ETV Bharat / state

সম্পত্তির জন্য মা-কে মারধর, গ্রেপ্তার যুবক - south 24 pargana

সম্পত্তির জন্য মা-কে মারধর করত ছেলে ৷ গতরাতে মা সন্ধ্যা মণ্ডলের অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর থানার পুলিশ গ্রেপ্তার করে কার্তিক মণ্ডল নামে ওই যুবককে ৷ সেইসঙ্গে ঘরে ফিরিয়ে দেয় ওই বৃদ্ধাকে ৷

গ্রেপ্তার যুবক
author img

By

Published : Jul 26, 2019, 2:05 PM IST

বিষ্ণুপুর, 26 জুলাই : সম্পত্তির জন্য মা-কে মারধর করত ছেলে ও বউমা ৷ শুধু তাই নয়, বাড়ি থেকে বেরও করে দেয় ৷ দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার সুলতানগঞ্জের ঘটনা ৷ বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে গতরাতে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর থানার পুলিশ ৷ পাশাপাশি বৃদ্ধাকে তাঁর ঘরেও পৌঁছে দেয় ৷

বৃদ্ধার নাম সন্ধ্যা মণ্ডল ৷ অভিযোগ, সম্পত্তির জন্য ছেলে কার্তিক মণ্ডল ও বউমা স্বপ্না মণ্ডল মারধর করত ৷ বাড়ি থেকে বের করে দিয়েছিল ৷ যার জন্য তিনি মেয়ে সরস্বতী প্রামাণিকের বাড়ি দু'মাস ছিলেন ৷ মেয়ের সঙ্গে থানায় গিয়ে গতকাল তিনি বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগ পেয়ে গতরাতেই অভিযুক্ত কার্তিক মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ ৷

যদিও অভিযুক্ত বউমা স্বপ্না মণ্ডল তাঁর ও তাঁর স্বামীর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ।

বিষ্ণুপুর, 26 জুলাই : সম্পত্তির জন্য মা-কে মারধর করত ছেলে ও বউমা ৷ শুধু তাই নয়, বাড়ি থেকে বেরও করে দেয় ৷ দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার সুলতানগঞ্জের ঘটনা ৷ বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে গতরাতে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর থানার পুলিশ ৷ পাশাপাশি বৃদ্ধাকে তাঁর ঘরেও পৌঁছে দেয় ৷

বৃদ্ধার নাম সন্ধ্যা মণ্ডল ৷ অভিযোগ, সম্পত্তির জন্য ছেলে কার্তিক মণ্ডল ও বউমা স্বপ্না মণ্ডল মারধর করত ৷ বাড়ি থেকে বের করে দিয়েছিল ৷ যার জন্য তিনি মেয়ে সরস্বতী প্রামাণিকের বাড়ি দু'মাস ছিলেন ৷ মেয়ের সঙ্গে থানায় গিয়ে গতকাল তিনি বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগ পেয়ে গতরাতেই অভিযুক্ত কার্তিক মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ ৷

যদিও অভিযুক্ত বউমা স্বপ্না মণ্ডল তাঁর ও তাঁর স্বামীর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ।

Intro:সম্পত্তির লোভে মারধরের পর মাকে বাড়িছাড়া করে গ্রেফতার একমাত্র ছেলে, ঘরছাড়া মাকে বাড়ি ফেরাল পুলিশ Body:সম্পত্তির লোভে মারধরের পর মাকে বাড়িছাড়া করে গ্রেফতার একমাত্র ছেলে, ঘরছাড়া মাকে বাড়ি ফেরাল পুলিশ

বিষ্ণুপুর, ২৬ জুলাই
সম্পত্তি না লিখে দেওয়ায় একমাত্র ছেলের হাতেই আক্রান্ত হতে হল মাকে। শুধু মারধরেই খান্ত থাকেননি ছেলে। বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও উঠল একমাত্র ছেলে কার্তিক মন্ডলের বিরুদ্ধে। দক্ষিন ২৪ পরগণার পরগণার বিষ্ণুপুর থানার সুলতানগঞ্জে ঘটনাটি ঘটেছে। সত্তোউর্ধো বিতাড়িত ও প্রহিতা বৃদ্ধা সন্ধ্যা মন্ডল দুই মাস যাবত ফলতায় মেয়ে বাড়িতেই ঠাঁই হয়। মেয়ে সরস্বতী প্রামানিক গতকাল মাকে সাথে নিয়ে বিষ্ণুপুর থানার দারস্থ হয়। প্রহিতা সন্ধ্যাদেবী পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে লিখিত মারধরের অভিযোগ দায়েরের পর তৎপর হয় পুলিশ। গতরাতেই অভিযুক্ত যুবককে গ্রেফতারের পাশাপাশি ঘরছাড়া বৃদ্ধাকে বাড়ি পৌঁছে দিল বিষ্ণুপুর থানার পুলিশ।

সন্ধ্যাদেবী জানিয়েছেন, পুত্র ও পুত্রবধূ মারধর করে চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে।

মেয়ে সরস্বতী প্রামানিক মাকে মারধরের জন্য ভাই ও ভাতৃবধূর দিকেই আঙুল তুলেছেন।

যদিও অভিযুক্ত যুবক কার্তিক মন্ডলের স্ত্রী স্বপ্না মন্ডল তাঁর ও স্বামীর বিরুদ্ধে শাশুড়ীর তোলা অভিযোগ অস্বীকার করেছেন।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.