জয়নগর, 20 জুন : খাস জমির দখল নিয়ে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার জয়নগরের মমরেজ গড় এলাকা ৷ দফায় দফায় চলল বোমাবাজি ৷ রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয় ৷ জ্বলল টায়ার ৷ ঘটনায় আহত 6 জন ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মমরেজ গড়ের ওই এলাকার একটি খাস জমিতে চাষাবাদ করেন স্থানীয় কিছু চাষি ৷ রবিবার সকালে কিছু লোক এসে হঠাৎই ওই চাষিদের উপর চড়াও হয় ৷ নষ্ট করে দেয় জমিতে চাষ করা পাট ৷ বাঁধা দিতে গেলে হামলাকারীরা বোমাবাজি শুরু করে ৷ স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়া হলেও দীর্ঘক্ষণ দেখা মেলেনি পুলিশের ৷ এরপর ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন ৷
পুলিশ সূত্রে খবর, রাস্তার ধারে খাস জমিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সকালে গন্ডগোল হয় ৷ খবর পেয়ে জয়নগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু সাঁতরা-সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় ৷ সেখান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ঘটনায় দু‘টি বোমা মারা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা ৷ সেইসঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি বোমা ৷
আরও পড়ুন : নেই রক্ষণাবেক্ষণ, বেহাল সেতুতে চলছে বিপদের পারাপার