও পড়ুন: Suicide in FB Live : প্রতারণার অভিযোগে মেয়েকে হেনস্থা, ফেসবুক লাইভে এসে আত্মঘাতী একই পরিবারের তিনজন

অভিষেকের দিদি পুনম নস্কর ও তাঁর স্বামীর উপর যে অত্যাচার চালানো হয়েছিল, তার আঁচ মিলেছে প্রকাশ্যে আসা এক্সক্লুসিভ ফুটেজ থেকে ৷ সেখানে দেখা যাচ্ছে, একই দড়িতে স্বামী-স্ত্রীকে বেঁধে গ্রামে ঘোরাচ্ছেন একদল মহিলা ৷ এরপর পুনম ও তাঁর স্বামীকে একটি পোস্টে বেঁধে বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ করেছেন প্রতিবেশীরা ৷ তাঁদের অভিযোগ, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অভিষেকের বাড়িতে ভাঙচুর করেন ৷ তাঁদের বাড়ি নিলামে চড়ানো হবে বলে হুমকিও দেওয়া হয় ৷ পুনমের উপর এই শারীরিক ও মানসিক অত্যাচার মেনে নিতে পারেননি তাঁর ভাই ও বাবা-মা ৷ সেই যন্ত্রণা থেকেই তাঁরা একসঙ্গে আত্মহত্যার পথ বেছে নেন বলে দাবি প্রতিবেশীদের ৷

এই ঘটনায় ইতিমধ্যেই ডায়মন্ডহারবার থানার পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে । অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় মানুষজন ৷

বকখালি, 10 জানুয়ারি: বকখালিতে ফেসবুক লাইভে (Suicide in FB Live) একই পরিবারের তিনজনের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যকর মোড় ৷ হাতে এল এক এক্সক্লুসিভ ফুটেজ ৷ স্থানীয়দের দাবি, কেন ওই পরিবার আত্মহত্যার (suicide in facebook live) পথ বেছে নিয়েছিল, তা স্পষ্ট বোঝা যায় এই ফুটেজ দেখে ৷ মৃত যুবকের দিদি ও জামাইবাবুর উপর স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সাংঘাতিক মানসিক ও শারীরিক অত্যাচার করেছিল বলেও অভিযোগ করেছেন প্রতিবেশীরা ৷ সেই যন্ত্রণা সহ্য করতে না পেরেই আক্রান্ত মহিলার ভাই ও বাবা-মা আত্মঘাতী হয়েছেন বলে ফেসবুক লাইভে (bakkhali suicide) জানিয়েছিলেন তাঁরা ৷

রবিবার দক্ষিণ 24 পরগনা কুলপির হারা নস্কর পাড়া এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে ৷ ভরদুপুরে বকখালির এক শুনশান জঙ্গলে ফেসবুক লাইভ করে আত্মহত্যা করেন একই পরিবারের তিনজন ৷ অভিষেক নস্কর, তাঁর মা রীতা নস্কর ও বাবা অশোক নস্কর । আত্মহত্যার আগে লাইভে অভিষেক বলেছিলেন, আর্থিক প্রতারণার মিথ্যে অভিযোগ এনে তাঁর দিদির উপর অকথ্য অত্যাচার চালিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ৷ এমনকী দিদির যৌনাঙ্গে বাঁশও ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি ৷ পুলিশ ও প্রশাসনের দ্বারে গিয়েও কোনও লাভ হয়নি বলে জানিয়ে অভিষেক জানান, তাঁরা বাধ্য হয়ে চরম পথ বেছে নিচ্ছেন ৷

মৃতার দিদিকে অত্যাচারের চাঞ্চল্যকর ফুটেজ প্রকাশ্যে

আরও পড়ুন: Suicide in FB Live : প্রতারণার অভিযোগে মেয়েকে হেনস্থা, ফেসবুক লাইভে এসে আত্মঘাতী একই পরিবারের তিনজন

অভিষেকের দিদি পুনম নস্কর ও তাঁর স্বামীর উপর যে অত্যাচার চালানো হয়েছিল, তার আঁচ মিলেছে প্রকাশ্যে আসা এক্সক্লুসিভ ফুটেজ থেকে ৷ সেখানে দেখা যাচ্ছে, একই দড়িতে স্বামী-স্ত্রীকে বেঁধে গ্রামে ঘোরাচ্ছেন একদল মহিলা ৷ এরপর পুনম ও তাঁর স্বামীকে একটি পোস্টে বেঁধে বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ করেছেন প্রতিবেশীরা ৷ তাঁদের অভিযোগ, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অভিষেকের বাড়িতে ভাঙচুর করেন ৷ তাঁদের বাড়ি নিলামে চড়ানো হবে বলে হুমকিও দেওয়া হয় ৷ পুনমের উপর এই শারীরিক ও মানসিক অত্যাচার মেনে নিতে পারেননি তাঁর ভাই ও বাবা-মা ৷ সেই যন্ত্রণা থেকেই তাঁরা একসঙ্গে আত্মহত্যার পথ বেছে নেন বলে দাবি প্রতিবেশীদের ৷

এই ঘটনায় ইতিমধ্যেই ডায়মন্ডহারবার থানার পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে । অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় মানুষজন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.