ETV Bharat / state

বিষ্ণুপুরে পথ দুর্ঘটনা - দক্ষিন 24 পরগনায় পথ দুর্ঘটনা,হতাহতের খবর নেই

পথ দুর্ঘটনা ঘটল দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর থানা এলাকায় ৷ 10 চাকার একটি বালি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারের একটি চায়ের দোকানে ৷ গুরুতর আহত হন লরির চালক ৷ হতাহতের কোনও খবর নেই ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 11, 2021, 12:38 PM IST

বিষ্ণুপুর,11 জানুয়ারি : ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা প্রায় শূন্য থাকায় পথ দুর্ঘটনা ৷ আজ ভোর পৌনে পাঁচটা নাগাদ ডায়মন্ড হারবারগামী একটি 10 চাকার বালি বোঝাই লরি ধাক্কা মারে রাস্তার ধারে একটি চায়ের দোকানে ৷ গুরুতর আহত হন লরির চালক ও খালাসি ৷ অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বাঁচেন দোকানে থাকা 7 জন মাটি কাটার শ্রমিক ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার কাছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ ভোর পৌনে পাঁচটা নাগাদ কলকাতা থেকে ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিল একটি দশ চাকার বালি বোঝাই লরি ৷ হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে চায়ের দোকানে ধাক্কা মারে লরিটি ৷ ধাক্কা মেরে ডানদিকে পালটি খায় লরিটি ৷ সেই সময় চায়ের দোকানে ছিলেন সাতজন মাটি কাটার শ্রমিক ৷ বিপদের সম্ভাবনা আঁচ করে প্রাণপণে দৌড়ে বাঁচেন তারা ৷ পরে লরিটির কাঁচ ভেঙে লরিটির চালক ও খালাসিকে উদ্ধার করা হয় ৷ পাঠানো হয় স্থানীয় আমতলা গ্রামের হাসপাতালে ৷

আরও পড়ুন:বাইক-লরি সংঘর্ষ, মৃত 3

ঘটনাস্থলে উপস্থিত হয় বিষ্ণুপুর থানার পুলিশ ৷ তদন্তকারী এক পুলিশ জানিয়েছেন, লরিটির ডানদিকের একাধিক চাকা পাংচার হয়ে যাওয়ায় প্রথমে লরিটি নিয়ন্ত্রণ হারায় ৷ পরে ধাক্কা মারে রাস্তার পাশের একটি চায়ের দোকানে ৷ লরিটির চালক গুরুতর আহত হলেও, প্রাথমিক চিকিৎসার পর লরিটির খালাসিকে ছেড়ে দেওয়া হয় ৷ আটক করা হয় ঘাতক লরিটিকে ও খালাসিকে ৷ লরি চালক এখন চিকিৎসাধীন ৷ পরে সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করা হবে ৷

বিষ্ণুপুর,11 জানুয়ারি : ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা প্রায় শূন্য থাকায় পথ দুর্ঘটনা ৷ আজ ভোর পৌনে পাঁচটা নাগাদ ডায়মন্ড হারবারগামী একটি 10 চাকার বালি বোঝাই লরি ধাক্কা মারে রাস্তার ধারে একটি চায়ের দোকানে ৷ গুরুতর আহত হন লরির চালক ও খালাসি ৷ অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বাঁচেন দোকানে থাকা 7 জন মাটি কাটার শ্রমিক ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার কাছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ ভোর পৌনে পাঁচটা নাগাদ কলকাতা থেকে ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিল একটি দশ চাকার বালি বোঝাই লরি ৷ হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে চায়ের দোকানে ধাক্কা মারে লরিটি ৷ ধাক্কা মেরে ডানদিকে পালটি খায় লরিটি ৷ সেই সময় চায়ের দোকানে ছিলেন সাতজন মাটি কাটার শ্রমিক ৷ বিপদের সম্ভাবনা আঁচ করে প্রাণপণে দৌড়ে বাঁচেন তারা ৷ পরে লরিটির কাঁচ ভেঙে লরিটির চালক ও খালাসিকে উদ্ধার করা হয় ৷ পাঠানো হয় স্থানীয় আমতলা গ্রামের হাসপাতালে ৷

আরও পড়ুন:বাইক-লরি সংঘর্ষ, মৃত 3

ঘটনাস্থলে উপস্থিত হয় বিষ্ণুপুর থানার পুলিশ ৷ তদন্তকারী এক পুলিশ জানিয়েছেন, লরিটির ডানদিকের একাধিক চাকা পাংচার হয়ে যাওয়ায় প্রথমে লরিটি নিয়ন্ত্রণ হারায় ৷ পরে ধাক্কা মারে রাস্তার পাশের একটি চায়ের দোকানে ৷ লরিটির চালক গুরুতর আহত হলেও, প্রাথমিক চিকিৎসার পর লরিটির খালাসিকে ছেড়ে দেওয়া হয় ৷ আটক করা হয় ঘাতক লরিটিকে ও খালাসিকে ৷ লরি চালক এখন চিকিৎসাধীন ৷ পরে সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.