ETV Bharat / state

মাটিতে অর্ধেক পোঁতা যুবতির পচা-গলা মৃতদেহ, অভিযুক্ত ফেরার - ভাটপাড়া থানার পুলিশ

ভাটপাড়া থানার অন্তর্গত বেল্লে শংকরপুর গ্রামে এক যুবতির মাটিতে অর্ধেক পোঁতা অবস্থায় পচা-গলা মৃতদেহ উদ্ধার হয় । মৃত যুবতির নাম আশা সাউ (20) । বাড়ি কাঁকিনাড়া প্রেমচাঁদ নগরে । অভিযুক্ত ফেরার ।

recovered dead body of a young woman at bhatpara
পচা-গলা মৃতদেহ উদ্ধার
author img

By

Published : Feb 28, 2020, 3:41 PM IST

Updated : Feb 28, 2020, 6:06 PM IST

কাঁকিনাড়া,28 ফেব্রুয়ারি :মাটিতে অর্ধেক পোঁতা অবস্থায় এক যুবতির পচা-গলা মৃতদেহ উদ্ধার ঘটনায় ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তির নাম উঠে এসেছে । সোমবার 24 ফেব্রুয়ারি ভাটপাড়া থানার অন্তর্গত বেল্লে শংকরপুর গ্রামে মাটিতে অর্ধেক পোঁতা অবস্থায় পচা-গলা মৃতদেহ উদ্ধার হয় । সেই ঘটনায় ভাটপাড়া থানার পুলিশ তদন্তে নেমে তাঁর নাম ও পরিচয় জানতে পেরেছে । মৃত যুবতির নাম আশা সাউ (20) । বাড়ি কাকিনাড়া প্রেমচাঁদ নগরে ।

মৃতার পরিবার সূত্রে জানা গেছে, তাদের বাড়ির কাছেই স্থানীয় এক যুবক সামসাদ খান ওরফে গোর্খা তাঁকে প্রেমের জালে ফাঁসিয়ে ওই শংকরপুর গ্রামের বাসিন্দা সামসাদের বাড়িতে নিয়ে যেত প্রায় । সেখানেই ঘটনার দিন নিয়ে গিয়ে আশা-কে সামসাদ খুন করেছে বলে অভিযোগ । তবে ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে ধর্ষণ করে করে খুন করা হয়েছে কি না ।

মাটিতে অর্ধেক পোঁতা যুবতির পচা-গলা মৃতদেহ, অভিযুক্ত ফেরার

15 ফেব্রুয়ারি থেকে বাড়ি থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান আশা । বহু খোঁজাখুজির পর আশাকে না পেয়ে ভাটপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয় আশার পরিবারের তরফ থেকে । এদিকে ভাটপাড়া থানায় এই খুনের ঘটনায় অভিযুক্ত সামসাদ খানের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি । তাই অবিলম্বে অভিযুক্ত সামসাদ খানকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়েছেন মৃতার পরিবার আত্মীয়-পরিজনেরা ।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের মোবাইল ট্রাক করা গেছে । বিহারে কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে সে । খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

কাঁকিনাড়া,28 ফেব্রুয়ারি :মাটিতে অর্ধেক পোঁতা অবস্থায় এক যুবতির পচা-গলা মৃতদেহ উদ্ধার ঘটনায় ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তির নাম উঠে এসেছে । সোমবার 24 ফেব্রুয়ারি ভাটপাড়া থানার অন্তর্গত বেল্লে শংকরপুর গ্রামে মাটিতে অর্ধেক পোঁতা অবস্থায় পচা-গলা মৃতদেহ উদ্ধার হয় । সেই ঘটনায় ভাটপাড়া থানার পুলিশ তদন্তে নেমে তাঁর নাম ও পরিচয় জানতে পেরেছে । মৃত যুবতির নাম আশা সাউ (20) । বাড়ি কাকিনাড়া প্রেমচাঁদ নগরে ।

মৃতার পরিবার সূত্রে জানা গেছে, তাদের বাড়ির কাছেই স্থানীয় এক যুবক সামসাদ খান ওরফে গোর্খা তাঁকে প্রেমের জালে ফাঁসিয়ে ওই শংকরপুর গ্রামের বাসিন্দা সামসাদের বাড়িতে নিয়ে যেত প্রায় । সেখানেই ঘটনার দিন নিয়ে গিয়ে আশা-কে সামসাদ খুন করেছে বলে অভিযোগ । তবে ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে ধর্ষণ করে করে খুন করা হয়েছে কি না ।

মাটিতে অর্ধেক পোঁতা যুবতির পচা-গলা মৃতদেহ, অভিযুক্ত ফেরার

15 ফেব্রুয়ারি থেকে বাড়ি থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান আশা । বহু খোঁজাখুজির পর আশাকে না পেয়ে ভাটপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয় আশার পরিবারের তরফ থেকে । এদিকে ভাটপাড়া থানায় এই খুনের ঘটনায় অভিযুক্ত সামসাদ খানের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি । তাই অবিলম্বে অভিযুক্ত সামসাদ খানকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়েছেন মৃতার পরিবার আত্মীয়-পরিজনেরা ।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের মোবাইল ট্রাক করা গেছে । বিহারে কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে সে । খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

Last Updated : Feb 28, 2020, 6:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.