ETV Bharat / state

Soil for Amrit Batika: নেতাজীর বাড়ি থেকে মাটি গেল দিল্লির 'অমৃত মৃত্তিকা বাগানে'

'হর ঘর তিরঙ্গা'র পর চলতি বছর 'মেরি মাটি, মেরি দেশ' অভিযান শুরু করেছে কেন্দ্রীয় সরকার ৷ যেখানে দেশের প্রতিটি বিদ্যালয়ে পড়ুয়ারা যেমন মাটির সঙ্গে সেলফি তুলবে, তেমনই মাটি যাবে দিল্লিতেও ৷ রাজধানীর পাশাপাশি কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দেশের প্রতিটি পঞ্চায়েতেও হবে 'অমৃত বাগান' ৷

author img

By

Published : Aug 11, 2023, 9:56 PM IST

Etv Bharat
নেতাজীর বাড়ি থেকে মাটি গেল দিল্লি
নেতাজীর বাড়ি থেকে মাটি গেল দিল্লি

বারুইপুর, 11 অগস্ট: স্বাধীনতার অমৃতকাল উপলক্ষ্য়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের অভিযান 'আমার মাটি, আমার দেশ'। আর সেই উপলক্ষ্য়ে গত 9 থেকে 15 অগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তের মাটি সংগ্রহ অভিযান চলছে ৷ ভারতের প্রতিটি স্বাধীনতা সংগ্রামীর বাড়ি থেকেও যাচ্ছে মাটি ৷ আর সেই মাটি দিয়েই তৈরি হবে বাগান ৷ সেই অনুযায়ী সুভাষগ্রামে নেতাজী সুভাষচন্দ্র বোসের বাড়ি থেকে মাটি সংগ্রহ করল বিজেপি ৷

'হর ঘর তিরাঙ্গা'র পর চলতি বছর 'মেরি মাটি, মেরি দেশ' অভিযান শুরু করেছে কেন্দ্রীয় সরকার ৷ যেখানে দেশের প্রতিটি বিদ্যালয়ে পড়ুয়ারা যেমন মাটির সঙ্গে সেলফি তুলবে, তেমনই মাটি যাবে দিল্লিতেও ৷ রাজধানীর পাশাপাশি কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দেশের প্রতিটি পঞ্চায়েতেও হবে 'অমৃত বাগান' ৷ দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত সুভাষগ্রাম নেতাজী সুভাষচন্দ্র বসুর বাড়ি থেকে সেই মাটি সংগ্রহ করল বিজেপির কর্মীরা। বিজেপির রাজ্য নেতৃত্ব যাদবপুর জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন দেশের বিভিন্ন প্রান্তের মাটি নিয়ে একটি বাগান তৈরি করা ৷ দিল্লির একটি গুরুত্বপূর্ণ জায়গায় এই বাগান তৈরি করবে ৷

একই সঙ্গে, এই বাগানের নাম দেওয়া হয়েছে 'অমৃত বাটিকা'। দিল্লিতে একটি বাগান তৈরির জন্য সারাদেশ জুড়ে এই মাটির সংগ্রহ করবে বিজেপির কর্মীরা। অগস্ট মাসে শেষের দিকে সারা ভারতবর্ষ থেকে মাটি দিল্লিতে নিয়ে যাওয়া হবে বলেও জানা গিয়েছে। এই মাটি ভারতের স্বাধীনতা সংগ্রামীরা যেখানে থাকতেন সেখানকার এবং তাঁদের আত্মীয়দের বাড়ি থেকে সংগ্রহ করা হবে ৷

আরও পড়ুন: পঞ্চায়েত দখল তৃণমূলের কিন্তু প্রধান হলেন বিজেপির ! চমকে দেওয়ার মতো ঘটনা বাঁকুড়ায়

সেই সঙ্গে, বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার নবনিযুক্ত সভাপতি মনোরঞ্জন জোরদার জানান, ভারতের যেসব সৈনিক দেশের জন্য প্রাণ দিয়েছেন বা যেসব পুলিশ দেশের জন্য শহিদ হয়েছেন তাদের বাড়ি থেকে এই মাটি সংগ্রহ করবে বিজেপি কর্মীরা। জানা গিয়েছে, চলতি মাসের 28 অথবা 29 তারিখ নাগাদ দিল্লিতে নিয়ে যাওয়া হবে সেই মাটি।

নেতাজীর বাড়ি থেকে মাটি গেল দিল্লি

বারুইপুর, 11 অগস্ট: স্বাধীনতার অমৃতকাল উপলক্ষ্য়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের অভিযান 'আমার মাটি, আমার দেশ'। আর সেই উপলক্ষ্য়ে গত 9 থেকে 15 অগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তের মাটি সংগ্রহ অভিযান চলছে ৷ ভারতের প্রতিটি স্বাধীনতা সংগ্রামীর বাড়ি থেকেও যাচ্ছে মাটি ৷ আর সেই মাটি দিয়েই তৈরি হবে বাগান ৷ সেই অনুযায়ী সুভাষগ্রামে নেতাজী সুভাষচন্দ্র বোসের বাড়ি থেকে মাটি সংগ্রহ করল বিজেপি ৷

'হর ঘর তিরাঙ্গা'র পর চলতি বছর 'মেরি মাটি, মেরি দেশ' অভিযান শুরু করেছে কেন্দ্রীয় সরকার ৷ যেখানে দেশের প্রতিটি বিদ্যালয়ে পড়ুয়ারা যেমন মাটির সঙ্গে সেলফি তুলবে, তেমনই মাটি যাবে দিল্লিতেও ৷ রাজধানীর পাশাপাশি কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দেশের প্রতিটি পঞ্চায়েতেও হবে 'অমৃত বাগান' ৷ দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত সুভাষগ্রাম নেতাজী সুভাষচন্দ্র বসুর বাড়ি থেকে সেই মাটি সংগ্রহ করল বিজেপির কর্মীরা। বিজেপির রাজ্য নেতৃত্ব যাদবপুর জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন দেশের বিভিন্ন প্রান্তের মাটি নিয়ে একটি বাগান তৈরি করা ৷ দিল্লির একটি গুরুত্বপূর্ণ জায়গায় এই বাগান তৈরি করবে ৷

একই সঙ্গে, এই বাগানের নাম দেওয়া হয়েছে 'অমৃত বাটিকা'। দিল্লিতে একটি বাগান তৈরির জন্য সারাদেশ জুড়ে এই মাটির সংগ্রহ করবে বিজেপির কর্মীরা। অগস্ট মাসে শেষের দিকে সারা ভারতবর্ষ থেকে মাটি দিল্লিতে নিয়ে যাওয়া হবে বলেও জানা গিয়েছে। এই মাটি ভারতের স্বাধীনতা সংগ্রামীরা যেখানে থাকতেন সেখানকার এবং তাঁদের আত্মীয়দের বাড়ি থেকে সংগ্রহ করা হবে ৷

আরও পড়ুন: পঞ্চায়েত দখল তৃণমূলের কিন্তু প্রধান হলেন বিজেপির ! চমকে দেওয়ার মতো ঘটনা বাঁকুড়ায়

সেই সঙ্গে, বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার নবনিযুক্ত সভাপতি মনোরঞ্জন জোরদার জানান, ভারতের যেসব সৈনিক দেশের জন্য প্রাণ দিয়েছেন বা যেসব পুলিশ দেশের জন্য শহিদ হয়েছেন তাদের বাড়ি থেকে এই মাটি সংগ্রহ করবে বিজেপি কর্মীরা। জানা গিয়েছে, চলতি মাসের 28 অথবা 29 তারিখ নাগাদ দিল্লিতে নিয়ে যাওয়া হবে সেই মাটি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.