ETV Bharat / state

স্থায়ী বাঁধ সহ একাধিক দাবিতে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ মানবাধিকার সংগঠনের - গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি

দক্ষিণ 24 পরগনার উপকূলের সাধারণ মানুষ ও গবাদি পশু বাঁচাতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবিতে পদযাত্রা করেন এপিডিআর-এর সদস্যরা । এরপর নামখানা বিডিও অফিসের সামনে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ দেখায় তাঁরা । পরে ব্লক প্রশাসনের তরফে বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ ওঠে ।

Protests of human rights organization in front of namkhana bdo office demanding permanent dam
বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ মানবাধিকার সংগঠনের
author img

By

Published : Jun 19, 2021, 9:40 AM IST

কাকদ্বীপ, 19 জুন : ঘূর্ণিঝড় যশ বিপর্যয়ের পর থেকেই দক্ষিণ 24 পরগনার উপকূল এলাকায় স্থায়ী বাঁধ তৈরির দাবি ক্রমশ জোরালো হচ্ছে । স্থানীয় মানুষের এই দাবিকে সমর্থন জানিয়ে এবার পথে নামল মানবাধিকার সংগঠন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি(এপিডিআর)-র জেলা কমিটি ৷ স্থায়ী বাঁধ তৈরি এবং যশ বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের মাসিক ভাতাসহ 10 দফা দাবিতে শুক্রবার নামখানা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন সংগঠনের সদস্যরা । একটি স্মারকলিপিও জমাও দেন তাঁরা ।

ওই দিন তাঁরা স্থানীয়দের সঙ্গে নিয়ে সামাজিক দূরত্ব বিধি মেনে একটি পদযাত্রা করেন । যশ ও পূর্ণিমার ভরাকোটালের পর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল সুন্দরবনসহ দক্ষিণ 24 পরগনার উপকূলের বিস্তীর্ণ এলাকা । জলের দৈত্যাকার ঢেউয়ের সামনে দাঁড়াতে পারেনি মাটির নদীবাঁধগুলি । ফলে সেগুলি ভেঙে পড়েছিল । আর তাই প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনকে প্রতিবার বানভাসি হওয়া থেকে বাঁচাতে স্থায়ী সমাধান চাইছেন সাধারণ মানুষ ।

আরও পড়ুন : দলে না এলে একশো দিনের কাজ নয়, ভাঙড়ে মন্তব্য পঞ্চায়েত প্রধানের

এবার দক্ষিণ 24 পরগনার উপকূলের সাধারণ মানুষ ও গবাদি পশু বাঁচাতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবিতে পদযাত্রা করেন এপিডিআর-এর সদস্যরা । বিডিও অফিসের সামনে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ দেখায় তাঁরা । পরে ব্লক প্রশাসনের তরফে বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ ওঠে ।

কাকদ্বীপ, 19 জুন : ঘূর্ণিঝড় যশ বিপর্যয়ের পর থেকেই দক্ষিণ 24 পরগনার উপকূল এলাকায় স্থায়ী বাঁধ তৈরির দাবি ক্রমশ জোরালো হচ্ছে । স্থানীয় মানুষের এই দাবিকে সমর্থন জানিয়ে এবার পথে নামল মানবাধিকার সংগঠন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি(এপিডিআর)-র জেলা কমিটি ৷ স্থায়ী বাঁধ তৈরি এবং যশ বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের মাসিক ভাতাসহ 10 দফা দাবিতে শুক্রবার নামখানা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন সংগঠনের সদস্যরা । একটি স্মারকলিপিও জমাও দেন তাঁরা ।

ওই দিন তাঁরা স্থানীয়দের সঙ্গে নিয়ে সামাজিক দূরত্ব বিধি মেনে একটি পদযাত্রা করেন । যশ ও পূর্ণিমার ভরাকোটালের পর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল সুন্দরবনসহ দক্ষিণ 24 পরগনার উপকূলের বিস্তীর্ণ এলাকা । জলের দৈত্যাকার ঢেউয়ের সামনে দাঁড়াতে পারেনি মাটির নদীবাঁধগুলি । ফলে সেগুলি ভেঙে পড়েছিল । আর তাই প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনকে প্রতিবার বানভাসি হওয়া থেকে বাঁচাতে স্থায়ী সমাধান চাইছেন সাধারণ মানুষ ।

আরও পড়ুন : দলে না এলে একশো দিনের কাজ নয়, ভাঙড়ে মন্তব্য পঞ্চায়েত প্রধানের

এবার দক্ষিণ 24 পরগনার উপকূলের সাধারণ মানুষ ও গবাদি পশু বাঁচাতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবিতে পদযাত্রা করেন এপিডিআর-এর সদস্যরা । বিডিও অফিসের সামনে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ দেখায় তাঁরা । পরে ব্লক প্রশাসনের তরফে বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ ওঠে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.