কাকদ্বীপ, 27 নভেম্বর: কাকদ্বীপের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত 10 ছাত্রী (Kakdwip Short Circuit) । তাদের সকলেরেই কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে। এরা সকলেই দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ গভর্নমেন্ট স্পনসর্ড আশ্রম টাইপ হাইস্কুল ফর গার্লসের ছাত্রী (Kakdwip Govt.sponsored Ashram High School For Girls) । জানা গিয়েছে স্কুল বিল্ডিংয়ে বৈদ্যুতিক ত্রুটির কারণে সম্পূর্ণ বিল্ডিংটিতে বিদ্যুৎ প্রবাহ শুরু হয় । সেই সময় জখম হয় এই 10 জন ।
ছাত্রীদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে । ঘটনাস্থলে এসে পৌঁছেছেন বিদ্যুৎ বিভাগের আধিকারিকেরা । কীভাবে গোটা বিল্ডিংটিতে বিদ্যুৎ প্রবাহ হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে । ঘটনাস্থলে পৌঁছেয় কাকদ্বীপ থানার পুলিশ । কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে সকল ছাত্রী সুস্থ রয়েছে ।
আরও পড়ুন: হরিয়ানায় খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু কিশোরের !
কর্তৃপক্ষ জানায়, এখানে মোট 197 ছাত্রী পড়াশোনা করে । শনিবার ওই বিল্ডিংয়ে একটি পাম্প মেশিন চালানোর সময় ঘটে বিপত্তি । বিদ্যুৎস্পৃষ্ট হয় 10 ছাত্রী । তড়িঘড়ি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় । এরপরে আহত ছাত্রীদের উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷ বর্তমানে সকলেই সুস্থ ।