ETV Bharat / state

Gangasagar Mela: গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের চিকিৎসায় বিশেষ নজর, থাকছে শিশুদের আলাদা বিভাগ

বিগত দু'বছরের তুলনায় এবার রেকর্ড ভিড় হবে গঙ্গাসাগর মেলায়(Gangasagar Mela)৷ অন্যান্যবারের তুলনায় এবার চিকিৎসা ব্যবস্থার উপর বিশেষ জোর দিচ্ছে প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ ৷ কী কী ব্যবস্থা থাকছে ?

ETV Bharat
গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের চিকিৎসায় বিশেষ নজর জেলা স্বাস্থ্য বিভাগের
author img

By

Published : Dec 16, 2022, 9:48 PM IST

কেমন থাকছে এবার গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের চিকিৎসা ব্য়বস্থা ?

ডায়মন্ড হারবার, 16 ডিসেম্বর: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা 2023 । গত দু'বছরের তুলনায় এবছর রেকর্ড সংখ্যক পুণ্যার্থীদের ভিড় হবে সাগর তীরে ৷ মেলাকে মাথায় রেখে ইতিমধ্যেই একাধিক বৈঠক হয়ে গিয়েছে জেলা প্রশাসনের আধিকারিকদের মধ্যে । একাধিকবার জেলার আধিকারিকগণ প্রস্তুতি খতিয়ে দেখছেন । সাগর মেলায় আসা পুণ্যার্থীদের জন্য চিকিৎসা পরিষেবায় কোনও প্রকার খামতি রাখতে চাইছে না জেলা স্বাস্থ্য বিভাগ(Special Attention of District Health Department on the Treatment of Pilgrims at Gangasagar Mela)।

গঙ্গাসাগর মেলায় এবার থাকছে ঢালাও চিকিৎসা পরিষেবা । এই বিষয়ে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার সিএওএইচ ডা: জয়ন্ত কুমার সুকুল জানান, এবার স্বাস্থ্য পরিষেবার জোর দেওয়া হবে সর্বাধিক । 9 থেকে 23 জানুয়ারির মধ্যে সাগর মেলা উপলক্ষে 103জন মেডিক্যাল অফিসার উপস্থিত থাকবেন মেলার বিভিন্ন জায়গায় । এর মধ্যে থাকছেন 18জন বিশেষজ্ঞ চিকিৎসক । এছাড়াও প্রয়োজনে অন্যান্য স্বাস্থ্য জেলা থেকে আনা হবে অতিরিক্ত চিকিৎসক । সাগর মেলার 5টি পয়েন্টে থাকছে বিশেষ স্বাস্থ্যকেন্দ্র । লট নং 8, কচুবেড়িয়া, নারায়ণপুর পিএইচসি, বেণুবন, সাগর মেলা গ্রাউন্ডে থাকবে এই কেন্দ্রগুলি ।

এবারেই প্রথম শিশুদের জন্য থাকছে বিশেষ ইউনিট । 50 শয্যার এই ইউনিট শুধুমাত্র শিশুদের জন্য ব্যবহার করা হবে । এছাড়াও গুরুতর অসুস্থ রোগীদের জন্য থাকছে আলাদা ব্যবস্থা । থাকছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট । এছাড়াও সংক্রামক রোগীদের জন্য থাকছে 60 শয্যার আইসোলেশান ওয়ার্ড । গঙ্গাসাগর সংলগ্ন কাকদ্বীপ, ডায়মন্ডহারবার-সহ একাধিক সুপার স্পেশালিটি হাসপাতালে সাগর মেলার তীর্থযাত্রীদের জন্য আলাদাভাবে বেড সংরক্ষণ থাকবে ৷ ডায়মন্ড হারবার থেকে মেলা গ্রাউন্ড পর্যন্ত রাস্তার পাশে একাধিক জায়গায় থাকবে ফার্স্ট এইড ব্যবস্থা । থাকছে এয়ার লিফটের সুবিধাও‌‌ ।

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে জেলাশাসক সুমিত গুপ্তা বেশ কয়েকবার বৈঠক ও মেলা প্রস্তুতির কাজ সরেজমিনে খতিয়ে দেখেছেন । পুণ্যার্থীদের বিভিন্ন ব্যবস্থাপনা খতিয়ে দেখার পাশাপাশি তাঁদের কোনওরকম অসুবিধা যাতে না হয় সেদিকেও বিশেষ নজর দিয়েছে জেলা প্রশাসন ।

আরও পড়ুন : সাগর গিলছে গঙ্গাপাড়, বিপজ্জনক অবস্থায় কপিলমুনির মন্দির

কেমন থাকছে এবার গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের চিকিৎসা ব্য়বস্থা ?

ডায়মন্ড হারবার, 16 ডিসেম্বর: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা 2023 । গত দু'বছরের তুলনায় এবছর রেকর্ড সংখ্যক পুণ্যার্থীদের ভিড় হবে সাগর তীরে ৷ মেলাকে মাথায় রেখে ইতিমধ্যেই একাধিক বৈঠক হয়ে গিয়েছে জেলা প্রশাসনের আধিকারিকদের মধ্যে । একাধিকবার জেলার আধিকারিকগণ প্রস্তুতি খতিয়ে দেখছেন । সাগর মেলায় আসা পুণ্যার্থীদের জন্য চিকিৎসা পরিষেবায় কোনও প্রকার খামতি রাখতে চাইছে না জেলা স্বাস্থ্য বিভাগ(Special Attention of District Health Department on the Treatment of Pilgrims at Gangasagar Mela)।

গঙ্গাসাগর মেলায় এবার থাকছে ঢালাও চিকিৎসা পরিষেবা । এই বিষয়ে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার সিএওএইচ ডা: জয়ন্ত কুমার সুকুল জানান, এবার স্বাস্থ্য পরিষেবার জোর দেওয়া হবে সর্বাধিক । 9 থেকে 23 জানুয়ারির মধ্যে সাগর মেলা উপলক্ষে 103জন মেডিক্যাল অফিসার উপস্থিত থাকবেন মেলার বিভিন্ন জায়গায় । এর মধ্যে থাকছেন 18জন বিশেষজ্ঞ চিকিৎসক । এছাড়াও প্রয়োজনে অন্যান্য স্বাস্থ্য জেলা থেকে আনা হবে অতিরিক্ত চিকিৎসক । সাগর মেলার 5টি পয়েন্টে থাকছে বিশেষ স্বাস্থ্যকেন্দ্র । লট নং 8, কচুবেড়িয়া, নারায়ণপুর পিএইচসি, বেণুবন, সাগর মেলা গ্রাউন্ডে থাকবে এই কেন্দ্রগুলি ।

এবারেই প্রথম শিশুদের জন্য থাকছে বিশেষ ইউনিট । 50 শয্যার এই ইউনিট শুধুমাত্র শিশুদের জন্য ব্যবহার করা হবে । এছাড়াও গুরুতর অসুস্থ রোগীদের জন্য থাকছে আলাদা ব্যবস্থা । থাকছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট । এছাড়াও সংক্রামক রোগীদের জন্য থাকছে 60 শয্যার আইসোলেশান ওয়ার্ড । গঙ্গাসাগর সংলগ্ন কাকদ্বীপ, ডায়মন্ডহারবার-সহ একাধিক সুপার স্পেশালিটি হাসপাতালে সাগর মেলার তীর্থযাত্রীদের জন্য আলাদাভাবে বেড সংরক্ষণ থাকবে ৷ ডায়মন্ড হারবার থেকে মেলা গ্রাউন্ড পর্যন্ত রাস্তার পাশে একাধিক জায়গায় থাকবে ফার্স্ট এইড ব্যবস্থা । থাকছে এয়ার লিফটের সুবিধাও‌‌ ।

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে জেলাশাসক সুমিত গুপ্তা বেশ কয়েকবার বৈঠক ও মেলা প্রস্তুতির কাজ সরেজমিনে খতিয়ে দেখেছেন । পুণ্যার্থীদের বিভিন্ন ব্যবস্থাপনা খতিয়ে দেখার পাশাপাশি তাঁদের কোনওরকম অসুবিধা যাতে না হয় সেদিকেও বিশেষ নজর দিয়েছে জেলা প্রশাসন ।

আরও পড়ুন : সাগর গিলছে গঙ্গাপাড়, বিপজ্জনক অবস্থায় কপিলমুনির মন্দির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.