ETV Bharat / state

International Coastal Cleanup Day: আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস, সমুদ্র সৈকত পরিষ্কার করল ছাত্র-ছাত্রীরা - গঙ্গাসাগর

শনিবার আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবসে সমুদ্র সৈকত পরিষ্কারে হাত লাগাল ছাত্র-ছাত্রীরা ৷ পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার বার্তা দিল তারা ৷

International Coastal Cleanup Day
আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 7:36 PM IST

গঙ্গাসাগর, 16 সেপ্টেম্বর: আজ আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস । সাধারণত সেপ্টেম্বর মাসে তৃতীয় শনিবার এই দিনটি উদযাপন করা হয় গোটা বিশ্ব জুড়ে । সেই অনুযায়ী শনিবার গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উপকূল পরিচ্ছন্নতা দিবস উদযাপন করা হল গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গণ চত্বরে । কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল সেন্টার ফর পোস্ট রিসার্চ অফ সায়েন্স দফতরের পক্ষ থেকে এই দিনটি পালিত হয় গঙ্গাসাগরে । কপিলমুনি মন্দির প্রাঙ্গণ-সহ গঙ্গাসাগরের সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্নতায় হাত লাগান কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা ।

মূলত গঙ্গাসাগরের মেলা প্রাঙ্গণ ও গঙ্গাসাগরের কপিলমুনির মন্দির সংলগ্ন স্নান ঘাটগুলিতে আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করে ছাত্র-ছাত্রীরা । পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে পরিবেশকে রক্ষা করার বার্তা দেন ওইসব ছাত্রছাত্রীরা । এ দিনের এই কর্মসূচিতে অংশ নেয় গঙ্গাসাগরের বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীরাও । বিশ্ব উষ্ণায়নের ফলে ক্রমাগত পরিবেশের ভারসাম্য হারাচ্ছে । জলবায়ুর পরিবর্তনও লক্ষ্য করা যাচ্ছে ৷ মানুষ যদি নিজের পরিবেশকে রক্ষা করার জন্য সচেতন না হয় তাহলে আগামিদিনে বৃহত্তর বিপদের সম্মুখীন হতে হবে এই মানবজাতিকে ।

এই বিষয়ে সাগর ব্লকের সেবা সমিতি সম্পাদক রামকৃষ্ণ দাস বলেন, "পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে । পরিবেশ বাঁচলে তবেই মানবজাতি বাঁচবে ৷ না হলে মানবজাতি ধ্বংসের পথে চলে যাবে । আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস ৷ আর সেই উপলক্ষে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গন ও গঙ্গাসাগর সমুদ্র সৈকত প্রাঙ্গনে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে হাত লাগিয়েছে । শুধু একদিন পরিষ্কার-পরিচ্ছন্ন করলে হবে না ৷ সারা বছর এই কর্মযজ্ঞের সঙ্গে আমাদের সামিল হতে হবে । পরিবেশকে রক্ষা করতে হবে আমাদেরকে । এই গঙ্গাসাগরের পূর্ণবেলাভূমিতে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীরা এসে ভিড় জমায় । মহামিলন ক্ষেত্র হয়ে দাঁড়ায় এই গঙ্গাসাগর সমুদ্র সৈকত । এই সমুদ্রকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে আমাদেরকেই ।"

আরও পড়ুন: আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবসে সমুদ্র সৈকতকে দূষণ-মুক্ত রাখার বার্তা

ছাত্রী রিঙ্কি মণ্ডলের কথায়, গঙ্গাসাগর সমুদ্র সৈকতকে দূষণমুক্ত করার জন্য আজ তারা এখানে এসে উপস্থিত হয়েছে । তাদের সঙ্গে স্থানীয় ব্লক প্রশাসনের আধিকারিকরাও রয়েছেন ৷ গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে জৈব অজৈব বিভিন্ন বর্জ্য পদার্থ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হচ্ছে এবং সেই জৈব অজৈব বর্জ্য পদার্থগুলি সুনির্দিষ্ট জায়গায় রাখা হচ্ছে । তিনি বলেন, "সাধারণ মানুষকে আমরা সচেতন করছি যাতে সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে । সাধারণ মানুষ সচেতন হলে তবেই আমাদের বিশ্বকে রক্ষা করতে পারব আমরা । আগামিদিনে আমরা বৃহত্তর কর্মসূচি করব ৷ পরিবেশকে রক্ষা করতে হবে আমাদেরকেই । আমরা চাই আমাদের সঙ্গে সাধারণ মানুষ ও যুব সমাজ এই মহৎ কর্মযজ্ঞে এগিয়ে আসুক ।"

গঙ্গাসাগর, 16 সেপ্টেম্বর: আজ আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস । সাধারণত সেপ্টেম্বর মাসে তৃতীয় শনিবার এই দিনটি উদযাপন করা হয় গোটা বিশ্ব জুড়ে । সেই অনুযায়ী শনিবার গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উপকূল পরিচ্ছন্নতা দিবস উদযাপন করা হল গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গণ চত্বরে । কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল সেন্টার ফর পোস্ট রিসার্চ অফ সায়েন্স দফতরের পক্ষ থেকে এই দিনটি পালিত হয় গঙ্গাসাগরে । কপিলমুনি মন্দির প্রাঙ্গণ-সহ গঙ্গাসাগরের সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্নতায় হাত লাগান কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা ।

মূলত গঙ্গাসাগরের মেলা প্রাঙ্গণ ও গঙ্গাসাগরের কপিলমুনির মন্দির সংলগ্ন স্নান ঘাটগুলিতে আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করে ছাত্র-ছাত্রীরা । পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে পরিবেশকে রক্ষা করার বার্তা দেন ওইসব ছাত্রছাত্রীরা । এ দিনের এই কর্মসূচিতে অংশ নেয় গঙ্গাসাগরের বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীরাও । বিশ্ব উষ্ণায়নের ফলে ক্রমাগত পরিবেশের ভারসাম্য হারাচ্ছে । জলবায়ুর পরিবর্তনও লক্ষ্য করা যাচ্ছে ৷ মানুষ যদি নিজের পরিবেশকে রক্ষা করার জন্য সচেতন না হয় তাহলে আগামিদিনে বৃহত্তর বিপদের সম্মুখীন হতে হবে এই মানবজাতিকে ।

এই বিষয়ে সাগর ব্লকের সেবা সমিতি সম্পাদক রামকৃষ্ণ দাস বলেন, "পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে । পরিবেশ বাঁচলে তবেই মানবজাতি বাঁচবে ৷ না হলে মানবজাতি ধ্বংসের পথে চলে যাবে । আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস ৷ আর সেই উপলক্ষে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গন ও গঙ্গাসাগর সমুদ্র সৈকত প্রাঙ্গনে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে হাত লাগিয়েছে । শুধু একদিন পরিষ্কার-পরিচ্ছন্ন করলে হবে না ৷ সারা বছর এই কর্মযজ্ঞের সঙ্গে আমাদের সামিল হতে হবে । পরিবেশকে রক্ষা করতে হবে আমাদেরকে । এই গঙ্গাসাগরের পূর্ণবেলাভূমিতে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীরা এসে ভিড় জমায় । মহামিলন ক্ষেত্র হয়ে দাঁড়ায় এই গঙ্গাসাগর সমুদ্র সৈকত । এই সমুদ্রকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে আমাদেরকেই ।"

আরও পড়ুন: আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবসে সমুদ্র সৈকতকে দূষণ-মুক্ত রাখার বার্তা

ছাত্রী রিঙ্কি মণ্ডলের কথায়, গঙ্গাসাগর সমুদ্র সৈকতকে দূষণমুক্ত করার জন্য আজ তারা এখানে এসে উপস্থিত হয়েছে । তাদের সঙ্গে স্থানীয় ব্লক প্রশাসনের আধিকারিকরাও রয়েছেন ৷ গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে জৈব অজৈব বিভিন্ন বর্জ্য পদার্থ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হচ্ছে এবং সেই জৈব অজৈব বর্জ্য পদার্থগুলি সুনির্দিষ্ট জায়গায় রাখা হচ্ছে । তিনি বলেন, "সাধারণ মানুষকে আমরা সচেতন করছি যাতে সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে । সাধারণ মানুষ সচেতন হলে তবেই আমাদের বিশ্বকে রক্ষা করতে পারব আমরা । আগামিদিনে আমরা বৃহত্তর কর্মসূচি করব ৷ পরিবেশকে রক্ষা করতে হবে আমাদেরকেই । আমরা চাই আমাদের সঙ্গে সাধারণ মানুষ ও যুব সমাজ এই মহৎ কর্মযজ্ঞে এগিয়ে আসুক ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.