ETV Bharat / state

Diamond Harbour Road Accident : ডায়মন্ডহারবারে পথ দুর্ঘটনা, মৃত 1 - ডায়মন্ড হারবারে পথ দুর্ঘটনার খবর

নিয়ন্ত্রণ হারিয়ে অটোয় ধাক্কা মারুতির ৷ ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবারের 117 নম্বর জাতীয় সড়কের দোস্তিপুরের কাছে । ঘটনাস্থলে 1 জনের মৃত্যু হয়েছে ৷ গুরুতর জখম 7 ৷

road accident in diamond harbour
ডায়মন্ড হারবারে পথ দুর্ঘটনা
author img

By

Published : Nov 24, 2021, 1:34 PM IST

ডায়মন্ডহারবার, 24 নভেম্বর : ডায়মন্ডহারবারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল 1 ব্যক্তির ৷ আহত কমপক্ষে 7 জন । দুর্ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের 117 নম্বর জাতীয় সড়কের দোস্তিপুরের কাছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে ফলতা থানার দোস্তিপুরের কাছে 117 নম্বর জাতীয় সড়কে একটি অটো যাত্রী নিয়ে দোস্তিপুরের দিকে যাওয়ার সময় কলকাতার দিক থেকে এক সাদা রঙের মারুতি ভ্যান ডায়মন্ডহারবারে দিকে আসছিল । সেই সময় মারুতি ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোতে গিয়ে ধাক্কা মারলে দুমড়ে-মুচড়ে জাতীয় সড়কের পাশে উল্টে যায় অটোটি । ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোয় থাকা পরেশ বেরা (50) নামে এক ব্যক্তির ৷ আহত হন বাকি 7 জন যাত্রীকে গুরুতর জখম অবস্থায় দুমড়ে মুচড়ে যাওয়া অটোর ভেতর থেকে উদ্ধার করে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা ৷ এদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা ৷

দুর্ঘটনার পর মারুতি ভ্যান নিয়ে পালানোর চেষ্টা করলে চালক-সহ মারুতি ভ্যানকে আটক করে ডায়মন্ডহারবার থানার পুলিশ ।

আরও পড়ুন : Local train-Tractor Collision : ডায়মন্ড হারবার রেললাইনে ট্রাক্টরকে সজোরে ধাক্কা ট্রেনের

ডায়মন্ডহারবার, 24 নভেম্বর : ডায়মন্ডহারবারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল 1 ব্যক্তির ৷ আহত কমপক্ষে 7 জন । দুর্ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের 117 নম্বর জাতীয় সড়কের দোস্তিপুরের কাছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে ফলতা থানার দোস্তিপুরের কাছে 117 নম্বর জাতীয় সড়কে একটি অটো যাত্রী নিয়ে দোস্তিপুরের দিকে যাওয়ার সময় কলকাতার দিক থেকে এক সাদা রঙের মারুতি ভ্যান ডায়মন্ডহারবারে দিকে আসছিল । সেই সময় মারুতি ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোতে গিয়ে ধাক্কা মারলে দুমড়ে-মুচড়ে জাতীয় সড়কের পাশে উল্টে যায় অটোটি । ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোয় থাকা পরেশ বেরা (50) নামে এক ব্যক্তির ৷ আহত হন বাকি 7 জন যাত্রীকে গুরুতর জখম অবস্থায় দুমড়ে মুচড়ে যাওয়া অটোর ভেতর থেকে উদ্ধার করে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা ৷ এদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা ৷

দুর্ঘটনার পর মারুতি ভ্যান নিয়ে পালানোর চেষ্টা করলে চালক-সহ মারুতি ভ্যানকে আটক করে ডায়মন্ডহারবার থানার পুলিশ ।

আরও পড়ুন : Local train-Tractor Collision : ডায়মন্ড হারবার রেললাইনে ট্রাক্টরকে সজোরে ধাক্কা ট্রেনের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.