ETV Bharat / state

নাগরিকত্ব আইনের প্রতিবাদে ফের ট্রেন ও বাস অবরোধ দক্ষিণ 24 পরগনায় - train oborodh

আজ সকালে শিয়ালদা-নামখানা লাইনে ধবধবি স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেলে অবরোধ শুরু করে বিক্ষোভকারীরা । জেলার একাধিক জায়গায় রাস্তা অবরোধও করে তারা । গতকালের পর আজও ভাঙড়ের কাশীপুরে রাস্তা অবরোধ করা হয় । কাশীপুরের পোলেরহাট বাজারে দীর্ঘক্ষণ অবরোধ চলে ৷

roads-are-still-blocked-in-south-24-paragans-due-to-caa-and-nrc-agitation
ট্রেন ও বাস অবরোধ অব্যাহত দক্ষিণ 24 পরগণায়
author img

By

Published : Dec 16, 2019, 5:53 PM IST

ভাঙড়, 16 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 - এর প্রতিবাদে সোমবারও দক্ষিণ 24 পরগনায় ট্রেন অবরোধ হল ৷ একাধিক জায়গায় রাস্তা অবরোধও হয় ৷ আজ সকাল থেকেই শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লাইনে ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা ৷

আজ সকালে শিয়ালদা-নামখানা লাইনে ধবধবি স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেলে অবরোধ শুরু করে বিক্ষোভকারীরা । জেলার একাধিক জায়গায় রাস্তা অবরোধও করে তারা । গতকালের পর আজও ভাঙড়ের কাশীপুরে রাস্তা অবরোধ করা হয় । কাশীপুরের পোলেরহাট বাজারে দীর্ঘক্ষণ অবরোধ চলে ৷

মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে অবরোধ ও ভাঙচুর চালালে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । তবে আজ পুলিশকে তেমন কোনও ব্যবস্থা নিতে দেখা গেল না । দীর্ঘক্ষণ অবরোধ চললেও পুলিশ ঘটনাস্থানে যায়নি বলে সাধারণ মানুষের অভিযোগ । উল্লেখ্য, গতকাল পোলেরহাটের বাজারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছিল । আজ দুপুরেও সেখানে অবরোধ করা হয় ।

ভাঙড়, 16 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 - এর প্রতিবাদে সোমবারও দক্ষিণ 24 পরগনায় ট্রেন অবরোধ হল ৷ একাধিক জায়গায় রাস্তা অবরোধও হয় ৷ আজ সকাল থেকেই শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লাইনে ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা ৷

আজ সকালে শিয়ালদা-নামখানা লাইনে ধবধবি স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেলে অবরোধ শুরু করে বিক্ষোভকারীরা । জেলার একাধিক জায়গায় রাস্তা অবরোধও করে তারা । গতকালের পর আজও ভাঙড়ের কাশীপুরে রাস্তা অবরোধ করা হয় । কাশীপুরের পোলেরহাট বাজারে দীর্ঘক্ষণ অবরোধ চলে ৷

মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে অবরোধ ও ভাঙচুর চালালে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । তবে আজ পুলিশকে তেমন কোনও ব্যবস্থা নিতে দেখা গেল না । দীর্ঘক্ষণ অবরোধ চললেও পুলিশ ঘটনাস্থানে যায়নি বলে সাধারণ মানুষের অভিযোগ । উল্লেখ্য, গতকাল পোলেরহাটের বাজারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছিল । আজ দুপুরেও সেখানে অবরোধ করা হয় ।

Intro:সোমবার সকাল থেকে ও দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে চলছে অবরোধ। সকালের দিকে শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লাইনে ট্রেন বন্ধ করে অবরোধ চলায় বিক্ষোভকারীরা। ফলে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। শিয়ালদা নামখানা লাইনের ধবধবি স্টেশনে ওভার হেডের তারে কলার পাতা ফেলে অবরোধ শুরু করে বিক্ষোভকারীরা। এরই পাশাপাশি দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে। গত কালকের পর আজও দক্ষিণ 24 পরগনা ভাঙড়ের কাশিপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা। কাশীপুরের পোলেরহাট বাজারে দীর্ঘক্ষন রাস্তা অবরোধ চালায়।

রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তা অবরোধ বিক্ষোভ নিয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার কথা যতই পুলিশকে বলুক না কেন এখানে পুলিশের ভূমিকা দেখা গেল উল্টো। দীর্ঘক্ষন অবরোধ চললেও পুলিশ যায়নি বলে দাবি। তবে পুলিশ সূত্রে খবর দূরে থেকেই অবরোধ তোলার চেষ্টা চালাচ্ছিল পুলিশ। গত কালকে পোলেরহাটের এই বাজারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছিল আন্দোলনকারীরা। আজও সেখানেই দুপুরে অবরোধ চালায়।

শিয়ালদা দক্ষিণ শাখার ধপধপি স্টেশনে পুলিশ গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয়। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় শিয়ালদা ট্রেন চলাচল। রেললাইনের পাশাপাশি জেলার সমস্ত জায়গাতেই অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয় পুলিশ। আজ সকাল থেকে বারুইপুর ও ক্যানিং মহকুমার বিস্তীর্ন এলাকায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।Body:Intro তে কপি দিলাম Conclusion:একটু দেখে নেবেন।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.