ETV Bharat / state

কোভিড আক্রান্তদের পাশে সোনারপুরের টোটোচালক দেবাশিস - সোনারপুরের টোটো চালক দেবাশীষ

সোনারপুরের টোটোচালক দেবাশিস এখন কোভিড রোগীদের ত্রাতা ৷ খবর পেলেই কোভিড রোগীকে নিজের টোটোয় চাপিয়ে নিয়ে যাচ্ছেন হাসপাতালে ৷ তাঁর টোটোও যেন ডাক্তারখানা ৷ অক্সিমিটার থেকে স্যানিটাইজার কি নেই টোটোয় ৷ একইসঙ্গে টোটোয় রয়েছে করোনা সচেতনতার বিভিন্ন পোস্টার ৷

কোভিড আক্রান্তদের পাশে সোনারপুরের টোটো চালক দেবাশীষ
কোভিড আক্রান্তদের পাশে সোনারপুরের টোটো চালক দেবাশীষ
author img

By

Published : May 11, 2021, 9:40 AM IST

সোনারপুর, 11 মে : চারিদিকে সবাই যখন কোভিড আক্রান্তকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, তখন কোভিড আক্রান্তদের নিয়ে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন সোনারপুরের দেবা । তাঁর ভালো নাম দেবাশিস সরকার । সোনারপুরের ঘাসিয়ারার বাসিন্দা দেবাশিস পেশায় টোটো চালক । দেবা নামেই এলাকায় পরিচিত সে ৷

তাঁর টোটো জুড়ে রয়েছে কোভিড সংক্রান্ত সচেতনতার বিভিন্ন পোস্টার । দেবাশিসের এখন একটাই কাজ কোভিড আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা । 24 ঘণ্টা সোনারপুরে এই পরিষেবা দিয়ে যাচ্ছেন দেবাশিস । ‘মানুষ মানুষের জন্য’- এই আপ্তবাক্যকে স্মরণ করেই চলছে তাঁর এই পরিষেবা ।

দেবাশিসের টোটোয় রয়েছে এইসব ডাক্তারি জিনিসপত্র
দেবাশিসের টোটোয় রয়েছে এইসব ডাক্তারি জিনিসপত্র

এই পরিষেবার বিস্তৃতি ঘটাতে নিজেই সকলকে দিয়েছেন মোবাইল নম্বর । দিনে 24 ঘণ্টা খোলা থাকছে মোবাইল । ফোন এলেই টোটো নিয়ে বেরিয়ে পড়ছেন দেবা । টোটোতে রেখেছেন অক্সিমিটার, থার্মোমিটার ও স্যানিটাইজার । ফোন এলে কোভিড রোগীর কাছে পৌঁছে যাচ্ছেন তিনি এবং নিজের টোটোয় চাপিয়ে পৌঁছে দিচ্ছেন স্থানীয় হাসপাতালে ।

আরও পড়ুন : ভারতের বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতি "দুশ্চিন্তাজনক", জানালেন হু-র বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন

পারিশ্রমিকের ক্ষেত্রেও নেই বাধ্যবাধকতা ৷ সামর্থ অনুযায়ী দেবাশিসকে পারিশ্রমিক দিচ্ছে সবাই । যাঁদের কিছুই দেবার সামর্থ নেই তাঁদেরও ফেরাচ্ছেন না দেবাশিস । মনের মধ্যে এখন একটাই সুর, ‘মানুষ মানুষের জন্য’ । তাই মনের ডাকে সাড়া দিয়ে মানুষের সেবায় নেমেছেন সোনারপুরের দেবাশিস ।

সোনারপুর, 11 মে : চারিদিকে সবাই যখন কোভিড আক্রান্তকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, তখন কোভিড আক্রান্তদের নিয়ে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন সোনারপুরের দেবা । তাঁর ভালো নাম দেবাশিস সরকার । সোনারপুরের ঘাসিয়ারার বাসিন্দা দেবাশিস পেশায় টোটো চালক । দেবা নামেই এলাকায় পরিচিত সে ৷

তাঁর টোটো জুড়ে রয়েছে কোভিড সংক্রান্ত সচেতনতার বিভিন্ন পোস্টার । দেবাশিসের এখন একটাই কাজ কোভিড আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা । 24 ঘণ্টা সোনারপুরে এই পরিষেবা দিয়ে যাচ্ছেন দেবাশিস । ‘মানুষ মানুষের জন্য’- এই আপ্তবাক্যকে স্মরণ করেই চলছে তাঁর এই পরিষেবা ।

দেবাশিসের টোটোয় রয়েছে এইসব ডাক্তারি জিনিসপত্র
দেবাশিসের টোটোয় রয়েছে এইসব ডাক্তারি জিনিসপত্র

এই পরিষেবার বিস্তৃতি ঘটাতে নিজেই সকলকে দিয়েছেন মোবাইল নম্বর । দিনে 24 ঘণ্টা খোলা থাকছে মোবাইল । ফোন এলেই টোটো নিয়ে বেরিয়ে পড়ছেন দেবা । টোটোতে রেখেছেন অক্সিমিটার, থার্মোমিটার ও স্যানিটাইজার । ফোন এলে কোভিড রোগীর কাছে পৌঁছে যাচ্ছেন তিনি এবং নিজের টোটোয় চাপিয়ে পৌঁছে দিচ্ছেন স্থানীয় হাসপাতালে ।

আরও পড়ুন : ভারতের বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতি "দুশ্চিন্তাজনক", জানালেন হু-র বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন

পারিশ্রমিকের ক্ষেত্রেও নেই বাধ্যবাধকতা ৷ সামর্থ অনুযায়ী দেবাশিসকে পারিশ্রমিক দিচ্ছে সবাই । যাঁদের কিছুই দেবার সামর্থ নেই তাঁদেরও ফেরাচ্ছেন না দেবাশিস । মনের মধ্যে এখন একটাই সুর, ‘মানুষ মানুষের জন্য’ । তাই মনের ডাকে সাড়া দিয়ে মানুষের সেবায় নেমেছেন সোনারপুরের দেবাশিস ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.