ETV Bharat / state

Turtle Rescue : মাতলায় ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ, সেলফি তুলতে হুড়োহুড়ি - Rare species of exotic Turtle recovered in South 24 Parganas

মাতলা নদীতে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ ৷ অবশেষে বনবিভাগের মাতলা রেঞ্জের বন্যপ্রাণী উদ্ধারকারী দল কচ্ছপটিকে ঝড়খালি রেসকিউ সেন্টারে পাঠিয়েছে (Rare species of exotic Turtle rescued) ৷

Rare species of exotic turtles
মাতলা নদীতে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ
author img

By

Published : Jun 26, 2022, 8:17 PM IST

ক্যানিং, 26 জুন : মাতলা নদীতে মিলল বিরল প্রজাতির কচ্ছপ । 11 কেজি ওজনের বিশালদেহী কচ্ছপটির পোশাকি নাম 'গ্রিন সি টার্টল' । ধরা পড়ার পর কচ্ছপটিকে নিজেদের বাড়িতে লুকিয়ে রাখেন মৎস্যজীবীরা । পরে খবর পেয়ে সেটিকে উদ্ধার করে বন দফতর । আপাতত সেটিকে ঝড়খালি রেসকিউ সেন্টারে রাখা হয়েছে ।

Rare species of exotic turtles
বিশালদেহী কচ্ছপটির পোশাকি নাম 'গ্রিন সি টার্টল'

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার খুব সকালে ক্যানিংয়ের মৌখালিতে মাতলা নদীতে মাছ ধরছিলেন কয়েকজন । সেইসময় জালে ধরা পড়ে অদ্ভুত দর্শন কচ্ছপটি । গ্রামে আনার পর কচ্ছপটি দেখার জন্যে ভিড় উপছে পড়ে । কচ্ছপটির সঙ্গে সেলফি তুলতে হুড়োহুড়ি পড়ে যায় কমবয়সি ছেলেমেয়েদের মধ্যে । অবশেষে বনবিভাগের মাতলা রেঞ্জের বন্যপ্রাণী উদ্ধারকারী দল কচ্ছপটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে ।

মাতলা নদীতে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ

আরও পড়ুন : বাঁকুড়ায় আমেরিকান রাক্ষুসে কচ্ছপ উদ্ধার

দক্ষিণ 24 পরগনা বনবিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার মিলনকান্তি মণ্ডল বলেন, "কচ্ছপটি গ্রিন সি টার্টল (চেলনীয়া মিদাস) গোত্রের । এরা সাধারণত আটলান্টিক মহাসাগরের বাসিন্দা । আমেরিকায় বেশি পাওয়া যায় । ভারতে এদের অস্তিত্ব থাকলেও সংখ্যায় অনেক কম । বিরল প্রজাতির কচ্ছপ হওয়ায় এদের সংরক্ষণ করার প্রয়োজন হয়ে পড়েছে ।"

ক্যানিং, 26 জুন : মাতলা নদীতে মিলল বিরল প্রজাতির কচ্ছপ । 11 কেজি ওজনের বিশালদেহী কচ্ছপটির পোশাকি নাম 'গ্রিন সি টার্টল' । ধরা পড়ার পর কচ্ছপটিকে নিজেদের বাড়িতে লুকিয়ে রাখেন মৎস্যজীবীরা । পরে খবর পেয়ে সেটিকে উদ্ধার করে বন দফতর । আপাতত সেটিকে ঝড়খালি রেসকিউ সেন্টারে রাখা হয়েছে ।

Rare species of exotic turtles
বিশালদেহী কচ্ছপটির পোশাকি নাম 'গ্রিন সি টার্টল'

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার খুব সকালে ক্যানিংয়ের মৌখালিতে মাতলা নদীতে মাছ ধরছিলেন কয়েকজন । সেইসময় জালে ধরা পড়ে অদ্ভুত দর্শন কচ্ছপটি । গ্রামে আনার পর কচ্ছপটি দেখার জন্যে ভিড় উপছে পড়ে । কচ্ছপটির সঙ্গে সেলফি তুলতে হুড়োহুড়ি পড়ে যায় কমবয়সি ছেলেমেয়েদের মধ্যে । অবশেষে বনবিভাগের মাতলা রেঞ্জের বন্যপ্রাণী উদ্ধারকারী দল কচ্ছপটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে ।

মাতলা নদীতে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ

আরও পড়ুন : বাঁকুড়ায় আমেরিকান রাক্ষুসে কচ্ছপ উদ্ধার

দক্ষিণ 24 পরগনা বনবিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার মিলনকান্তি মণ্ডল বলেন, "কচ্ছপটি গ্রিন সি টার্টল (চেলনীয়া মিদাস) গোত্রের । এরা সাধারণত আটলান্টিক মহাসাগরের বাসিন্দা । আমেরিকায় বেশি পাওয়া যায় । ভারতে এদের অস্তিত্ব থাকলেও সংখ্যায় অনেক কম । বিরল প্রজাতির কচ্ছপ হওয়ায় এদের সংরক্ষণ করার প্রয়োজন হয়ে পড়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.