ETV Bharat / state

School Agitation : প্রধান শিক্ষকের বদলি রুখতে স্কুলে বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের - স্কুলে বিক্ষোভ

মথুরাপুরের দত্তেরচক উচ্চ বিদ্যালয়ে বিক্ষোভ ৷ প্রধান শিক্ষকের বদলি রুখতে বিক্ষোভ পড়ুয়াদের ৷ তাতে যোগ দেন স্কুলের প্রাক্তনী ও অভিভাবকরাও ৷

students parents agitation at mathurapur school
School Agitation : প্রধান শিক্ষকের বদলি রুখতে স্কুলে বিক্ষোভ পড়ুয়া, প্রাক্তনী ও অভিভাবকদের
author img

By

Published : Nov 17, 2021, 4:18 PM IST

মথুরাপুর, 17 নভেম্বর : প্রধান শিক্ষকের বদলি রুখতে স্কুল চত্বরে বিক্ষোভ দেখাল স্কুলের ছাত্রছাত্রীরা ৷ সঙ্গে ছিলেন স্কুলের প্রাক্তনী ও অভিভাবকরাও ৷ করোনা পরিস্থিতিতে প্রায় দু’বছর বন্ধ থাকার পর গত মঙ্গলবার ফের খুলেছে স্কুল ৷ কিন্তু, তার মধ্যেই প্রধান শিক্ষকের বদলির প্রক্রিয়া ঘিরে অশান্তি ছড়াল দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের দত্তেরচক উচ্চ বিদ্যালয়ে ৷

আরও পড়ুন : Agitation at School : অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার অভিযোগ, স্কুলে বিক্ষোভ

স্থানীয় সূত্রে খবর, প্রধান শিক্ষক পঞ্চানন ময়রা 11 বছরেরও বেশি সময় ধরে এই স্কুলের দায়িত্বে ছিলেন ৷ সম্প্রতি, বারুইপুরে নিজের বাড়ির কাছেই বদলি চেয়ে আবেদন করেন তিনি ৷ তাঁর আবেদন মেনে নেওয়া হয় ৷ পঞ্চানন ময়রার বদলিতে অনুমোদন দেয় শিক্ষা দফতর ৷ করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকলেও পঞ্চাননের বদলির খবর মুখে মুখে পৌঁছে যায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের কাছে ৷

প্রধান শিক্ষকের এই বদলি মেনে নিতে পারেনি ছাত্রছাত্রীরা ৷ অভিভাবকরাও চান, পঞ্চাননের হাতে থাকুক স্কুলের দায়িত্ব ৷ কারণ, এই স্কুলকে মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত করা, কম্পিউটার ক্লাস শুরু করা, মাল্টি জিম তৈরি করা-সহ পরিকাঠামো উন্নয়নের যাবতীয় কৃতিত্বই প্রধান শিক্ষকের ৷ এমনকী, পড়ুয়া, অভিভাবক কিংবা সহকর্মী, সকলের সঙ্গেই সুন্দর সম্পর্ক রয়েছেন তাঁর ৷ আর সেই কারণেই প্রধান শিক্ষকের বদলি চায় না দত্তেরচক উচ্চ বিদ্যালয় ৷

মথুরাপুরের দত্তেরচক উচ্চ বিদ্যালয়ে বিক্ষোভ ৷

আরও পড়ুন : উচ্চমাধ্যমিকে নম্বর পছন্দ না হওয়ায় প্রথম হওয়া ছাত্রীর স্কুলে বিক্ষোভ

প্রধান শিক্ষকের বদলি রুখতে স্কুলজুড়ে শুরু হয় বিক্ষোভ ৷ তাতে যোগ দেন এলাকার বাসিন্দা এবং স্কুলের প্রাক্তনীরাও ৷ এমনকী, বহু ছাত্রছাত্রী প্রধান শিক্ষকের বদলির কথা শুনে কেঁদেও ফেলে ৷ প্রধান শিক্ষককে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হয় ৷ যদিও পঞ্চাননের বক্তব্য, তাঁর বয়স হয়েছে ৷ এই বয়সে বাড়ির কাছাকাছি কাজ পেলে সুবিধা হয় তাঁর ৷ তাই বিক্ষোভকারীদের বিক্ষোভ তুলে নেওয়ার আবেদন জানান তিনি ৷ তবে তাতে লাভ কিছুই হয়নি ৷ পড়ুয়াদের আশা, তাঁদের আবেদনে সাড়া দেবেন প্রধান শিক্ষক ৷ যদিও এই বিষয়ে কোনও নিশ্চয়তা দেননি পঞ্চানন ময়রা ৷

মথুরাপুর, 17 নভেম্বর : প্রধান শিক্ষকের বদলি রুখতে স্কুল চত্বরে বিক্ষোভ দেখাল স্কুলের ছাত্রছাত্রীরা ৷ সঙ্গে ছিলেন স্কুলের প্রাক্তনী ও অভিভাবকরাও ৷ করোনা পরিস্থিতিতে প্রায় দু’বছর বন্ধ থাকার পর গত মঙ্গলবার ফের খুলেছে স্কুল ৷ কিন্তু, তার মধ্যেই প্রধান শিক্ষকের বদলির প্রক্রিয়া ঘিরে অশান্তি ছড়াল দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের দত্তেরচক উচ্চ বিদ্যালয়ে ৷

আরও পড়ুন : Agitation at School : অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার অভিযোগ, স্কুলে বিক্ষোভ

স্থানীয় সূত্রে খবর, প্রধান শিক্ষক পঞ্চানন ময়রা 11 বছরেরও বেশি সময় ধরে এই স্কুলের দায়িত্বে ছিলেন ৷ সম্প্রতি, বারুইপুরে নিজের বাড়ির কাছেই বদলি চেয়ে আবেদন করেন তিনি ৷ তাঁর আবেদন মেনে নেওয়া হয় ৷ পঞ্চানন ময়রার বদলিতে অনুমোদন দেয় শিক্ষা দফতর ৷ করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকলেও পঞ্চাননের বদলির খবর মুখে মুখে পৌঁছে যায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের কাছে ৷

প্রধান শিক্ষকের এই বদলি মেনে নিতে পারেনি ছাত্রছাত্রীরা ৷ অভিভাবকরাও চান, পঞ্চাননের হাতে থাকুক স্কুলের দায়িত্ব ৷ কারণ, এই স্কুলকে মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত করা, কম্পিউটার ক্লাস শুরু করা, মাল্টি জিম তৈরি করা-সহ পরিকাঠামো উন্নয়নের যাবতীয় কৃতিত্বই প্রধান শিক্ষকের ৷ এমনকী, পড়ুয়া, অভিভাবক কিংবা সহকর্মী, সকলের সঙ্গেই সুন্দর সম্পর্ক রয়েছেন তাঁর ৷ আর সেই কারণেই প্রধান শিক্ষকের বদলি চায় না দত্তেরচক উচ্চ বিদ্যালয় ৷

মথুরাপুরের দত্তেরচক উচ্চ বিদ্যালয়ে বিক্ষোভ ৷

আরও পড়ুন : উচ্চমাধ্যমিকে নম্বর পছন্দ না হওয়ায় প্রথম হওয়া ছাত্রীর স্কুলে বিক্ষোভ

প্রধান শিক্ষকের বদলি রুখতে স্কুলজুড়ে শুরু হয় বিক্ষোভ ৷ তাতে যোগ দেন এলাকার বাসিন্দা এবং স্কুলের প্রাক্তনীরাও ৷ এমনকী, বহু ছাত্রছাত্রী প্রধান শিক্ষকের বদলির কথা শুনে কেঁদেও ফেলে ৷ প্রধান শিক্ষককে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হয় ৷ যদিও পঞ্চাননের বক্তব্য, তাঁর বয়স হয়েছে ৷ এই বয়সে বাড়ির কাছাকাছি কাজ পেলে সুবিধা হয় তাঁর ৷ তাই বিক্ষোভকারীদের বিক্ষোভ তুলে নেওয়ার আবেদন জানান তিনি ৷ তবে তাতে লাভ কিছুই হয়নি ৷ পড়ুয়াদের আশা, তাঁদের আবেদনে সাড়া দেবেন প্রধান শিক্ষক ৷ যদিও এই বিষয়ে কোনও নিশ্চয়তা দেননি পঞ্চানন ময়রা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.