ভাঙড়, 15 ডিসেম্বর : আজও রাজ্যজুড়ে নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত ৷ দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখায় বিক্ষোভকারীরা ৷ ডায়মন্ডহারবার লাইনের বাহিরপুয়া স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা ৷
সকাল থেকেই দফায় দফায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ চলছে ভাঙড়, সংগ্রামপুর, মগরাহাট, ফলতা সহ কয়েকটি এলাকায় ৷ ভাঙড়ের কাশিপুর থানার পোলেরহাট মোড়ে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ পথ অবরোধের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে যান চলাচল ৷ অবরোধকারীদের বক্তব্য, প্রশাসনের আধিকারিকদের আশ্বাস না পাওয়া পর্যন্ত চলবে অবরোধ ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কাশীপুর থানার পুলিশ ৷ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ ৷
শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধের জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল ৷ পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ অবরোধ উঠে যায় ৷
মুখ্যমন্ত্রীর শান্তি বজায় রাখার আবেদনকে উপেক্ষা করে আজ সকাল থেকেই রাজ্যজুড়ে অব্যাহত বিক্ষোভ, ভাঙচুর ৷ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় স্টেশনে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা ৷ ট্রেন চলাচল ব্যহত হয় বিভিন্ন জায়গায় ৷ মুর্শিদাবাদের শেখদিঘিতে 34 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল হয় বিক্ষোভকারীরা ৷
বীরভূমের মুরারই থানার হিয়াতনগরেও একইভাবে রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা ৷ উত্তর 24 পরগনার আমডাঙায় 34 নম্বর জাতীয় সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভকারীরা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও হিংসাত্মক কার্যকলাপ রুখতে রাজ্যের ছ'টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার, নবান্ন সূত্রে খবর এমনই ৷