ETV Bharat / state

বিয়েবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত 1

বিয়েবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার ৷ পাশাপাশি আহত হন আরও চারজন ৷ আহতদের উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে পাঠানো হয়েছে ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
author img

By

Published : Apr 25, 2021, 11:18 AM IST

উস্থি (দক্ষিণ 24 পরগনা), 25 এপ্রিল : বিয়েবাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার ৷ মৃতার নাম রেবা হালদার(48) ৷ জখম হলেন আরও চারজন ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার দস্তুপুর এলাকায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিয়ে যান ডায়মন্ড হারবার হাসপাতালে ৷ সেখানেই চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে উস্থি থানার পুলিশ ৷

স্থানীয় সূত্রে খবর, বিয়েবাড়ির উদ্দেশে শেরপুর আমরাতলায় যাচ্ছিল বরযাত্রীদের একটি ম্যাজিক গাড়ি ৷ যাওয়ার পথে দুস্তপুরের পাওয়ার হাউজের সামনে ঘটে বিপত্তি ৷ উল্টোদিক থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গাড়িটিতে ৷ মুখোমুখি সংঘর্ষের জেরে দুটি গাড়ির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ৷ কিন্ত ঘাতক গাড়িটির কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা ৷ অন্যদিকে ম্যাজিক গাড়িটির চালকসহ অন্যরা গুরুতর আহত হন ৷ পরে স্থানীয়দের তৎপরতায় আহতদের ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

আহত ব্যক্তির বক্তব্য

পুলিশ সূত্রে খবর, স্থানীয়রা পুলিশে খবর দেয় ৷ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ মৃতার স্বামী সন্ন্যাসী হালদার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁদের বাড়ি গড়িয়া থানা এলাকায় ৷ ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন : হাঁসখালিতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, মৃত 1

উস্থি (দক্ষিণ 24 পরগনা), 25 এপ্রিল : বিয়েবাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার ৷ মৃতার নাম রেবা হালদার(48) ৷ জখম হলেন আরও চারজন ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার দস্তুপুর এলাকায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিয়ে যান ডায়মন্ড হারবার হাসপাতালে ৷ সেখানেই চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে উস্থি থানার পুলিশ ৷

স্থানীয় সূত্রে খবর, বিয়েবাড়ির উদ্দেশে শেরপুর আমরাতলায় যাচ্ছিল বরযাত্রীদের একটি ম্যাজিক গাড়ি ৷ যাওয়ার পথে দুস্তপুরের পাওয়ার হাউজের সামনে ঘটে বিপত্তি ৷ উল্টোদিক থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গাড়িটিতে ৷ মুখোমুখি সংঘর্ষের জেরে দুটি গাড়ির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ৷ কিন্ত ঘাতক গাড়িটির কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা ৷ অন্যদিকে ম্যাজিক গাড়িটির চালকসহ অন্যরা গুরুতর আহত হন ৷ পরে স্থানীয়দের তৎপরতায় আহতদের ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

আহত ব্যক্তির বক্তব্য

পুলিশ সূত্রে খবর, স্থানীয়রা পুলিশে খবর দেয় ৷ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ মৃতার স্বামী সন্ন্যাসী হালদার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁদের বাড়ি গড়িয়া থানা এলাকায় ৷ ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন : হাঁসখালিতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, মৃত 1

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.