ETV Bharat / state

বারুইপুরের নর্থ কেবিন রোডের বাড়ি থেকে উদ্ধার কঙ্কাল - বারুইপুরের নর্থ কেবিন রোডের বাড়ি থেকে উদ্ধার কঙ্কাল

ওই বাড়ির পাশেই খেলাধুলা করছিল কয়েকজন নাবালক ৷ তখনই বল ওই বাড়ির ভিতরে ঢুকে যায় ৷ বল খুঁজতে গিয়ে ওই কঙ্কালটিকে দেখতে পায় তারা ৷

বারুইপুর
বারুইপুর
author img

By

Published : Sep 18, 2020, 9:45 PM IST

বারুইপুর, 18 সেপ্টেম্বর : বারুইপুরের নর্থ কেবিন রোডের একটি বাড়ি থেকে উদ্ধার কঙ্কাল। তবে ওই বাড়িতে দীর্ঘদিন ধরে কাউ থাকতেন না বলেই দাবি স্থানীয়দের। আজ সকালে ওই বাড়ির পাশেই খেলাধূলা করছিল কয়েকজন নাবালক ৷ তখনই বল ওই বাড়ির ভিতরে ঢুকে যায় ৷ বল খুঁজতে গিয়ে ওই কঙ্কালটিকে দেখতে পায় তারা ৷ তারপরই স্থানীয় কাউন্সিলর তপতি নস্করকে খবর দেওয়া হয় ৷ এরপরই বারুইপুর থানা পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে।

কঙ্কালটি আদতে কীসের তা জানার জন্য ইতিমধ্যেই ওই কঙ্কালটিকে গবেষণাকেন্দ্রে পাঠিয়েছে বারুইপুর থানার পুলিশ ৷ ঘটনার তদন্ত করতে ওই বাড়ির ভিতরে যায় পুলিশ ৷ তখনই বেশ কিছু বিষয় অস্বাভাবিক লাগে পুলিশে ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে বাস ছিল না কারোর ৷ কিন্ত আজ যখন ওই বাড়িতে পুলিশ ঘটনার তদন্ত করতে যায় তখন পুলিশ আধিকারিকেরা দেখেন, ঘরেরে সমস্ত জিনিসপত্র এলোমেলো ৷ ঘরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এদিক-ওদিক ৷ সি সি টিভি ক্যামেরা থাকলেও তা ভাঙা।

বাড়ির ভিতর থেকে উদ্ধার কঙ্কাল!

একাংশ পুলিশের অনুমান, চুরির উদ্দেশ্যে জিনিসপত্র ওলট পালট করা হয়েও থাকতে পারে ৷ তবে আদৌ কিছু চুরি হয়েছে কিনা তা তদন্ত সাপক্ষে ৷ সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

বারুইপুর, 18 সেপ্টেম্বর : বারুইপুরের নর্থ কেবিন রোডের একটি বাড়ি থেকে উদ্ধার কঙ্কাল। তবে ওই বাড়িতে দীর্ঘদিন ধরে কাউ থাকতেন না বলেই দাবি স্থানীয়দের। আজ সকালে ওই বাড়ির পাশেই খেলাধূলা করছিল কয়েকজন নাবালক ৷ তখনই বল ওই বাড়ির ভিতরে ঢুকে যায় ৷ বল খুঁজতে গিয়ে ওই কঙ্কালটিকে দেখতে পায় তারা ৷ তারপরই স্থানীয় কাউন্সিলর তপতি নস্করকে খবর দেওয়া হয় ৷ এরপরই বারুইপুর থানা পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে।

কঙ্কালটি আদতে কীসের তা জানার জন্য ইতিমধ্যেই ওই কঙ্কালটিকে গবেষণাকেন্দ্রে পাঠিয়েছে বারুইপুর থানার পুলিশ ৷ ঘটনার তদন্ত করতে ওই বাড়ির ভিতরে যায় পুলিশ ৷ তখনই বেশ কিছু বিষয় অস্বাভাবিক লাগে পুলিশে ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে বাস ছিল না কারোর ৷ কিন্ত আজ যখন ওই বাড়িতে পুলিশ ঘটনার তদন্ত করতে যায় তখন পুলিশ আধিকারিকেরা দেখেন, ঘরেরে সমস্ত জিনিসপত্র এলোমেলো ৷ ঘরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এদিক-ওদিক ৷ সি সি টিভি ক্যামেরা থাকলেও তা ভাঙা।

বাড়ির ভিতর থেকে উদ্ধার কঙ্কাল!

একাংশ পুলিশের অনুমান, চুরির উদ্দেশ্যে জিনিসপত্র ওলট পালট করা হয়েও থাকতে পারে ৷ তবে আদৌ কিছু চুরি হয়েছে কিনা তা তদন্ত সাপক্ষে ৷ সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.