সুন্দরবন, 11 জুলাই : মাছ ধরার নৌকার নবীকরণ চলছিল রায়দিঘির নলগোরা বিট অফিসে । কিন্তু জানিয়ে দেওয়া হয়, যন্ত্রচালিত নৌকার নবীকরণ করা হবে না। এরপরই বনদপ্তরের কর্মীদের ব্যাপক মারধরের অভিযোগ উঠল মৎস্য়জীবীদের বিরুদ্ধে ।
সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ ধরতে গেলে বন দপ্তরের অনুমতি লাগে । আজ রায়দিঘি রেঞ্জের মধ্য়ে নলগোরা বিট অফিসে সেই অনুমতি দেওয়ার দিন ছিল । সেই কারণে সকালে কয়েকশো মৎস্যজীবী নলগোরা বিট অফিসে আসে । এরপর মৎস্যজীবীরা যন্ত্রচালিত নৌকার নবীকরণের দাবি জানায় । কিন্তু, বনদপ্তরের তরফে জানানো হয়, যন্ত্রচালিত নৌকার নবীকরণ সম্ভব নয় । অভিযোগ, এরপরই মৎস্যজীবীরা রায়দিঘির রেঞ্জার অশোক কুমার নস্করকে মারধর করে । মাথা ফাটিয়ে দেওয়া হয়। বাধা দিতে গেলে আরও তিন বনকর্মীকে মারধর করে মৎস্যজীবীরা । ঘটনায় গুরুতর জখম অবস্থায় অশোকবাবুকে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ।
রায়দিঘির রেঞ্জার অশোককুমার নস্করের বক্তব্য, "এখন জঙ্গলে যন্ত্রচালিত নৌকা নিয়ে মাছ ধরতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না । সেকথা জানাতেই আমাকে মারধর করা হয় । ঘটনায় বাধা দিতে এলে আরও তিনজনকে মারধর করা হয় ।"
পাথরপ্রতিমা থানার পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে ।