ETV Bharat / state

শীতের মরশুমে চাহিদা তুঙ্গে, খেজুর রস সংগ্রহ করে গুড় তৈরিতে ব্যস্ত শিউলিরা

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 10:08 PM IST

শীত মানেই পিঠে-পুলির সমাহার ৷ আর তার জন্য লাগে গুড় ৷ সেই গুড় তৈরি হয় খেজুরের রস থেকে ৷ তাই মরশুমের শুরুতেই খেজুর রস সংগ্রহ করে গুড় তৈরিতে ব্যস্ত শিউলিরা ৷ তবে নকল গুড় থেকে সাবধান করেছেন তাঁরা ৷

date palm juice
খেজুর রস সংগ্রহে ব্যস্ত শিউলিরা
খেজুর রস সংগ্রহ করে গুড় তৈরিতে ব্যস্ত শিউলিরা

ডায়মন্ড হারবার, 30 নভেম্বর: উত্তরের হিমেল হাওয়া ও হালকা কুয়াশায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শীতের আমেজ । আর শীতের আগমনের সঙ্গে সঙ্গে কদর বেড়েছে খেজুর গাছের । কারণ এই মরশুমে গাছ থেকে সংগ্রহ করা হয় খেজুরের রস ৷ দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার, জয়নগর, কুলতলি, কাকদ্বীপ, সাগর-সহ বিভিন্ন প্রান্তে চলছে খেজুর গাছ কেটে রস সংগ্রহ করার কাজ ৷ এরপর সেই রস থেকে তৈরি হচ্ছে গুড় ।

শীতের আবহে গ্রাম বাংলার অতিপ্রিয় খাবার হরেকরকমের পিঠে ও পায়েস । ঘরে ঘরে খেজুর গুড় দিয়ে তৈরি হয় সেগুলি ৷ তাই লক্ষ্মীলাভের আশায় এখন থেকেই খেজুরের রস সংগ্রহ করে গুড় তৈরিতে ব্যস্ত এক শ্রেণির মানুষ । খেজুর গাছের রস ফুটিয়ে তৈরি হয় নলেন গুড় থেকে ঝোলা গুড় কিংবা পাটালিও । শীতের মরশুম শুরু হতেই বাড়ছে নলেন গুড়ের চাহিদা । তবে নলেন গুড় হাতে পেতে সময় আছে বলে দাবি অপরশ্রেণির শিউলিদের ৷ তার আগেই বাজার ছেঁয়েছে নকল নলেন গুড়ে ৷ কিন্তু এই গুড়ে চিনি মেশানো থাকায় তা বেশিদিন স্থায়ী হয় না বলে জানাচ্ছেন শিউলিরা ৷

ডায়মন্ড হারবারের শিউলি শাহজাহান শেখ বলেন, "আমি 43 বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছি ৷ সাধারণত শীতের মরশুম শুরু হতেই নলেন গুড়ের চাহিদা বৃদ্ধি পেয়েছে ৷ কিন্তু এখন বাজারে নলেন হিসাবে যে গুড় বিক্রি হচ্ছে সেই গুড় আসল নয় ৷ সেই গুড় নকল । কিছু পরিমাণ গুড় ও চিনির মিশন করে অসাধু ব্যবসায়ীরা নলেন গুড় হিসাবে বাজারে বিক্রি করছে । আসল নলেন গুড় পেতে হলে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে । এখন মূলত খেজুর গাছগুলিকে চাচাছোলা করা হচ্ছে ৷ এরপর গাছ থেকে রস সংগ্রহ করা হবে । সেই রসকে ফুটিয়ে তৈরি করা হবে নলেন গুড় ।"

জয়নগরের প্রসিদ্ধ মোয়া তৈরিতে এই গুড় ব্যবহার করা হয় । এছাড়াও নানারকম সুস্বাদু মিষ্টান্ন তৈরি করতে এই গুড় কাজে লাগে । বাজারে চাহিদা রয়েছে তবে এখন যোগান নেই । আর অল্প কিছুদিনের মধ্যে পাওয়া যাবে নলেন গুড় । গ্রামের ঘরে ঘরে খেজুর রস আর গুড় দিয়ে নতুন পিঠা-পুলি ও পায়েস তৈরির ধুম পড়বে । আসন্ন পৌষ পার্বণ-পুস্না বা পিঠেপুলির উত্‍সবে এই খেজুর গুড় ও রস নতুন মাত্রা আনবে । চলছে তারই শেষ বেলার প্রস্তুতি ।

আরও পড়ুন:

  1. শীতের দেখা নেই, খেজুরের রসে ভাঁটা পড়ায় সমস্যায় শিউলিরা
  2. শীত না পড়ায় খেজুর রসে টান, তৈরি হচ্ছে না গুড়
  3. কনকচূড়ের খই দিয়েই তৈরি হবে 'জয়নগরের মোয়া', ধানকাটার কাজ শেষ পর্যায়ে

খেজুর রস সংগ্রহ করে গুড় তৈরিতে ব্যস্ত শিউলিরা

ডায়মন্ড হারবার, 30 নভেম্বর: উত্তরের হিমেল হাওয়া ও হালকা কুয়াশায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শীতের আমেজ । আর শীতের আগমনের সঙ্গে সঙ্গে কদর বেড়েছে খেজুর গাছের । কারণ এই মরশুমে গাছ থেকে সংগ্রহ করা হয় খেজুরের রস ৷ দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার, জয়নগর, কুলতলি, কাকদ্বীপ, সাগর-সহ বিভিন্ন প্রান্তে চলছে খেজুর গাছ কেটে রস সংগ্রহ করার কাজ ৷ এরপর সেই রস থেকে তৈরি হচ্ছে গুড় ।

শীতের আবহে গ্রাম বাংলার অতিপ্রিয় খাবার হরেকরকমের পিঠে ও পায়েস । ঘরে ঘরে খেজুর গুড় দিয়ে তৈরি হয় সেগুলি ৷ তাই লক্ষ্মীলাভের আশায় এখন থেকেই খেজুরের রস সংগ্রহ করে গুড় তৈরিতে ব্যস্ত এক শ্রেণির মানুষ । খেজুর গাছের রস ফুটিয়ে তৈরি হয় নলেন গুড় থেকে ঝোলা গুড় কিংবা পাটালিও । শীতের মরশুম শুরু হতেই বাড়ছে নলেন গুড়ের চাহিদা । তবে নলেন গুড় হাতে পেতে সময় আছে বলে দাবি অপরশ্রেণির শিউলিদের ৷ তার আগেই বাজার ছেঁয়েছে নকল নলেন গুড়ে ৷ কিন্তু এই গুড়ে চিনি মেশানো থাকায় তা বেশিদিন স্থায়ী হয় না বলে জানাচ্ছেন শিউলিরা ৷

ডায়মন্ড হারবারের শিউলি শাহজাহান শেখ বলেন, "আমি 43 বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছি ৷ সাধারণত শীতের মরশুম শুরু হতেই নলেন গুড়ের চাহিদা বৃদ্ধি পেয়েছে ৷ কিন্তু এখন বাজারে নলেন হিসাবে যে গুড় বিক্রি হচ্ছে সেই গুড় আসল নয় ৷ সেই গুড় নকল । কিছু পরিমাণ গুড় ও চিনির মিশন করে অসাধু ব্যবসায়ীরা নলেন গুড় হিসাবে বাজারে বিক্রি করছে । আসল নলেন গুড় পেতে হলে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে । এখন মূলত খেজুর গাছগুলিকে চাচাছোলা করা হচ্ছে ৷ এরপর গাছ থেকে রস সংগ্রহ করা হবে । সেই রসকে ফুটিয়ে তৈরি করা হবে নলেন গুড় ।"

জয়নগরের প্রসিদ্ধ মোয়া তৈরিতে এই গুড় ব্যবহার করা হয় । এছাড়াও নানারকম সুস্বাদু মিষ্টান্ন তৈরি করতে এই গুড় কাজে লাগে । বাজারে চাহিদা রয়েছে তবে এখন যোগান নেই । আর অল্প কিছুদিনের মধ্যে পাওয়া যাবে নলেন গুড় । গ্রামের ঘরে ঘরে খেজুর রস আর গুড় দিয়ে নতুন পিঠা-পুলি ও পায়েস তৈরির ধুম পড়বে । আসন্ন পৌষ পার্বণ-পুস্না বা পিঠেপুলির উত্‍সবে এই খেজুর গুড় ও রস নতুন মাত্রা আনবে । চলছে তারই শেষ বেলার প্রস্তুতি ।

আরও পড়ুন:

  1. শীতের দেখা নেই, খেজুরের রসে ভাঁটা পড়ায় সমস্যায় শিউলিরা
  2. শীত না পড়ায় খেজুর রসে টান, তৈরি হচ্ছে না গুড়
  3. কনকচূড়ের খই দিয়েই তৈরি হবে 'জয়নগরের মোয়া', ধানকাটার কাজ শেষ পর্যায়ে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.