ETV Bharat / state

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দক্ষিণ 24 পরগনা জুড়ে বিক্ষোভ - নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ

দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখায় বিক্ষোভকারীরা ৷ ডায়মন্ডহারবার লাইনের বাহিরপুয়া স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা ৷

protest against CAA and NRC at South Dinajpur
দক্ষিণ 24 পরগনা জেলাজুড়ে বিক্ষোভ অব্যাহত
author img

By

Published : Dec 15, 2019, 3:03 PM IST

ভাঙড়, 15 ডিসেম্বর : আজও রাজ্যজুড়ে নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত ৷ দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখায় বিক্ষোভকারীরা ৷ ডায়মন্ডহারবার লাইনের বাহিরপুয়া স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা ৷

সকাল থেকেই দফায় দফায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ চলছে ভাঙড়, সংগ্রামপুর, মগরাহাট, ফলতা সহ কয়েকটি এলাকায় ৷ ভাঙড়ের কাশিপুর থানার পোলেরহাট মোড়ে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ পথ অবরোধের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে যান চলাচল ৷ অবরোধকারীদের বক্তব্য, প্রশাসনের আধিকারিকদের আশ্বাস না পাওয়া পর্যন্ত চলবে অবরোধ ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কাশীপুর থানার পুলিশ ৷ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ ৷

শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধের জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল ৷ পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ অবরোধ উঠে যায় ৷

দেখুন ভিডিয়ো...

মুখ্যমন্ত্রীর শান্তি বজায় রাখার আবেদনকে উপেক্ষা করে আজ সকাল থেকেই রাজ্যজুড়ে অব্যাহত বিক্ষোভ, ভাঙচুর ৷ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় স্টেশনে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা ৷ ট্রেন চলাচল ব্যহত হয় বিভিন্ন জায়গায় ৷ মুর্শিদাবাদের শেখদিঘিতে 34 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল হয় বিক্ষোভকারীরা ৷

বীরভূমের মুরারই থানার হিয়াতনগরেও একইভাবে রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা ৷ উত্তর 24 পরগনার আমডাঙায় 34 নম্বর জাতীয় সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভকারীরা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও হিংসাত্মক কার্যকলাপ রুখতে রাজ্যের ছ'টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার, নবান্ন সূত্রে খবর এমনই ৷

ভাঙড়, 15 ডিসেম্বর : আজও রাজ্যজুড়ে নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত ৷ দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখায় বিক্ষোভকারীরা ৷ ডায়মন্ডহারবার লাইনের বাহিরপুয়া স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা ৷

সকাল থেকেই দফায় দফায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ চলছে ভাঙড়, সংগ্রামপুর, মগরাহাট, ফলতা সহ কয়েকটি এলাকায় ৷ ভাঙড়ের কাশিপুর থানার পোলেরহাট মোড়ে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ পথ অবরোধের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে যান চলাচল ৷ অবরোধকারীদের বক্তব্য, প্রশাসনের আধিকারিকদের আশ্বাস না পাওয়া পর্যন্ত চলবে অবরোধ ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কাশীপুর থানার পুলিশ ৷ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ ৷

শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধের জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল ৷ পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ অবরোধ উঠে যায় ৷

দেখুন ভিডিয়ো...

মুখ্যমন্ত্রীর শান্তি বজায় রাখার আবেদনকে উপেক্ষা করে আজ সকাল থেকেই রাজ্যজুড়ে অব্যাহত বিক্ষোভ, ভাঙচুর ৷ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় স্টেশনে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা ৷ ট্রেন চলাচল ব্যহত হয় বিভিন্ন জায়গায় ৷ মুর্শিদাবাদের শেখদিঘিতে 34 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল হয় বিক্ষোভকারীরা ৷

বীরভূমের মুরারই থানার হিয়াতনগরেও একইভাবে রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা ৷ উত্তর 24 পরগনার আমডাঙায় 34 নম্বর জাতীয় সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভকারীরা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও হিংসাত্মক কার্যকলাপ রুখতে রাজ্যের ছ'টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার, নবান্ন সূত্রে খবর এমনই ৷

Intro:এনআরসি এবং সিএবি এর বিরুদ্ধে আজ সকাল থেকে দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় রাস্তার উপর টায়ার জ্বালিয়ে অবরোধ চলছে। এর পাশাপাশি বিভিন্ন এলাকায় জাতীয় পতাকা নিয়ে এনআরসি এবং cab এর বিরুদ্ধে মিছিল করেন। দক্ষিণ 24 পরগনার শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ডহারবার লাইনের বাহিরপুয়া স্টেশনে ট্রেন বন্ধ করে অবরোধ চলায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। দক্ষিণ 24 পরগনার ভাঙড়, সংগ্রামপুর, মগরাহাট, ফলতা সহ বহু এলাকায় রাস্তার উপর টায়ার জ্বালিয়ে অবরোধ চলছে।Body:এনআরসি এবং সিএবি নিয়ে এবার অগ্নিগর্ভ হয়ে উঠল ভাঙড়। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। ভাঙড়ের কাশিপুর থানার পোলেরহাট এলাকার ঘটনা। পোলেরহাট এর তিন রাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে। প্রায় এক ঘন্টা ধরে চলছে অবরোধ। খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। অবরোধকারীদের দাবি যতক্ষন না প্রশাসনের আধিকারিকরা nrc বা cab না হওয়া নিয়ে আশ্বাস দেবে ততক্ষণ অবরোধ উঠবে না। তাদের অভিযোগ কেন্দ্রে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নীতির বিরুদ্ধে। কোনভাবেই বাংলায় এনআরসি বা সিএবি লাগু হতে দেবে না বলে দাবি আন্দোলনকারীদের।Conclusion:সব জায়গাতেই রাস্তা অবরোধের কথা শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করছে। শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন অবরোধের ফলে কিছুক্ষণ ট্রেন বন্ধ থাকলেও পরে অবরোধ উঠে যাওয়ায় তা ধীরে ধীরে স্বাভাবিক হয়।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.