ভাঙড়, 19 এপ্রিল: বছর দুয়েক ধরে বিবি ও সন্তানকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন । কিন্তু তাতে সায় ছিল না শাশুড়ির । এই নিয়ে নিত্যদিন অশান্তি লেগেই থাকতে । অভিযোগ, সেই রাগেই রাতের অন্ধকারে শাশুড়ির গলায় হাঁসুয়া দিয়ে কোপ বসায় জামাই । RG কর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় আমিনা বিবি নামে ওই মহিলার । লকডাউনের মধ্যে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের কাশীপুরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।
স্থানীয় সূত্রে খবর, কাশীপুরের জামাই পাড়ার বাসিন্দা মোদো মোল্লা ও আমিনা বিবির দুই মেয়ে । বড় মেয়ের নিকাহ হয়েছে নিউটাউনের বালিগুড়িতে । আর ছোটো মেয়ে রিনামণির নিকাহ দিয়েছিলেন পাড়ার ছেলে আতিয়ার মোল্লার সঙ্গে । বিয়ের বছরখানেকের মধ্যে রিনা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাঁকে বাপের বাড়িতে পাঠানো হয় । কিন্তু তারপর দুবছর ধরে নানা বাহানায় মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাননি আমিনা বিবি । এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝামেলা লেগে থাকত । শনিবার বিদ্যুতের তার টানা নিয়ে নতুন করে ঝামেলা হয় আতিয়ার ও আমিনার মধ্যে । তারপর শনিবার রাত পৌনে দশটা নাগাদ আমিনা যখন বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন তখনই আতিয়ার হাঁসুয়া দিয়ে শাশুড়ির গলায় দুটি কোপ মারে । তাতেই সংজ্ঞাহীন হয়ে বাড়ির সামনে লুটিয়ে পড়েন ওই মহিলা। প্রথমে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে অবস্থার অবনতি হলে RG কর হাসপাতালের নিয়ে যাওয়ার পথে আমিনা বিবির মৃত্যু হয় ।
শনিবার রাত থেকেই মৃতের বাড়ির সামনে পুলিশ পিকেট বসেছে । অভিযুক্ত আতিয়ারকে এখনও ধরতে পারেনি পুলিশ । তার সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ ।