কাকদ্বীপ, 3 সেপ্টেম্বর : প্রতি বছর গঙ্গাসাগর মেলার আয়োজন ও দেখভালের সঙ্গে যাঁরা জড়িয়ে থাকেন, তাঁদের সকলকেই করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফে ৷ এর জন্য তিনদিন ধরে বিশেষ টিকাকরণ শিবির করারও সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ৷
আরও পড়ুন : Canning Fraud: মদ খাইয়ে হোমগার্ডের 50 হাজার টাকা নিয়ে চম্পট, গ্রেফতার 2 ‘বন্ধু’
শুক্রবার কাকদ্বীপ মহকুমা শাসকের দফতরে গঙ্গাসাগর মেলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন । সেখানেই ওই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে ৷ প্রশাসনের তরফে খবর, গত বছরের মতো এই বছরও কোভিড স্বাস্থ্যবিধি মেনে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হবে । বিভিন্ন জেটিঘাটগুলিতে স্যানিটাইজার ও পর্যাপ্ত পরিমাণ মাস্কের ব্যবস্থা করা থাকবে । ভ্যাকসিন ছাড়া কোনও পুণ্যার্থীকে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হবে না । জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রতিটি ফেরিঘাটে সাধারণ মানুষের জন্য ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা থাকবে ।
আরও পড়ুন : Canning rape : সৎ বাবার লালসার শিকার, আত্মহত্যার চেষ্টা বছর পনেরোর কিশোরী
প্রশাসনের তরফে জানা গিয়েছে, গঙ্গাসাগর মেলার আগে ডিসেম্বর মাসের মধ্যে মুড়িগঙ্গা নদীর ড্রেজিং সম্পূর্ণ করার নির্দেশ দেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি উলগানাথন । কয়েক সপ্তাহের মধ্যে এই কাজ শুরুও করতে বলা হয়েছে ৷ এছাড়া সাগরতটের ভাঙন নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয় । মেলার আগে কীভাবে ভাঙন মেরামত করা যায়, সেই বিষয়ে সেচ দফতরকে দায়িত্ব দেওয়া হয়েছে । অন্যান্য একাধিক দফতরকে এই নিয়ে সেচ দফতরের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে ৷
আরও পড়ুন : Corruption Allegation : 100 দিনের কাজে টাকা আত্মসাতের অভিযোগ, তুঙ্গে কাজিয়া
এদিনের বৈঠকে দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি উলগানাথন ছাড়াও ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সুন্দরবনের পুলিশ জেলার সুপার ভাস্কর মুখোপাধ্যায়, মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস রায়, ডায়মন্ডহারবারের মহকুমা শাসক সুকান্ত সাহা-সহ জনস্বাস্থ্য কারিগরি দফতর, পূর্ত, দমকল ও সেচ দফতরের আধিকারিকরা ।
সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, ‘‘আসন্ন গঙ্গাসাগর মেলার জন্য প্রথম প্রস্তুতি বৈঠক আজ অনুষ্ঠিত হল । ড্রেজিং, ভ্যাকসিন ও ভাঙনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে ।’’
আরও পড়ুন : মায়ের সম্মান বাঁচাতে গিয়ে আক্রান্ত ছেলে, আটক 1