ETV Bharat / state

হরেকরকম হেয়ারস্টাইল, মনিটারিং চলছে জোরকদমে !

হাতিশালা সরোজিনী মাদ্রাসা স্কুলে হরেকরকম হেয়ারস্টাইল বন্ধ করতে মনিটারিং শিক্ষক-শিক্ষিকাদের ।

হেয়ারস্টাইল
author img

By

Published : Aug 28, 2019, 7:53 PM IST

Updated : Aug 28, 2019, 7:59 PM IST

ভাঙড়, 28 অগাস্ট : হরেকরকম হেয়ারস্টাইল ! কারও চুল লাল । কারোর আবার বাদামী । কেউ করেছে গোলাপি রং । ছাঁটও বিভিন্ন রকমের । কেউ কেটেছে রোনাল্ডোর মত । কেউ বা আবার চুলের ছাঁট দিয়েছে শাহরুখ খানের মত । বাদ পড়েনি আমির খান কিংবা হার্দিক পান্ডিয়া । বড়দের ছাঁট দেখে উৎসাহিত হচ্ছে ছোটোরাও । চুলে বিভিন্নরকম ছাঁট দিয়ে স্কুল আসতে চাইছে তারাও । আর এর জেরেই বিড়ম্বনায় পড়ছেন শিক্ষকরা । তাঁদের বক্তব্য, ফ্যাশন স্টেটমেন্ট বাড়ার ফলে পড়াশোনায় মন থাকছে না ছেলে-মেয়েদের । ভাঙড় 2 নম্বর ব্লকের হাতিশালা সরোজিনী মাদ্রাসার ঘটনা ।

হাতিশালা সরোজিনী মাদ্রাসার প্রধান শিক্ষক ইরফান আলি বিশ্বাস সম্প্রতি ম্যানেজিং কমিটির সভায় স্কুলের ছেলে-মেয়েদের বাহারি চুল নিয়ে সরব হন । তাঁকে সমর্থন করেন অন্য শিক্ষক-শিক্ষিকারাও । এরপরই ছেলে-মেয়েদের বাহারি চুল কাটা নিয়ে মনিটারিং করা শুরু করেন তাঁরা ।

ভিডিয়োয় শুনুন প্রধান শিক্ষকের বক্তব্য

ইরফান বলেন, "চুলের সমস্যা শুধুমাত্র আমার বিদ্যালয়েই নয়, আশপাশের অনেক বিদ্যালয়েই চলছে । আমরা ছাত্র-ছাত্রী ও শিক্ষকের মধ্যে সম্পর্ক তৈরিতেই বিশ্বাস করি । তাই আমাদের স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ছাত্রদের মনিটারিং করছেন । এই মনিটারিং-এ সাড়া দিয়েছে অনেকেই । তবে ব্যতিক্রম যে নেই তা নয় । আমরা আশাবাদী দু-তিন জন ব্যতিক্রমী ছাত্র যারা আছে তারাও একদিন আমাদের কথা শুনবে । এই প্রবণতা ক্লাস নাইন থেকে টুয়েলভের ছাত্রদের মধ্যেই দেখা যাচ্ছে ।"

এর আগে হাটগাছা স্কুলের প্রধান শিক্ষক ছাত্রদের চুল কাটা নিয়ে এলাকার স্যালোঁতে নোটিশ জারি করেছিলেন । সেই ঘটনার পর আজ হাতিশালা সরোজিনী মাদ্রাসা স্কুলের ঘটনা সামনে আসে ।

ভাঙড়, 28 অগাস্ট : হরেকরকম হেয়ারস্টাইল ! কারও চুল লাল । কারোর আবার বাদামী । কেউ করেছে গোলাপি রং । ছাঁটও বিভিন্ন রকমের । কেউ কেটেছে রোনাল্ডোর মত । কেউ বা আবার চুলের ছাঁট দিয়েছে শাহরুখ খানের মত । বাদ পড়েনি আমির খান কিংবা হার্দিক পান্ডিয়া । বড়দের ছাঁট দেখে উৎসাহিত হচ্ছে ছোটোরাও । চুলে বিভিন্নরকম ছাঁট দিয়ে স্কুল আসতে চাইছে তারাও । আর এর জেরেই বিড়ম্বনায় পড়ছেন শিক্ষকরা । তাঁদের বক্তব্য, ফ্যাশন স্টেটমেন্ট বাড়ার ফলে পড়াশোনায় মন থাকছে না ছেলে-মেয়েদের । ভাঙড় 2 নম্বর ব্লকের হাতিশালা সরোজিনী মাদ্রাসার ঘটনা ।

হাতিশালা সরোজিনী মাদ্রাসার প্রধান শিক্ষক ইরফান আলি বিশ্বাস সম্প্রতি ম্যানেজিং কমিটির সভায় স্কুলের ছেলে-মেয়েদের বাহারি চুল নিয়ে সরব হন । তাঁকে সমর্থন করেন অন্য শিক্ষক-শিক্ষিকারাও । এরপরই ছেলে-মেয়েদের বাহারি চুল কাটা নিয়ে মনিটারিং করা শুরু করেন তাঁরা ।

ভিডিয়োয় শুনুন প্রধান শিক্ষকের বক্তব্য

ইরফান বলেন, "চুলের সমস্যা শুধুমাত্র আমার বিদ্যালয়েই নয়, আশপাশের অনেক বিদ্যালয়েই চলছে । আমরা ছাত্র-ছাত্রী ও শিক্ষকের মধ্যে সম্পর্ক তৈরিতেই বিশ্বাস করি । তাই আমাদের স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ছাত্রদের মনিটারিং করছেন । এই মনিটারিং-এ সাড়া দিয়েছে অনেকেই । তবে ব্যতিক্রম যে নেই তা নয় । আমরা আশাবাদী দু-তিন জন ব্যতিক্রমী ছাত্র যারা আছে তারাও একদিন আমাদের কথা শুনবে । এই প্রবণতা ক্লাস নাইন থেকে টুয়েলভের ছাত্রদের মধ্যেই দেখা যাচ্ছে ।"

এর আগে হাটগাছা স্কুলের প্রধান শিক্ষক ছাত্রদের চুল কাটা নিয়ে এলাকার স্যালোঁতে নোটিশ জারি করেছিলেন । সেই ঘটনার পর আজ হাতিশালা সরোজিনী মাদ্রাসা স্কুলের ঘটনা সামনে আসে ।

Intro:কারও লাল চুল, কারও বাদামী আবার কেউ গোলাপী রঙ করেছে চুলে। ছাঁটও বিভিন্ন রকম। কেউ চুল কেটেছে রোনাল্ডোর মত, আবার কেউ ছেঁটেছে এমবাপের মত।বাদ যায়নি শাহরুখ খান, আমির খান কিংবা হার্দিক পান্ডিয়াও। বড়দের এই ছাঁট দেখে উৎসাহিত হচ্ছে ছোটরাও। তারাও রকমারি ছাঁট দিয়ে স্কুলে আসতে চাইছে। যার জেরে বিড়ম্বনায় পড়ছেন শিক্ষকরা। কারণ ছেলে মেয়েদের ফ্যাশন স্টেটমেন্ট এত বাড়ছে যার ফলে পড়াশুনায় মন থাকছে না তাঁদের।

ভাঙড় ২ ব্লকের হাতিশালা সরোজিনী মাদ্রাসার চুল চর্চা নিয়েই এখন দিনভর চর্চা ভাঙড়ে। মাদ্রসার প্রধান শিক্ষক ইরফান আলি বিশ্বাস সম্প্রতি ম্যানেজিং কমিটির সভায় ছেলে মেয়েদের বাহারি চুল নিয়ে সরব হন। তাঁকে সমর্থন করেন অন্যরাও। এর পর প্রধান শিক্ষক নিজে বিভিন্ন ক্লাসে গিয়ে ছেলেমেয়েদের চুল , পোষাক, আই কার্ড পরীক্ষা করছেন। বেচাল দেখলেই ক্লাস থেকে বার করে দিচ্ছেন।ভাঙড়ের এই মাদ্রসায় কমপক্ষে তিন হাজার পড়ুয়া আছে, শিক্ষকদের সংখ্যা চল্লিশ এর বেশি। প্রধান শিক্ষক বলেন, ‘এই মাদ্রসার একটা সুনাম আছে। ছেলে মেয়েরা সেসবের তোয়াক্কা না করে নিজেদের মর্জি মত চলছে।দিন দিন পোষাক ,চুলের ফ্যাশন বাড়ছে। তাই অভিভাকদের সঙ্গে কথা বলে সব শিক্ষকদের সহযোগিতায় আমরা প্রতিদিন ছেলে মেয়েদের মনিটারিং করছি।Body:বেশ কিছু দিন ধরে শিক্ষরা মনিটরিং করছে। একাধিক ছাত্রদের রকমারি চুল কাটার অপরাধে স্কুল থেকে বার ও করে দিয়েছে। এর আগে হাটগাছা স্কুলের প্রধান শিক্ষক ছাত্রদের চুল কাটা নিয়ে এলাকার সেলুনে নোটিস জারি করেছিল। সেই ঘটনার পর এই মাদ্রাসার ঘটনা সামনে আসে।Conclusion:Intro ও body তে কপি দিলাম।
Last Updated : Aug 28, 2019, 7:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.