ডায়মন্ড হারবার, 13 জুন: রাজ্যজুড়ে করোনা পরিস্থিতি উদ্বেগজনক । তার মধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে জারি করা হয়েছে কার্যত লকডাউন । কার্যত লকডাউনের প্রভাবে করোনার সংক্রমণ আংশিক হ্রাস পেলেও এখনও পর্যন্ত রাজ্য থেকে করোনা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায়নি । রাজ্যবাসীদের জন্যে দ্রুত টিকাকরণের কাজও চালাচ্ছে রাজ্য সরকার ।
দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা ব্যয়ে এদিন ডায়মন্ডহারবার পৌরসভা ও ডায়মন্ডহারবারের পঞ্চায়েতগুলিতে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয় । আনুষ্ঠানিক ভাবে ডায়মন্ডহারবারের ৪টি পৌর এলাকায় ও ৮টি পঞ্চায়েত এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এই অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করলেন ডায়মন্ডহারবারের মহকুমা শাসক সুকান্ত সাহা ও ডায়মন্ডহারবার বিধানসভার নবনির্বাচিত বিধায়ক পান্নালাল হালদার ৷ এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণীসম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ উমাপদ পুরকাইত।
আরও পড়ুন: আসানসোলে পথ দুর্ঘটনায় দগ্ধ হয়ে মৃত্যু ম্যাটাডোর চালকের, মৃত আরও এক
অক্সিজেন কনসেনট্রেটরের মাধ্যমে করোনা আক্রান্ত রোগীদের পর্যাপ্ত পরিমানে অক্সিজেনের যোগান দেওয়া যাবে। এর ফলে ডায়মন্ডহারবার কোভিড হাসপাতালের উপর কিছুটা হলেও চাপ কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।