ETV Bharat / state

দক্ষিণ 24 পরগনায় জেলা স্বাস্থ্য বিভাগে একাধিক পদে নিয়োগ

পিজিওথেরাপিস্ট, স্টাফ নার্স, মেডিকেল অফিসার সহ একাধিক পদে নিয়োগ । আবেদন করার শেষ তারিখ 8 অগাস্ট ।

author img

By

Published : Jul 24, 2020, 7:01 AM IST

চাকরি
চাকরি

জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীনে দক্ষিণ 24 পরগনা জেলা স্বাস্থ্য বিভাগে একাধিক পদে নিয়োগ করা হবে ৷ আবেদনের শেষ তারিখ 8 অগাস্ট ।

আসন সংখ্যা :

ল্যাব টেকনিশিয়ান, পিজিওথেরাপিস্ট, স্টাফ নার্স, মেডিকেল অফিসার সহ মোট 32টি শূন্য পদ রয়েছে ৷ জেনেরাল ছাড়াও SC-ST ক্যাটেগরিতেও নিয়োগ হবে৷

শিক্ষাগত যোগ্যতা :

এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করতে হবে ৷ পাশাপাশি ল্যাবরেটির টেকনোলজিতে দু'বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে । মেডিকেল অফিসারের ক্ষেত্রে M.B.B.S ডিগ্রির পাশাপাশি অভিজ্ঞতা থাকা জরুরি ৷ স্টাফ নার্সদের ক্ষেত্রে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে GNM কোর্স করতে হবে ৷ আলাদা আলাদা পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য পেতে চোখ রাখুন www.wbhealth.gov.in-এ ।

বয়সসীমা :

আবেদনকারীদের ক্ষেত্রে পোস্ট ভিত্তিতে বয়সসীমা ভিন্ন ৷ ল্যাব টেকনিশিয়ানের জন্য সর্বোচ্চ বয়সসীমা 40 বছর ৷ এই পদের জন্য বেতন দেওয়া হবে মাসিক 17,220 টাকা । মেডিকেল অফিসার পদে সর্বোচ্চ বয়সসীমা 66 বছর ৷ এই পদের জন্য বেতন দেওয়া হবে মাসিক 40,000 টাকা । স্টাফ নার্সের জন্য বয়সের সর্বোচ্চ সীমা 60 বছর । বেতন 13,000 টাকা । ফিজিও থেরাপিস্ট পদে বয়সের সর্বোচ্চ সীমা 40 বছর । বেতন 20,000 টাকা । 32টি পদের জন্য আলাদা বয়স সীমা ও বেতন কাঠামো রয়েছে ৷ বিস্তারিত জেনে নিন স্বাস্থ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in-এ ।

আবেদনের প্রক্রিয়া:

25 জুলাই থেকে স্বাস্থ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করা যাবে । জেনেরাল ক্যাটেগরির প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি 100 টাকা ও SC/ST/OBC-দের জন্য অ্যাপ্লিকেশন ফি 50 টাকা ৷ ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে ফি জমা দিতে হবে। সঙ্গে রাখতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিক, স্নাতক স্তর, স্নাতোকত্তর স্তরের মার্কসিট, কম্পিউটার কোর্সের সার্টিফিকেট, আবেদনের সেল্ফ অ্যাটেস্টেট হার্ডকপি, জাতিগত শংসাপত্র সহ আবেদন সহ প্রয়োজনীয় কাগজপত্র ৷

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু - 25 জুলাই ।

আবেদনের শেষ তারিখ - 8 অগাস্ট ।

সেল্ফ অ্যাটেস্টেড আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে 13 অগাস্ট বিকেল সাড়ে পাঁচটার মধ্যে স্পিড পোস্ট বা কুরিয়ারারের মাধ্যমে পাঠাতে হবে। সমস্ত বিস্তারিত তথ্য রয়েছে স্বাস্থ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে ।

পোস্ট করার ঠিকানা

C.M.O.H South 24 Parganas

Administrative Building, M.R. Bangur Hospital Complex

241, Deshapran Sashmal Road. Tollygunge, Kolkata - 7000033

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীনে দক্ষিণ 24 পরগনা জেলা স্বাস্থ্য বিভাগে একাধিক পদে নিয়োগ করা হবে ৷ আবেদনের শেষ তারিখ 8 অগাস্ট ।

আসন সংখ্যা :

ল্যাব টেকনিশিয়ান, পিজিওথেরাপিস্ট, স্টাফ নার্স, মেডিকেল অফিসার সহ মোট 32টি শূন্য পদ রয়েছে ৷ জেনেরাল ছাড়াও SC-ST ক্যাটেগরিতেও নিয়োগ হবে৷

শিক্ষাগত যোগ্যতা :

এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করতে হবে ৷ পাশাপাশি ল্যাবরেটির টেকনোলজিতে দু'বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে । মেডিকেল অফিসারের ক্ষেত্রে M.B.B.S ডিগ্রির পাশাপাশি অভিজ্ঞতা থাকা জরুরি ৷ স্টাফ নার্সদের ক্ষেত্রে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে GNM কোর্স করতে হবে ৷ আলাদা আলাদা পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য পেতে চোখ রাখুন www.wbhealth.gov.in-এ ।

বয়সসীমা :

আবেদনকারীদের ক্ষেত্রে পোস্ট ভিত্তিতে বয়সসীমা ভিন্ন ৷ ল্যাব টেকনিশিয়ানের জন্য সর্বোচ্চ বয়সসীমা 40 বছর ৷ এই পদের জন্য বেতন দেওয়া হবে মাসিক 17,220 টাকা । মেডিকেল অফিসার পদে সর্বোচ্চ বয়সসীমা 66 বছর ৷ এই পদের জন্য বেতন দেওয়া হবে মাসিক 40,000 টাকা । স্টাফ নার্সের জন্য বয়সের সর্বোচ্চ সীমা 60 বছর । বেতন 13,000 টাকা । ফিজিও থেরাপিস্ট পদে বয়সের সর্বোচ্চ সীমা 40 বছর । বেতন 20,000 টাকা । 32টি পদের জন্য আলাদা বয়স সীমা ও বেতন কাঠামো রয়েছে ৷ বিস্তারিত জেনে নিন স্বাস্থ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in-এ ।

আবেদনের প্রক্রিয়া:

25 জুলাই থেকে স্বাস্থ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করা যাবে । জেনেরাল ক্যাটেগরির প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি 100 টাকা ও SC/ST/OBC-দের জন্য অ্যাপ্লিকেশন ফি 50 টাকা ৷ ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে ফি জমা দিতে হবে। সঙ্গে রাখতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিক, স্নাতক স্তর, স্নাতোকত্তর স্তরের মার্কসিট, কম্পিউটার কোর্সের সার্টিফিকেট, আবেদনের সেল্ফ অ্যাটেস্টেট হার্ডকপি, জাতিগত শংসাপত্র সহ আবেদন সহ প্রয়োজনীয় কাগজপত্র ৷

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু - 25 জুলাই ।

আবেদনের শেষ তারিখ - 8 অগাস্ট ।

সেল্ফ অ্যাটেস্টেড আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে 13 অগাস্ট বিকেল সাড়ে পাঁচটার মধ্যে স্পিড পোস্ট বা কুরিয়ারারের মাধ্যমে পাঠাতে হবে। সমস্ত বিস্তারিত তথ্য রয়েছে স্বাস্থ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে ।

পোস্ট করার ঠিকানা

C.M.O.H South 24 Parganas

Administrative Building, M.R. Bangur Hospital Complex

241, Deshapran Sashmal Road. Tollygunge, Kolkata - 7000033

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.