ভাঙড়, 16 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 - এর প্রতিবাদে সোমবারও দক্ষিণ 24 পরগনায় ট্রেন অবরোধ হল ৷ একাধিক জায়গায় রাস্তা অবরোধও হয় ৷ আজ সকাল থেকেই শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লাইনে ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা ৷
আজ সকালে শিয়ালদা-নামখানা লাইনে ধবধবি স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেলে অবরোধ শুরু করে বিক্ষোভকারীরা । জেলার একাধিক জায়গায় রাস্তা অবরোধও করে তারা । গতকালের পর আজও ভাঙড়ের কাশীপুরে রাস্তা অবরোধ করা হয় । কাশীপুরের পোলেরহাট বাজারে দীর্ঘক্ষণ অবরোধ চলে ৷
মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে অবরোধ ও ভাঙচুর চালালে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । তবে আজ পুলিশকে তেমন কোনও ব্যবস্থা নিতে দেখা গেল না । দীর্ঘক্ষণ অবরোধ চললেও পুলিশ ঘটনাস্থানে যায়নি বলে সাধারণ মানুষের অভিযোগ । উল্লেখ্য, গতকাল পোলেরহাটের বাজারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছিল । আজ দুপুরেও সেখানে অবরোধ করা হয় ।