ETV Bharat / state

জয়নগরে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে হুংকার শুভেন্দু অধিকারীর

LOP Suvendu Adhikari Slams CM: আগামী লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের বঞ্চনার অভিযোগে তৃণমূলের তরফে দিল্লির চলো কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। মূলত 100 দিনের কাজের বকেয়া-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের কাজের টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে না এমনই অভিযোগ তৃণমূলের। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হুংকার দিলেন শুভেন্দু অধিকারী ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 8:51 PM IST

শুভেন্দু অধিকারী

জয়নগর, 23 নভেম্বর: সাম্প্রতিক অতীতে একের পর এক দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের। এর ফলে রাজ্য সরকারের কপালেও চিন্তার ভাঁজ। এমতাবস্থায় বৃহস্পতিবার জয়নগরে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার জয়নগরে দলুয়াখাকি গ্রামে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হয়েছিলেন। আর সেখান থেকেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রীর উচিৎ দিল্লি যাওয়ার আগে জয়নগর থেকে ঘুরে যাওয়া ৷"

আগামী লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের তরফে দিল্লি চলো কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। মূলত 100 দিনের কাজের বকেয়া-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের কাজের টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে না এমনই অভিযোগ তৃণমূলের। ডায়মন্ড হারবার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদল তৃণমূলের নেতা-নেতৃত্ব দিল্লির কৃষিভবনে সামনে বিক্ষোভ প্রদর্শনও করেছিল। আবারও লোকসভা নির্বাচনের আগে ডিসেম্বর মাসে দিল্লি চলো কর্মসূচির ডাক দিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত সেই কর্মসূচিকেই এদিন কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী ৷

এদিন বিরোধী দলনেতা বলেন, "জয়নগরের মানুষ কেমন ভাবে আছে। যাদের ভোটে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই সকল মানুষ কেমন অসহায় অবস্থায় রয়েছে একবার এসে দেখে যান। রাজ্য সরকারের উচিত এই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো। কিন্তু রাজ্য সরকার এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়ায়নি। অসহায় অবস্থায় রয়েছে গ্রামের শিশু থেকে মহিলারা ৷ এই শীতে তাদের শীতবস্ত্র নেই। রান্নার সামগ্রী নেই, মাথা গোঁজার ঠাঁই নেই। রাজ্য সরকার এই মানুষদের কথা কি ভেবেছে ?"

সম্প্রতি, ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে যে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্তব্যের পালটাও এদিন দিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "রাষ্ট্র বিরোধী মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। আবার রাজঘাটের যাক ৷ গেলে দৌড় করাব আমরা। দিল্লী পুলিশ দেখিয়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করছেন তিনি চোর।" রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এদিন একাধিক কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এমনকী তিনি এও বলেন, "দড়ি ধরে মারো টান হীরক রানী হবে খান খান ৷"

আরও পড়ুন

  1. 'ভোটের তিন মাস আগে সাংসদ পদ গেলে কী হবে !' মহুয়ার পাশে দাঁড়িয়ে সওয়াল মমতার
  2. পাপিষ্ঠরা যেখানে যাবে..., ভারতের হার নিয়ে নাম না করে মোদিকে নিশানা মমতার
  3. কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে তৃণমূল সাংসদদের নিয়ে মোদির কাছে যাওয়ার ঘোষণা মমতার

শুভেন্দু অধিকারী

জয়নগর, 23 নভেম্বর: সাম্প্রতিক অতীতে একের পর এক দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের। এর ফলে রাজ্য সরকারের কপালেও চিন্তার ভাঁজ। এমতাবস্থায় বৃহস্পতিবার জয়নগরে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার জয়নগরে দলুয়াখাকি গ্রামে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হয়েছিলেন। আর সেখান থেকেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রীর উচিৎ দিল্লি যাওয়ার আগে জয়নগর থেকে ঘুরে যাওয়া ৷"

আগামী লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের তরফে দিল্লি চলো কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। মূলত 100 দিনের কাজের বকেয়া-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের কাজের টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে না এমনই অভিযোগ তৃণমূলের। ডায়মন্ড হারবার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদল তৃণমূলের নেতা-নেতৃত্ব দিল্লির কৃষিভবনে সামনে বিক্ষোভ প্রদর্শনও করেছিল। আবারও লোকসভা নির্বাচনের আগে ডিসেম্বর মাসে দিল্লি চলো কর্মসূচির ডাক দিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত সেই কর্মসূচিকেই এদিন কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী ৷

এদিন বিরোধী দলনেতা বলেন, "জয়নগরের মানুষ কেমন ভাবে আছে। যাদের ভোটে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই সকল মানুষ কেমন অসহায় অবস্থায় রয়েছে একবার এসে দেখে যান। রাজ্য সরকারের উচিত এই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো। কিন্তু রাজ্য সরকার এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়ায়নি। অসহায় অবস্থায় রয়েছে গ্রামের শিশু থেকে মহিলারা ৷ এই শীতে তাদের শীতবস্ত্র নেই। রান্নার সামগ্রী নেই, মাথা গোঁজার ঠাঁই নেই। রাজ্য সরকার এই মানুষদের কথা কি ভেবেছে ?"

সম্প্রতি, ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে যে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্তব্যের পালটাও এদিন দিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "রাষ্ট্র বিরোধী মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। আবার রাজঘাটের যাক ৷ গেলে দৌড় করাব আমরা। দিল্লী পুলিশ দেখিয়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করছেন তিনি চোর।" রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এদিন একাধিক কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এমনকী তিনি এও বলেন, "দড়ি ধরে মারো টান হীরক রানী হবে খান খান ৷"

আরও পড়ুন

  1. 'ভোটের তিন মাস আগে সাংসদ পদ গেলে কী হবে !' মহুয়ার পাশে দাঁড়িয়ে সওয়াল মমতার
  2. পাপিষ্ঠরা যেখানে যাবে..., ভারতের হার নিয়ে নাম না করে মোদিকে নিশানা মমতার
  3. কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে তৃণমূল সাংসদদের নিয়ে মোদির কাছে যাওয়ার ঘোষণা মমতার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.