ETV Bharat / state

নির্বাচনে হেরেও যশ দুর্গতদের জন্য ভাঙড়ে ত্রাণ বিলি রেজাউলের - রেজাউল করিম

যশ আসার আগেভাগে ভাঙড়ের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রেজাউল করিম ৷ বিপর্যয় মোকাবিলায় বিডিও-র সঙ্গে বৈঠক করেন । মঙ্গলবার যশের রেশ কাটতেই গাড়ি ভর্তি ত্রাণ সামগ্রী নিয়ে ভাঙড়ের বিভিন্ন ত্রাণ শিবিরে পৌঁছালেন ডাক্তার রেজাউল ।

Rezaul Karim distributed relief at Bhangar
Rezaul Karim distributed relief at Bhangar
author img

By

Published : May 27, 2021, 6:59 AM IST

ভাঙড়, 27 মে: সদ‍্য বিধানসভা নির্বাচনে হেরেছেন, তবু ভাঙড়ের মানুষের পাশে ডাক্তার রেজাউল করিম । একুশের নির্বাচনেই ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ছিলেন তিনি । কয়েক হাজার ভোটে পরাজিত হন আইএসএফ প্রার্থী নওসাদ সিদ্দিকীর কাছে । এর আগে আক্রান্ত তৃণমূল কর্মীদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁকে ৷ এবার তিনি ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে এলেন ভাঙড়ে ।

ভাঙড়ে ত্রাণ বিলি করলেন রেজাউল করিম

ঘূর্ণিঝড় যশ আসার আগেভাগেও ভাঙড়ের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রেজাউল করিম ৷ বিপর্যয় মোকাবিলায় বিডিও-র সঙ্গে বৈঠক করেন । মঙ্গলবার যশের রেশ কাটতেই গাড়ি ভর্তি ত্রাণ সামগ্রী নিয়ে ভাঙড়ের বিভিন্ন ত্রাণ শিবিরে পৌঁছালেন তৃণমূল নেতা ।

যদিও সেভাবে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েনি ভাঙড়ে ৷ তবু, দশ থেকে বারোটি গাড়ির কনভয় নিয়ে ভাঙড়ের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে ঘুরে ত্রাণ বিলি করে দৃষ্টান্ত স্থাপন করলেন ভাঙড়ের পরাজিত প্রার্থী ৷ সঙ্গে ছিলেন দলীয় কর্মীরা ৷

রেজাউল করিমের কথায়, "মানুষ বিপদে পড়েছে ৷ বিভিন্ন ত্রাণ শিবিরে আছে ৷ তাই যতটুকু পারি সাহায্য করতে এসেছি ৷ এর মধ্যে বলার কিছু নেই ৷"

ভাঙড়, 27 মে: সদ‍্য বিধানসভা নির্বাচনে হেরেছেন, তবু ভাঙড়ের মানুষের পাশে ডাক্তার রেজাউল করিম । একুশের নির্বাচনেই ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ছিলেন তিনি । কয়েক হাজার ভোটে পরাজিত হন আইএসএফ প্রার্থী নওসাদ সিদ্দিকীর কাছে । এর আগে আক্রান্ত তৃণমূল কর্মীদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁকে ৷ এবার তিনি ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে এলেন ভাঙড়ে ।

ভাঙড়ে ত্রাণ বিলি করলেন রেজাউল করিম

ঘূর্ণিঝড় যশ আসার আগেভাগেও ভাঙড়ের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রেজাউল করিম ৷ বিপর্যয় মোকাবিলায় বিডিও-র সঙ্গে বৈঠক করেন । মঙ্গলবার যশের রেশ কাটতেই গাড়ি ভর্তি ত্রাণ সামগ্রী নিয়ে ভাঙড়ের বিভিন্ন ত্রাণ শিবিরে পৌঁছালেন তৃণমূল নেতা ।

যদিও সেভাবে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েনি ভাঙড়ে ৷ তবু, দশ থেকে বারোটি গাড়ির কনভয় নিয়ে ভাঙড়ের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে ঘুরে ত্রাণ বিলি করে দৃষ্টান্ত স্থাপন করলেন ভাঙড়ের পরাজিত প্রার্থী ৷ সঙ্গে ছিলেন দলীয় কর্মীরা ৷

রেজাউল করিমের কথায়, "মানুষ বিপদে পড়েছে ৷ বিভিন্ন ত্রাণ শিবিরে আছে ৷ তাই যতটুকু পারি সাহায্য করতে এসেছি ৷ এর মধ্যে বলার কিছু নেই ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.