ETV Bharat / state

ভাঙড়ে আক্রান্ত RSP প্রার্থী, অভিযুক্ত তৃণমূল - leftfront

ভোটপ্রচারের সময় ফের আক্রান্ত হলেন RSP প্রার্থী সুভাষ নস্কর । পুলিশের সামনেই RSP প্রার্থীকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ । এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ।

RSP প্রার্থী সুভাষ নস্কর
author img

By

Published : May 5, 2019, 8:40 PM IST

Updated : May 5, 2019, 9:25 PM IST

ভাঙড়, 5 মে: ভোটপ্রচারের সময় ফের আক্রান্ত হলেন RSP প্রার্থী সুভাষ নস্কর । অভিযোগ, পুলিশের সামনেই RSP প্রার্থীকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । ভাঙড়ের তারদহ এলাকার ঘটনা । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় ।

জয়নগর লোকসভা কেন্দ্রের ভাঙড়ের তারদহ এলাকায় দলীয় কর্মীদের নিয়ে আজ প্রচারে আসেন RSP প্রার্থী সুভাষ নস্কর । অভিযোগ, প্রচার শেষের মুখে তাঁদের উপর লাঠি, বাঁশ নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনার পর কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ সুভাষ নস্কর ও কর্মীদের উদ্ধার করে এলাকা ছেড়ে চলে যাওয়ার কথা বলে । অভিযোগ, তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরি-সহ তৃণমূলের কর্মী-সমর্থকরা হামলা চালায় ।

RSP প্রার্থী সুভাষ নস্কর বলেন, রাকেশ রায়চৌধুরি প্রচারের সময় তাঁদের রাস্তা আটকে বলে এই রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের । এখানে ভোটের প্রচার করা যাবে না । প্রতিবাদ করলে স্থানীয় বামফ্রন্ট নেতা আজিজুর মোল্লাকে গলা ধাক্কা দেওয়া হয় ।

দেখুন ভিডিয়ো

কমিশনের নিয়ম অনুযায়ী, অনুমতি নিয়ে প্রচার বা মিছিল জনসভা করলে প্রশাসনের পক্ষ থেকে ভিডিয়ো ক্যামেরার ব্যবস্থা থাকে। কিন্তু এই ঘটনার সময় প্রশাসনের কোনও ভিডিয়ো ক্যামেরা ছিল না বলেও অভিযোগ তোলেন সুভাষবাবু ।

এর আগে গোসাবার পাঠানখালিতে আক্রান্ত হয়েছিলেন তিনি । আবারও নির্বাচনী প্রচারে গিয়ে আক্রান্ত হলেন জয়নগর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী সুভাষ নস্কর। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ।

ভাঙড়, 5 মে: ভোটপ্রচারের সময় ফের আক্রান্ত হলেন RSP প্রার্থী সুভাষ নস্কর । অভিযোগ, পুলিশের সামনেই RSP প্রার্থীকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । ভাঙড়ের তারদহ এলাকার ঘটনা । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় ।

জয়নগর লোকসভা কেন্দ্রের ভাঙড়ের তারদহ এলাকায় দলীয় কর্মীদের নিয়ে আজ প্রচারে আসেন RSP প্রার্থী সুভাষ নস্কর । অভিযোগ, প্রচার শেষের মুখে তাঁদের উপর লাঠি, বাঁশ নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনার পর কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ সুভাষ নস্কর ও কর্মীদের উদ্ধার করে এলাকা ছেড়ে চলে যাওয়ার কথা বলে । অভিযোগ, তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরি-সহ তৃণমূলের কর্মী-সমর্থকরা হামলা চালায় ।

RSP প্রার্থী সুভাষ নস্কর বলেন, রাকেশ রায়চৌধুরি প্রচারের সময় তাঁদের রাস্তা আটকে বলে এই রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের । এখানে ভোটের প্রচার করা যাবে না । প্রতিবাদ করলে স্থানীয় বামফ্রন্ট নেতা আজিজুর মোল্লাকে গলা ধাক্কা দেওয়া হয় ।

দেখুন ভিডিয়ো

কমিশনের নিয়ম অনুযায়ী, অনুমতি নিয়ে প্রচার বা মিছিল জনসভা করলে প্রশাসনের পক্ষ থেকে ভিডিয়ো ক্যামেরার ব্যবস্থা থাকে। কিন্তু এই ঘটনার সময় প্রশাসনের কোনও ভিডিয়ো ক্যামেরা ছিল না বলেও অভিযোগ তোলেন সুভাষবাবু ।

এর আগে গোসাবার পাঠানখালিতে আক্রান্ত হয়েছিলেন তিনি । আবারও নির্বাচনী প্রচারে গিয়ে আক্রান্ত হলেন জয়নগর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী সুভাষ নস্কর। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ।

Intro:ভোটের প্রচারে গিয়ে ফের আক্রান্ত জয়নগর লোকসভা কেন্দ্রের আর এস পি প্রার্থী সুভাষ নস্কর। রবিবার এই কেন্দ্রের অন্তর্গত ভাঙরের তারদহ এলাকায় দলীয় কর্মীদের নিয়ে প্রচারে যান সুভাষ নস্কর। অভিযোগ প্রচারে কাজ শেষ হওয়ার মুখেই তাদের উপর লাঠি, বাঁশ নিয়ে হামলা চালায় স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। Body:পুলিশের সামনেই মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ সুভাষ নস্কর দের উদ্ধার করে এলাকা ছেড়ে চলে যেতে বলেন। কার্যত বাধ্য হয়েই সেখান থেকে চলে আসেন এই বাম প্রার্থী সহ দলীয় কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। রাকেশ রায় চৌধুরী সহ তৃণমূলের কর্মী সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ। ভোট প্রচারের অনুমতি নিয়ে প্রচারে বাধা পাওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।Conclusion:তৃণমূল নেতাকর্মীদের বাধার মুখে পড়ে প্রতিবাদ করলে আজিজুর মোল্লা নামে এক বয়স্ক বামফ্রন্ট কর্মীকে গলা ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। এর পাশাপাশি সুভাষ বাবু জানান রাকেশ রায় চৌধুরী তাদের পথ আটকে বলে এই রাস্তা মমতা বন্দোপাধ্যায়ের। এখান দিয়ে ভোট প্রচার করা যাবে না। এরই পাশাপাশি এই এলাকায় একটা কথা না বলার জন্য নিদান দেন। পরে কার্যত প্রচার না করে আতঙ্কে এলাকা ছাড়ে বামফ্রন্ট কর্মী-সমর্থকরা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী অনুমতি নিয়ে মিটিং মিছিল করলে প্রশাসনের পক্ষ থেকে ভিডিও ক্যামেরার ব্যবস্থা থাকে। কিন্তু যখন এই ঘটনা ঘটছিল প্রশাসনের কোনো ভিডিও ক্যামেরা ছিল না বলেও প্রশ্ন তোলেন সুভাষ বাবু। গোসাবার পাঠানখালী পর আবার নির্বাচনী প্রচারে গিয়ে আক্রান্ত হলেন জয়নগর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী সুভাষ নস্কর।
Last Updated : May 5, 2019, 9:25 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.