ETV Bharat / state

1 বছর পর পোলেরহাটে বোর্ড গঠন, জারি 144 ধারা

author img

By

Published : Aug 14, 2019, 10:41 AM IST

Updated : Aug 14, 2019, 11:12 AM IST

অবশেষে বোর্ড গঠন হতে চলেছে ভাঙড়ের পোলের হাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে ৷ এলাকায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷

ভাঙড়

ভাঙড়, 14 অগাস্ট : দীর্ঘদিন ধরে ঝুলে ছিল ভাঙড়ের পোলেরহাট 2 নম্বর পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া ৷ অবশেষে আজ কড়া পুলিশি নিরাপত্তায় সকাল 11 টা থেকে সেই প্রক্রিয়া শুরু হবে ৷ অশান্তি এড়াতে এলাকায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ জারি করা হয়েছে 144 ধারা ৷ বসানো হয়েছে CCTV ক্যামেরা ৷

পোলেরহাট 2 নম্বর পঞ্চায়েতে মোট আসন সংখ্যা 16 টি ৷ এর মধ্যে 2018 সালের পঞ্চায়েত ভোটে 11 টি আসন জেতে তৃণমূল কংগ্রেস ৷ 5টি আসনে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির নির্দল প্রার্থীরা জয়লাভ করেন ৷ পাওয়ার গ্রিড আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত পোলেরহাটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দাবিতে জমি কমিটির সদস্যরা প্রশাসনের অধীনে পঞ্চায়েত চালানোর জন্য জেলাশাসকের কাছে আবেদন করেছিল । অশান্তি এড়াতে মেনে নেওয়া হয় সেই আবেদন ৷ স্থায়ী বোর্ড গঠন না করেই এক বছর ধরে চলছিল পঞ্চায়েত ৷ চলতি বছর 19 মে শেষ হয়েছে প্রশাসনের সেই মেয়াদ ৷ এরপর সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, 25 জুন বোর্ড গঠন হবে । এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় জমি কমিটি ৷ সেই মামলা গড়ায় ডিভিশন বেঞ্চে ৷ এরপর 6 অগাস্ট ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, 14 তারিখের মধ্যে স্থায়ী বোর্ড গঠন করতে হবে ৷ হাইকোর্টের নির্দেশের পর বোর্ড গঠনে তৎপর হয় প্রশাসন ৷ দেওয়া হয় নোটিশ ৷

অশান্তির আশঙ্কায় আজ সকাল থেকেই পোলেরহাট অঞ্চল শুনশান ৷ বন্ধ রয়েছে দোকানপাট ৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ টহল দিচ্ছে পুলিশ ৷ ইতিমধ্যএ এলাকায় পৌঁছেছেন ADG (দক্ষিণবঙ্গ) সঞ্জয় সিং ও DIG (প্রেসিডেন্সি রেঞ্জ) রাজেশ কুমার যাদব ৷

ভাঙড়, 14 অগাস্ট : দীর্ঘদিন ধরে ঝুলে ছিল ভাঙড়ের পোলেরহাট 2 নম্বর পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া ৷ অবশেষে আজ কড়া পুলিশি নিরাপত্তায় সকাল 11 টা থেকে সেই প্রক্রিয়া শুরু হবে ৷ অশান্তি এড়াতে এলাকায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ জারি করা হয়েছে 144 ধারা ৷ বসানো হয়েছে CCTV ক্যামেরা ৷

পোলেরহাট 2 নম্বর পঞ্চায়েতে মোট আসন সংখ্যা 16 টি ৷ এর মধ্যে 2018 সালের পঞ্চায়েত ভোটে 11 টি আসন জেতে তৃণমূল কংগ্রেস ৷ 5টি আসনে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির নির্দল প্রার্থীরা জয়লাভ করেন ৷ পাওয়ার গ্রিড আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত পোলেরহাটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দাবিতে জমি কমিটির সদস্যরা প্রশাসনের অধীনে পঞ্চায়েত চালানোর জন্য জেলাশাসকের কাছে আবেদন করেছিল । অশান্তি এড়াতে মেনে নেওয়া হয় সেই আবেদন ৷ স্থায়ী বোর্ড গঠন না করেই এক বছর ধরে চলছিল পঞ্চায়েত ৷ চলতি বছর 19 মে শেষ হয়েছে প্রশাসনের সেই মেয়াদ ৷ এরপর সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, 25 জুন বোর্ড গঠন হবে । এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় জমি কমিটি ৷ সেই মামলা গড়ায় ডিভিশন বেঞ্চে ৷ এরপর 6 অগাস্ট ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, 14 তারিখের মধ্যে স্থায়ী বোর্ড গঠন করতে হবে ৷ হাইকোর্টের নির্দেশের পর বোর্ড গঠনে তৎপর হয় প্রশাসন ৷ দেওয়া হয় নোটিশ ৷

অশান্তির আশঙ্কায় আজ সকাল থেকেই পোলেরহাট অঞ্চল শুনশান ৷ বন্ধ রয়েছে দোকানপাট ৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ টহল দিচ্ছে পুলিশ ৷ ইতিমধ্যএ এলাকায় পৌঁছেছেন ADG (দক্ষিণবঙ্গ) সঞ্জয় সিং ও DIG (প্রেসিডেন্সি রেঞ্জ) রাজেশ কুমার যাদব ৷

Intro:২০১৮ সালের মে মাসে পঞ্চায়েত ভোট হলে ও এখনো পর্যন্ত বোর্ড গঠন হয়নি। ফলে নিয়ম অনুযায়ী পঞ্চায়েতে বোর্ড গঠন না হওয়ায় ভাঙড় 2 ব্লকে ও স্থায়ী বোর্ড গঠন হয়নি। সভাপতি ও সহসভাপতি গঠন হয়ে থমকে আছে। পঞ্চায়েত ভোটের পর সারা রাজ্যে তৃণমূল কংগ্রেস বেশির ভাগ জায়গাতে একরকম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করলে ব্যতিক্রম হয়েছিলো ভাঙড়ের পোলেরহাট২ পঞ্চায়েত। যেখানে মোট ১৬টি আসনের মধ্যে ১১টি আসন ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলামের সৌজন্যে তৃণমূলের পকেটে এসেছিলো। বাকি পাওয়ার গ্রীড আন্দোলনকে ইসু করে ৫টি আসন জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির নির্দল প্রার্থীরা জয়লাভ করেছিল। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জমি কমিটির সদস্যরা প্রশাসন বসিয়ে পঞ্চায়েত চালানোর জন্য জেলা শাসকের কাছে দরবার করেছিল। জেলা প্রশাসন অশান্তির কথা মাথায় রেখে স্থায়ী বোর্ড গঠন না করে প্রাসাশন দিয়ে পঞ্চায়েত চালানোর সিন্ধান্ত নিয়েছিলো। তারপর রাজ্য রাজনীতিতে রাজনৈতিক সমীকরনের অনেক পরিবর্তন এসছে। জমি কমিটির খাস তালুক পোলেরহাট ২ পঞ্চায়েত এলাকায় ২০১৯ লোকসভায় তৃণমূল কংগ্রেস প্রায় ২৫০০ ভোটে জয়লাভ করেছে। এর মাঝখানেই গত ১৯শে মে শেষ হয়েছে প্রাসাশন দিয়ে পঞ্চায়েত চালানোর মেয়াদ। এর পরেই সরকার থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয় আগামী ২৫ শে জুন বোর্ড গঠন হবে। পাওয়ার গ্রীড বিরোধী আন্দোলনকারি এর পরেই হাইকোর্টের দারস্ত হয়। সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশান বেঞ্চ মামলা গড়ানোর পর অবশেষে গত ৬ই আগস্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে ১৪ই আগস্ট স্থায়ী বোর্ড গঠনের নির্দেশ দেন। সেই নির্দেশ অনুসারে ভাঙড় ২ নং ব্লক আধিকারিকরা তৎপর হয়। নোটিশ দেওয়া হয় বোর্ড গঠনের। নির্বিঘ্নে বোর্ড গঠনের জন্য কাশিপুর থানার সহযোগিতায় এলাকায় বসানো হয় সিসিটিভি ক্যামেরা। আঁটোসাঁটো এই নিরাপত্তা বলায়ের মধ্য শান্তিপূর্ণ ভাবে কি মিটবে সবকিছু সেদিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি।Body:আজ জেলা পুলিশের পক্ষ থেকে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির নেতৃত্ব দের এবং ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম, অহিদুল ইসলাম ও হাকীমুল ইসলাম কে কাশিপুর থানায় আলোচনার জন্য ডাকা হয়। আগামীকাল সুষ্ঠুভাবে যাতে বোর্ড গঠন হয় সেই চেষ্টা করতেই উভয়পক্ষকে কাশিপুর থানা তে বসিয়ে দীর্ঘক্ষন আলোচনা চলে। সূত্রের খবর সেই আলোচনাতে জমি কমিটির পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলন করতে গিয়ে মোট চারজন খুন হয়েছে। সেই খুনের ঘটনায় আরাবুল ইসলাম সহ তার পুত্র হাকীমুল ইসলাম ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব দের নাম উঠে এসেছে। ফলে হাকীমুল ইসলাম কে বাদ দিয়ে বোর্ড গঠন করলে জমি কমিটির পক্ষ থেকে তা মেনে নেয়া হবে। কিন্তু হাকীমুল ইসলাম যদি পঞ্চায়েতের কোন পদে থাকে তাহলে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে।Conclusion:জমি কমিটির এই দাবির পর তৃণমূল সূত্রে খবর এখানে ব্যক্তি বড় নয় দল বড়। দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই সিদ্ধান্ত হবে।
Last Updated : Aug 14, 2019, 11:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.