বারুইপুর, 26 নভেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে শুক্রবার সাফল্য পেল বারুইপুর থানার পুলিশ । সূত্র থেকে পুলিশ আধিকারিকরা জানতে পারেন কাছারি বাজারে কচ্ছপ কেটে বিক্রি করছেন এক মাছ ব্যবসায়ী । বাজারে গিয়ে ওই মাছ ব্যবসায়ীর কাছ থেকে 6টি বিলুপ্ত প্রজাতির কচ্ছপ উদ্ধার করে পুলিশ । গ্রেফতার করা হয় মাছ ব্যবসায়ীকে (Rare species of turtles rescued) ।
জানা গিয়েছে, ধৃত মাছ ব্যবসায়ীর নাম বাবলু গায়েন ৷ কচ্ছপগুলির বাংলা নাম তিল কাছিম । এগুলো বিলুপ্ত শ্রেণির মধ্যেই পড়ে । বারুইপুর থানার পক্ষ থেকে খবর দেওয়া হয় বনদফতরকে । রাজ্যের বনদফতর বারবার এই বিলুপ্তপ্রায় প্রাণীর উপরে সচেতনতা মূলক কর্মসূচির পাশাপাশি বিক্রি ও কেনাকাটা করার উপরে নিষিদ্ধ করছে । তারপরেও মানুষ কীভাবে এই ধরনের বিলুপ্তপ্রায় কচ্ছপ বিক্রি করছে বাজারে, সেই নিয়ে একটা প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ।
আরও পড়ুন: মাতলায় ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ, সেলফি তুলতে হুড়োহুড়ি
এতবার সচেতন গড়ার পরেও কেনই বা এই ধরনের অসাধু ব্যবসায়ীরা এই ব্যবসার সঙ্গে লিপ্ত হচ্ছে । পাশাপাশি আরও জানা গিয়েছে, এই বিলুপ্ত কচ্ছপগুলি বারুইপুর কাছারি বাজারে কেটে কেটে কেজি দরে বিক্রি করা হচ্ছে ৷ বারুইপুর থানার পক্ষ থেকে বনদফতরকে খবর দেওয়া হয়েছে । বনদফতরের হাতে তুলে দেওয়া হবে এই বিলুপ্ত প্রজাতির কচ্ছপগুলি ।