ETV Bharat / state

রায়দিঘির রেঞ্জারকে মারধর, মাথা ফাটানোর অভিযোগ মৎস্যজীবীদের বিরুদ্ধে - ranger

যন্ত্রচালিত নৌকার অনুমতি না পাওয়ায় রায়দিঘির রেঞ্জার অফিসারকে মারধর করার অভিযোগ উঠল মৎস্যজীবীদের ওপর ।

রেঞ্জার অফিসার
author img

By

Published : Jul 11, 2019, 11:15 PM IST

Updated : Jul 12, 2019, 12:30 AM IST

সুন্দরবন, 11 জুলাই : মাছ ধরার নৌকার নবীকরণ চলছিল রায়দিঘির নলগোরা বিট অফিসে । কিন্তু জানিয়ে দেওয়া হয়, যন্ত্রচালিত নৌকার নবীকরণ করা হবে না। এরপরই বনদপ্তরের কর্মীদের ব্যাপক মারধরের অভিযোগ উঠল মৎস্য়জীবীদের বিরুদ্ধে ।

সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ ধরতে গেলে বন দপ্তরের অনুমতি লাগে । আজ রায়দিঘি রেঞ্জের মধ্য়ে নলগোরা বিট অফিসে সেই অনুমতি দেওয়ার দিন ছিল । সেই কারণে সকালে কয়েকশো মৎস্যজীবী নলগোরা বিট অফিসে আসে । এরপর মৎস্যজীবীরা যন্ত্রচালিত নৌকার নবীকরণের দাবি জানায় । কিন্তু, বনদপ্তরের তরফে জানানো হয়, যন্ত্রচালিত নৌকার নবীকরণ সম্ভব নয় । অভিযোগ, এরপরই মৎস্যজীবীরা রায়দিঘির রেঞ্জার অশোক কুমার নস্করকে মারধর করে । মাথা ফাটিয়ে দেওয়া হয়। বাধা দিতে গেলে আরও তিন বনকর্মীকে মারধর করে মৎস্যজীবীরা । ঘটনায় গুরুতর জখম অবস্থায় অশোকবাবুকে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ।

দেখুন ভিডিয়ো

রায়দিঘির রেঞ্জার অশোককুমার নস্করের বক্তব্য, "এখন জঙ্গলে যন্ত্রচালিত নৌকা নিয়ে মাছ ধরতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না । সেকথা জানাতেই আমাকে মারধর করা হয় । ঘটনায় বাধা দিতে এলে আরও তিনজনকে মারধর করা হয় ।"

পাথরপ্রতিমা থানার পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

সুন্দরবন, 11 জুলাই : মাছ ধরার নৌকার নবীকরণ চলছিল রায়দিঘির নলগোরা বিট অফিসে । কিন্তু জানিয়ে দেওয়া হয়, যন্ত্রচালিত নৌকার নবীকরণ করা হবে না। এরপরই বনদপ্তরের কর্মীদের ব্যাপক মারধরের অভিযোগ উঠল মৎস্য়জীবীদের বিরুদ্ধে ।

সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ ধরতে গেলে বন দপ্তরের অনুমতি লাগে । আজ রায়দিঘি রেঞ্জের মধ্য়ে নলগোরা বিট অফিসে সেই অনুমতি দেওয়ার দিন ছিল । সেই কারণে সকালে কয়েকশো মৎস্যজীবী নলগোরা বিট অফিসে আসে । এরপর মৎস্যজীবীরা যন্ত্রচালিত নৌকার নবীকরণের দাবি জানায় । কিন্তু, বনদপ্তরের তরফে জানানো হয়, যন্ত্রচালিত নৌকার নবীকরণ সম্ভব নয় । অভিযোগ, এরপরই মৎস্যজীবীরা রায়দিঘির রেঞ্জার অশোক কুমার নস্করকে মারধর করে । মাথা ফাটিয়ে দেওয়া হয়। বাধা দিতে গেলে আরও তিন বনকর্মীকে মারধর করে মৎস্যজীবীরা । ঘটনায় গুরুতর জখম অবস্থায় অশোকবাবুকে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ।

দেখুন ভিডিয়ো

রায়দিঘির রেঞ্জার অশোককুমার নস্করের বক্তব্য, "এখন জঙ্গলে যন্ত্রচালিত নৌকা নিয়ে মাছ ধরতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না । সেকথা জানাতেই আমাকে মারধর করা হয় । ঘটনায় বাধা দিতে এলে আরও তিনজনকে মারধর করা হয় ।"

পাথরপ্রতিমা থানার পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

Intro:মাছ ধরার নৌকার নবীকরণ কে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল নলগোরা বিট অফিস।আজ সকালে রায়দিঘি রেঞ্জের মধ্যে নলগোরা বিট অফিসে মাছ ধরা নৌকার নবীকরণ দেবার দিন ছিল।সেইমতো কয়েকশো মৎস্যজীবী ভিড় জমিয়েছিল নলগোরা বিউটি অফিসে। কিন্তু মৎস্যজীবীদের দাবি ছিল যন্ত্র চালিত নৌকার অনুমতি পত্র দিতে হবে। বনদপ্তর সূত্রে জানানো হয় যন্ত্রচালিত নৌকার অনুমতি পত্র এখনই দেওয়া সম্ভব নয়। এরপরই উত্তেজনা ছড়ায় মৎস্যজীবীদের মধ্যে।উত্তেজিত হয়ে মৎস্যজীবীরা মারধর করে রায়দিঘির রেঞ্জ অফিসার কে। বাধা দিতে গেলে আরো তিনজন বন কর্মীকে মারধর করা হয়। মাথা ফাটে রায়দিঘির রেঞ্জ অফিসার অশোক কুমার নস্কর এর। গুরুতর জখম অবস্থায় তাকে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পাথরপ্রতিমা থানার পুলিশ।Body:সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ ধরতে গেলে বন দপ্তরের অনুমতি লাগে। সেই অনুমতি দেওয়ার কাজ চলছিল। অনুমতি নেওয়ার জন্য ও কয়েকশ নৌকা নিয়ে মাঝিরা এসেছিল।কিন্তু মাঝিরা যখন জানতে পারল যন্ত্র চালিত নৌকা নিয়ে জঙ্গলের মধ্যে যাওয়ার অনুমতি পাওয়া যাচ্ছে না তখন মারধর করে। Conclusion:আহত আধিকারিকের দাবি এখন জঙ্গলে যন্ত্র চালিত নৌকা নিয়ে মাছ ধরতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। তাই আমাকে মারধর করল। এই ঘটনায় মোট চারজন আহত হয়েছে। আহত দের চিকিৎসা চলছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
Last Updated : Jul 12, 2019, 12:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.