সোনারপুর, 6 অগস্ট : টানা বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতা সংলগ্ন সোনারপুর । বৃষ্টি থামলেও নামছে না জল ৷ তাই এর প্রতিবাদে পথে অবরোধ করলেন সোনারপুরের মিশনপল্লীর বাসিন্দারা ৷
মিশনপল্লি অঞ্চলটি নিচু ৷ তাই প্রত্যেক বর্ষায় জল জমে এখানে ৷ কিন্তু বৃষ্টি কমলেও জল নামে না সহজে ৷ পাম্প করে সেই জমা জল বের করার ব্যবস্থা করতে হয় ৷ এ নিয়ে স্থানীয়রা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারে বারে আবেদন জানিয়েছেন, চিঠি দিয়েছেন ৷ তাও কেউ গুরুত্ব দেয়নি ৷ সমস্যার সমাধান হয়নি ৷
আরও পড়ুন : WB Flood: রাজ্যে বন্যায় মৃত 23, জলের তলায় 4 লক্ষ হেক্টর কৃষিজমি
স্থানীয় এক তরুণী অভিযোগ করলেন এই জমা জলে কী পরে মেয়েরা চাকরি করতে যাবে ৷ বিক্ষোভরত আরেক বাসিন্দা জানালেন, এই জল জমা স্বাভাবিক, কিন্তু পাম্প করে তা বের করতে হয় ৷ তা হয়নি বলেই বাধ্য হয়ে এলাকাবাসী পথ অবরোধ করছে ৷ তাদের অভিযোগ বারবার পুরসভাকে জানিয়ে কোনও সুরাহা হয়নি । প্রতি বছর জল জমে । অতিরিক্ত ভাড়া দিয়ে ভ্যান বুক করে যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের । জলের কারণে কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্সও যেতে চায় না ৷ তাই প্রতিবাদের এই রাস্তা বেছেছেন এলাকাবাসী ৷
বিক্ষোভে দীর্ঘক্ষণ যান চলাচল আটকে ছিল ৷ সবাই মিলে একসঙ্গে "পাম্প চালাও জল সরাও" স্লোগান দিয়ে বিক্ষোভে সামিল হন ৷ কারও হাতে "আতঙ্কের বর্ষা" লেখা প্ল্যাকার্ড, কারও হাতে ধরা "আমরা ডুবছি" ৷