ETV Bharat / state

Baruipur Tea Story: বিরিয়ানি-লিচু-কাজু-কিশমিশ, 25 ভিন্ন স্বাদের চা বিক্রি করে শোরগোল ফেলেছেন সঞ্জয় দত্ত

বারুইপুরের একাদশ শ্রেণির ছাত্র সঞ্জয় দত্ত তাঁর বাবার দোকানে তৈরি করছেন 25টি ভিন্ন স্বাদের চা (Sanjay Dutt Makes 25 Different Flavors of Tea in Baruipur) ৷ আর সেই চায়ের স্বাদ নিতে বারুইপুর ও কলকাতার বিভিন্ন জায়গা থেকে লোকজন ভিড় করছেন সঞ্জয়দের দোকানে ৷

25 Different Flavors of Tea in Baruipur  ETV BHARAT
25 রকম স্বাদের চা শোরগোল ফেলেছে বারুইপুরে
author img

By

Published : Dec 20, 2022, 5:32 PM IST

25 ভিন্ন স্বাদের চা বিক্রি করে শোরগোল ফেলেছেন সঞ্জয় দত্ত

বারুইপুর, 20 ডিসেম্বর: আপনাকে কেউ যদি হঠাৎ করে এসে প্রশ্ন করেন, আপনি কত রকমের চা খেয়েছেন ? আপনার উত্তর হবে পাঁচ থেকে ছয় রকমের ৷ অথবা চায়ের আবার রকম হয় নাকি ! কিন্তু, বারুইপুরের মাদারহাটের সঞ্জয় দত্তর দোকানে 25 রকম স্বাদের চা পাওয়া যায় (Sanjay Dutt Makes 25 Different Flavors of Tea in Baruipur) ৷ ইতিমধ্যেই বারুইপুরে শোরগোল ফেলে দিয়েছে সঞ্জয় দত্তর তৈরি সেই চা ৷ দিনরাত দোকানে ভিড় উপচে পড়ছে ৷ দিনে দিনে তা বাড়ছে ক্রমশ ৷

বারুইপুরের মাদারহাট পপুলার অ্যাকাডেমির একাদশ শ্রেণির ছাত্র সঞ্জয় ৷ বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়, সংসারের হাল ধরতে বাবার চায়ের দোকানে বসতে শুরু করেন ৷ তারই মাঝে চলে পড়াশোনা ৷ এখন দিনরাত সঞ্জয় দত্তের দোকানে মানুষের ভিড় উপচে পড়ছে ৷ কারণ, তাঁর দোকানে তৈরি হয় 25 রকম স্বাদের চা ৷ সঞ্জয় দত্ত নিজেই সেই রকমারি চা তৈরি করেন ৷ তালিকায় রয়েছে লঙ্কার চা, লিচু চা, বিভিন্ন স্বাদের মশলা চা, কাজুবাদামের চা, কিশমিশের চা, আনারসের চা ৷ এমনকি সঞ্জয়ের দোকানের বিরিয়ানি স্বাদের চা ও স্ট্রবেরি চা এখন জনপ্রিয়তার শীর্ষে ৷

এলাকার মানুষজন এখন সঞ্জয়ের দোকান বলতে এক ডাকে চেনে ৷ সকাল থেকে রাত পর্যন্ত রকমারি চায়ের খোঁজে ভিড় করেন লোকজন ৷ বহু লোক বারুইপুরের আশেপাশের অঞ্চল থেকেও আসেন ভিন্ন স্বাদের চায়ের স্বাদ নিতে ৷

সঞ্জয় দত্ত বলেন, "পরিবারের হাল ধরতে দোকানে বসা ৷ দোকানে বসার পাশাপাশি পড়াশোনাটাও আমি এগিয়ে নিয়ে যাচ্ছি ৷ অভিনব এই চায়ের ভাবনা আমার আগে থেকেই ছিল ৷ গ্রাহকদের যাতে বিভিন্ন রকমের স্বাদের চা খাওয়াতে পারি সেই চেষ্টা আমি অনেক অল্প বয়স থেকেই করে আসছি ৷ মানুষজন আমার দোকানের চা থেকে সকাল থেকেই ভিড় করেন ৷"

আরও পড়ুন: মাত্র 30 টাকায় রসগোল্লা-কালাকাঁদ চা, এবার নয়া সম্ভারে হাজির নিশীথের 'চা পে চর্চা'

সঞ্জয়ের দোকানের এক গ্রাহক বলেন, "বিভিন্ন ধরনের চায়ের স্বাদ নিতে আমরা প্রত্যেকদিন সন্ধেয় সঞ্জয়ের দোকানে আসর জমাই ৷ বন্ধুবান্ধব থেকে শুরু করে সকলেই এখন সঞ্জয়ের চা এক ডাকে চেনে ৷ শীতের মরশুমে কমলালেবুর চাও এখন জমিয়ে বিকোচ্ছে ৷ বন্ধুবান্ধব নিয়ে সময় কাটাতে এখন সঞ্জয়ের চায়ের জুড়ি মেলা ভার ৷" ইতিমধ্যেই গোটা বারুইপুরের শোরগোল ফেলে দিয়েছে সঞ্জয় দত্তের 25 রকমের চা ৷

25 ভিন্ন স্বাদের চা বিক্রি করে শোরগোল ফেলেছেন সঞ্জয় দত্ত

বারুইপুর, 20 ডিসেম্বর: আপনাকে কেউ যদি হঠাৎ করে এসে প্রশ্ন করেন, আপনি কত রকমের চা খেয়েছেন ? আপনার উত্তর হবে পাঁচ থেকে ছয় রকমের ৷ অথবা চায়ের আবার রকম হয় নাকি ! কিন্তু, বারুইপুরের মাদারহাটের সঞ্জয় দত্তর দোকানে 25 রকম স্বাদের চা পাওয়া যায় (Sanjay Dutt Makes 25 Different Flavors of Tea in Baruipur) ৷ ইতিমধ্যেই বারুইপুরে শোরগোল ফেলে দিয়েছে সঞ্জয় দত্তর তৈরি সেই চা ৷ দিনরাত দোকানে ভিড় উপচে পড়ছে ৷ দিনে দিনে তা বাড়ছে ক্রমশ ৷

বারুইপুরের মাদারহাট পপুলার অ্যাকাডেমির একাদশ শ্রেণির ছাত্র সঞ্জয় ৷ বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়, সংসারের হাল ধরতে বাবার চায়ের দোকানে বসতে শুরু করেন ৷ তারই মাঝে চলে পড়াশোনা ৷ এখন দিনরাত সঞ্জয় দত্তের দোকানে মানুষের ভিড় উপচে পড়ছে ৷ কারণ, তাঁর দোকানে তৈরি হয় 25 রকম স্বাদের চা ৷ সঞ্জয় দত্ত নিজেই সেই রকমারি চা তৈরি করেন ৷ তালিকায় রয়েছে লঙ্কার চা, লিচু চা, বিভিন্ন স্বাদের মশলা চা, কাজুবাদামের চা, কিশমিশের চা, আনারসের চা ৷ এমনকি সঞ্জয়ের দোকানের বিরিয়ানি স্বাদের চা ও স্ট্রবেরি চা এখন জনপ্রিয়তার শীর্ষে ৷

এলাকার মানুষজন এখন সঞ্জয়ের দোকান বলতে এক ডাকে চেনে ৷ সকাল থেকে রাত পর্যন্ত রকমারি চায়ের খোঁজে ভিড় করেন লোকজন ৷ বহু লোক বারুইপুরের আশেপাশের অঞ্চল থেকেও আসেন ভিন্ন স্বাদের চায়ের স্বাদ নিতে ৷

সঞ্জয় দত্ত বলেন, "পরিবারের হাল ধরতে দোকানে বসা ৷ দোকানে বসার পাশাপাশি পড়াশোনাটাও আমি এগিয়ে নিয়ে যাচ্ছি ৷ অভিনব এই চায়ের ভাবনা আমার আগে থেকেই ছিল ৷ গ্রাহকদের যাতে বিভিন্ন রকমের স্বাদের চা খাওয়াতে পারি সেই চেষ্টা আমি অনেক অল্প বয়স থেকেই করে আসছি ৷ মানুষজন আমার দোকানের চা থেকে সকাল থেকেই ভিড় করেন ৷"

আরও পড়ুন: মাত্র 30 টাকায় রসগোল্লা-কালাকাঁদ চা, এবার নয়া সম্ভারে হাজির নিশীথের 'চা পে চর্চা'

সঞ্জয়ের দোকানের এক গ্রাহক বলেন, "বিভিন্ন ধরনের চায়ের স্বাদ নিতে আমরা প্রত্যেকদিন সন্ধেয় সঞ্জয়ের দোকানে আসর জমাই ৷ বন্ধুবান্ধব থেকে শুরু করে সকলেই এখন সঞ্জয়ের চা এক ডাকে চেনে ৷ শীতের মরশুমে কমলালেবুর চাও এখন জমিয়ে বিকোচ্ছে ৷ বন্ধুবান্ধব নিয়ে সময় কাটাতে এখন সঞ্জয়ের চায়ের জুড়ি মেলা ভার ৷" ইতিমধ্যেই গোটা বারুইপুরের শোরগোল ফেলে দিয়েছে সঞ্জয় দত্তের 25 রকমের চা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.