ডায়মন্ড হারবার, 29 অগস্ট: সময় বদলাচ্ছে ৷ আধুনিক মনস্ক হচ্ছি আমরা সকলেই ৷ তাও কখনও কখনও গতের বাইরে গিয়ে কিছু করতে গেলেই সমস্যার সম্মুখীন হতে হয় ৷ যেমনটা হতে হয়েছিল দক্ষিণ 24 পরগনার সহেলী হালদারকে (Saheli Halder) ৷ তবে আন্তর্জাতিক ষষ্ঠ ক্যারাটে প্রতিযোগিতায় ব্রোঞ্জ ও ফাইটে সিলভার পদক জিতে যেন সবকিছুর জবাব দিয়েছে ডায়মন্ড হারবারের মেয়ে (Saheli Halder wins bronze at 6th International Karate competition tournament) ৷
স্থানীয় কলেজের প্রথম বর্ষের ছাত্রী সহেলী । ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বড় হয়ে মার্শাল আর্টে জগৎজোড়া নাম করবে সে। দারিদ্র্যতার সংসারে একরাশ স্বপ্ন নিয়ে পথচলা শুরু ৷ বাবা বুদ্ধদেব হালদার দোকানের কর্মচারী। পরিবারে নুন আনতে পান্তা ফুরোনোর জোগাড় ৷ সেখানে মার্শাল আর্ট শেখার মতো টাকার জোগান দেওয়া এককথায় দুঃসাধ্য ৷ কিন্তু সহেলী তার স্বপ্নপূরণের জন্য পড়াশোনার পাশাপাশি আঁকা শেখানো ও টিউশনি করেছে ৷ পাশাপাশি স্বপ্নপূরণে সাহায্য করেছে তাঁর জ্যেঠুও ৷ একাদশ শ্রেণি থেকে সে শুরু করে ক্যারাটে প্রশিক্ষণ ৷
আরও পড়ুন: উনিশেই থামল প্যারা সাঁতারু অমর্ত্যর লড়াই, শেষবেলাতেও পেলেন না সাহায্য
কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেই অনুশীলন করে ৷ চলতি বছর আন্তর্জাতিক ষষ্ঠ ক্যারাটে প্রশিক্ষণ প্রতিযোগিতায় ক্যারাটেতে ব্রোঞ্জ ও ফাইটে সিলভার পদক জয় করেছে সে ৷ তার এই সাফল্য এখন শুধুমাত্র ডায়মন্ড হারবার বাসীর নয়, গোটা ভারতবর্ষের কাছেই গর্বের বিষয়। উল্লেখ্য, আন্তর্জাতিক এই ক্যারাটে প্রতিযোগিতায় চিন, ভুটান, বাংলাদেশ-সহ একাধিক দেশ অংশগ্রহণ করেছিল আর সেখানেই ডায়মন্ড হারবারের মেয়ে সহেলীর এই অভূতপূর্ব সাফল্যে খুশি পরিবারের লোকজনও ৷